![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন কাজের চাপে হাঁপিয়ে উঠেছি সবাই, ঘুরতে যাওয়া দরকার, কথাটা বেশ কয়দিন ধরেই আমাদের মুখে মুখে ঘুরছে। আগের সপ্তাহে তিন দিন বন্ধ ছিল, কিন্তু তার সদ¦ব্যবহার করতে পারিনি। কি আর করা পরের সপ্তাহে (০৩.০৪.১৫-০৪.০৪.১৫) আর মিস করলাম না। সম্ভাব্য সবাইকে ফোন দিলাম কিন্তু সাড়া পেলাম ছয় জনের কাছ থেকে। ঠিক হলো, আবার পাহাড়ে যাওয়া যাক। টিকিট কাটলাম খাগড়াছড়ির, শ্যামলী পরিবহনের, কলাবাগান, ঢাকা থেকে উঠব। গন্তব্য হালের ক্রেজ ’সাজেক ভ্যালী’। নির্ধারিত রাতে সবাই হাজির কলাবাগান বাস কাউন্টারে ঠিক রাত দশটাই। খাগড়াছড়ি পৌছালাম সকাল ৭.৩০ টায়, সারারাত ধরে ঝড় বৃষ্টি হয়েছে, শহরের বিদুৎ সংযোগ বিছিন্ন। বাস থেকে নেমে অগত্য পাবলিক টয়লেটে প্রাতকার্য সেরে, নাস্তা করার জন্য বের হলাম। খাবার হোটেলের ব্যাপারটা আবার আমাদের নির্দিষ্ট করা, আশপাশে নোয়াখালী, কুমিল্লা অথবা ফেনীর হোটেল খুঁজি, এর একটা কারণ আছে সেটা হল তারা অন্যদের চেয়ে বেশি প্রফেশনাল। যাক একটা ফেনী হোটেল পেয়ে গেলাম, উদর পূর্তি করে নাস্তা সেরে বের হলাম চাঁন্দের গাড়ীর খোঁজে। আমি এদিক ওদিক তাকাচ্ছি, হটাৎ তিনজন অভিযাত্রী টাইপের লোক এসে বলল ভাই আপনারা কি সাজেক যাবেন? বললাম হুঁ। ওরা বলল ’আমরা মাত্র তিন জন, চাঁন্দের গাড়ীর ভাড়া অনেক বেশি পড়ে যাচ্ছে’, তাই এক সাথে যাওয়া যায় কিনা। আমি মনে মনে ভাবলাম ’ভাই আমি তো আপনাদেরই খুঁজছি। অতপর আমরা ছয় জন আর ওরা তিন জন মোট নয় জনের গ্রæপ করে ফেললাম। দিলীপ দা’র (ড্রাইভার) চান্দের গাড়ী ঠিক করলাম সাড়ে সাত হাজার টাকা আসা-যাওয়া, সে আমাদের আলুটিলা, রিছাং ঝরণা আর সাজেক নিয়ে যাবে।
প্রথম রিছাং ঝরণা দিয়ে যাত্রা শুরূ হল। এক দেড় কিলোমিটার দূরে গাড়ী রেখে ঝরণার উদ্দ্যেশে গেলাম। বেশ খানিকটা খাড়া ঢাল, নামতে তেমন কষ্ট হলো না। অনেকদিন পর ঝরণার সামনে গীয়ে স্থির হয়ে দাড়ালাম, এরপর আর একটু এগিয়ে গেলাম, ঝিরি ঝিরি পানির ছটা শরীরে এসে লাগল, অদ্ভুত ভাল লাগা হৃদয় ছুয়ে গেল। এর আগে জাদিপাঁই, হাঁমহাঁম ঝরনা গেছি। অনেক চড়াই উৎরাই পার হয়ে সেসব জায়গায় পৌছেছিলাম তাই সেখানে পেয়েছিলাম জয় করার আনন্দ, আর রিছং গীয়েও আনন্দ পেলাম, তা হলো খোঁশমেজাজী ভালোলাগা।
রিছং শেষে গেলাম ’আলোক নবগ্রহ ধাতু চৈত্য বৌদ্ধ বিহার’, এটি ঠিক আলু টিলার পাশেই। আহ্ কি সুন্দর, দেখে মনে হলো একটু আগে কেউ সোনালী রং করেছে ।
পাশেই আলুটিলা গুহা, হেঁটে হেঁটেই সেখানে গেলাম, হালকা নাস্তা করে টিকিট কেটে আর তিনটা মশাল কিনে নিয়ে গুহাতে প্রবেশ করলাম, মিনিট দশেক লাগল এমাথা থেকে ওমাথা পৌছাতে, ঘুটঘুটে অন্ধকার ভিতরে, কোথাও কোথাও হাঁটুজল। এই গুহার নাম ’রহস্যময় গুহা’ কেন তা আর বুঝতে বাকি থাকল না! কিছুটা রহস্য তো আছেই।
গুহা ভ্রমন শেষ করে এবার আমাদের সাঁজেকের পথে এগিয়ে যাওয়া। যে যার মতো চাঁন্দের গাড়ীর ছাদে গিয়ে উঠল। আসলে ভুল আমরাই করেছি, উচিৎ ছিলো গাড়ীর ছাদ ভাড়া নেওয়া, তাইলে মনে হয় আরো কমে ভাড়া পাওয়া যেত। এবার শুরু হলো উল্লাস, জীবনে যে একবারও চান্দের গাড়ীর ছাদে পাহাড়ি রাস্তায় ভ্রমন করেনি, তা সে যতই ক·বাজার বীচে সূর্য্য স্নান করূক বা রাঙ্গামাটির ঝুলন্ত ব্রীজে ঝুলে থাকুক তাদের সাধ্যই নাই, কেন মানুষ জীবনের মায়া ত্যাগ করে চাঁন্দের গাড়ির ছাদে উঠে তার কারণ বুঝে! (লাইনটি শরৎবাবুর ’বিলাসী” গল্প থেকে ধার করলাম)। পথে থামলাম দিঘীনালা। পাহাড়ীকা হোটেলে দুপুরের খাওয়া সারলাম। সেখানে লম্বা বাশেঁর তৈরি হুকার মত কিছু একটা খাওয়ার ট্রাই করে ধোঁয়া বের করতে ব্যর্থ হলাম। পথে কিছু বাংলা (!) জিনিসপত্র কিনে নিলাম....। অতপর বেলা সাড়ে তিনটার দিকে গীয়ে পৌছালাম সাজেক। গীয়ে উঠলাম ’আলো রির্সোট’ (আমার কাছে ওদের ফোন নং আছে লাগলে আওয়াজ দিয়েন)। সাজেক ক্যামন লেগেছে তার বর্ননা নিচে দিব। এরপর সবাই ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম, হ্যাঁ এখানে ঘোরার জায়গা আছে প্রচুর, পাহাড়ের ঢালে আনমনে বসে থাকার ব্যবস্থা আছে, আছে চায়ের দোকানে বসে আদিবাসীদের সাথে খোশগল্প করার সুযোগ। দোলনা আছে। দুলতে দুলতে অনেক দুরের দেশে ভারতের মিজোরাম পাহাড় দেখা যায়। পাহাড়ের নীচে মেঘের আনাগোনাও চোখে পড়ে। আর আমরা যেদিন গেছি তখন ছিল ভরা পূর্নিমা, পূর্নিমার আলো পেয়েছিলাম রাত আটটা পর্যন্ত, যতক্ষন পূর্নিমার আলো ছিল ততক্ষন পাহাড়টা অন্যরকম লেগেছিল। এরপরেই আবার আকাশে মেঘের আনাগোনা। আমরা রির্সোটে ফিরে গীয়ে বাংলা (!) খাবারে মনোনিবেশ করলাম।
উঠলাম ভোর চারটায়, উদ্দেশ্য ভোর রাতের পাহাড়ের আকাশে তারার ঝিলিমিলি দেখা (যা একবার দেখেছিলাম কেওকেরাডং চূড়ায় বছর তিনেক আগে)। তা আর এবার দেখা হল না, কারণ আকাশে কালো মেঘের ঘনঘটা।
শেষমেষ উদ্দেশ্যহীন ভাবে পশ্চিম দিকে সবাই হাঁটা শুরু করলাম, শুনেছি সামনে নাকি একটা গ্রাম আছে। ঘন্টা খানেক হাটার পরে লুসাই পাহাড়ের উপর একটা গ্রাম দেখতে পেলাম। গ্রামের নাম ’কংলাক’। আহ্ পাহাড়ের উপরে অসাধারণএকটা জনবসতি। কি চমৎকার ছিমছাম একটা গ্রাম। আর গ্রামের মানুষগুলি অসাধারণ, বিশেষ করে বাচ্চারা, আমাদের আস্তিন থেকে তাদেরকে চকলেট দিলাম, মিশলাম তাদের সাথে, অন্যরকম ভালো লাগা আমাদের জন্য কারণ তারা আমাদেরকে আগন্তুক মনে করেনি। তারা খুবই মিশুক প্রকৃতির। আর কংলাক গ্রাম থেকে সাজেকের (রূইলুই পাঁড়া) দৃশ্যও মনোরম, দূর থেকে লাল নীল ঘরগুলি পোষ্টারের মতো লাগছিল। মনে হলো এতক্ষনে আমাদের সাজেক আসা সার্থক হলো। এই গ্রামে যদি না আসতাম তাহলে হয়ত এই ভ্রমন নিয়ে ভবিষ্যতে রোমন্থন করার মতো কোন স্মৃতি থাকত না।
এবার আসি সাজেকের গল্পে। ছবির মতো সাজানো, দিনে দুইবার পুরো এলাকা ঝাড়ূ দেয়, একটা পাতাও পড়ে থাকে না। হটাৎ ছবি দেখে যে কেউই স্কটল্যান্ড বা ইংল্যান্ডের একটা শহর ভেবে ভুল করতে পারে। একেবারে সম্পূর্ন রঙিন।
তবে আমার ভালোলাগার জায়গা অন্য রকম, ইট পাথরের শহর থেকে গীয়ে আবার অই রির্সোট-হোটেল-মোটেলের আলিশান ঘরের চেয়ে, বগালেক, কেঁওকেরাডং, বাকলাইপাড়া, প্রাতাপাড়া, বোডিংপাড়া, থানচি, কংলাকপাড়ার কারবারি অথবা হেডম্যানের বাড়ির কাঠের ঘর, পুরোনো কম্বল আর পাহাড়ী মোরগের ঝোলই আমার বেশী ভালো লাগে।
২| ০৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
শাহেদ সাইদ বলেছেন: সাজেক যেতে হবে
৩| ০৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
নীল ভোমরা বলেছেন:
ছবি কই?!
সাজেকের ছবি দেখতে ক্লিকান... এইখানে
http://www.somewhereinblog.net/blog/neel_vomora/29062982
৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩০
রােশদ সুলতান তপু বলেছেন: আমরা একটা গ্রুপ সাজেক যাওয়ার প্ল্যান করছি মে মাসের ১-৩ তারিখে। আপনার পোস্ট অনেক কাজে আসবে। তবে যদি আরো একটু বলতে পারতেন যেমন রিসোর্ট/ গেস্ট হাউজ ঢাকা থেকে বুক করা যায় কিনা, তার খরচটা কেমন আর ওখানে চান্দের গাড়ী বাদে কোন মাইক্রো নিয়ে যেতে পারি কিনা।
আর আলো রিসোর্টের ফোন নাম্বারটা দিলে তো কথাই নেই। ইদানীং অনেক শুনছি সাজেকের কথা। আপনার পোস্ট পড়ে তো আরো লোভে পড়ে গেলাম। পোস্টের জন্যে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৮
নীল সুমন বলেছেন: আলো রির্সোট: ০১৫৫৩৬৪৩৪৩। ভাড়া: সিংগেল রুম: ৮০০, ডাবল: ১৫০০। রক(যেটার ছবি দেওয়া): ০১৮৬৫৩৪৭৬৮৮, ০১৭৮৩৯৬৯২০০, এখানে ভাড়া একটু বেশি।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৫
ফ্রস্ট বাইট বলেছেন: হুম। ++
৬| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৭
নীল সুমন বলেছেন: আলো রির্সোট: ০১৫৫৩৬৪৩৪৩। ভাড়া: সিংগেল রুম: ৮০০, ডাবল: ১৫০০। রক(যেটার ছবি দেওয়া): ০১৮৬৫৩৪৭৬৮৮, ০১৭৮৩৯৬৯২০০, এখানে ভাড়া একটু বেশি।
৭| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০০
রােশদ সুলতান তপু বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
৮| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বছর দেড়েক আগে গিয়েছিলাম, তখন এই ঘরগুলো ছিল না। সাজেককেও নীলগিরির মত কংক্রিটের প্রসাধনে শেষ করে দিবে। প্রকৃতির সেই রূপ হারিয়ে যাবে ইট-সিমেন্টের আরাম আয়েশের বন্দোবস্ত করতে করতে।
পোস্টে ছবি দিলে আরও বেশী ভালো লাগতো। ছবি ছাড়া ভ্রমণ পোস্ট কেমন অসম্পূর্ণ লাগে... (যদিও ছবির লিঙ্ক কমেন্টে সংযোজন করে দেয়া আছে দেখলাম)
ভালো থাকুন, শুভকামনা।
৯| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৭
কলমের কালি শেষ বলেছেন: ভ্রমন কাহিনী ভাল লেগেছে ।
১০| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩১
শাকি৯১৩০ বলেছেন: ভাই, আলো রির্সোটের ফোন নাম্বারটায় ১ টা নাম্বার কম আছে। কাইন্ডলী সঠিক নাম্বারটা একটু দিন
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
িবর্ন জামান বলেছেন: সেই দিন গুলি কই। এখন আর মন চাইলেও পারি না । কেন সবাই এত পর হয়ে গেল।আপনার লেখা পরে সেই দিন গুলর কথা মনে পরে গেল।যখন আমরা সময় পেলে ছুটে যেতাম ।দূর কওন এক দূরে ।