![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো নিউজিল্যান্ড ক্রিকেট টিমকে হোয়াইট ওয়াশ ((বাংলাওয়াশ)) করায় বাংলাদেশ ক্রিকেট টিমকে জানাই আন্তরিক অভিনন্দন / জাতীয় নানা সংকটের সময় একমাত্র এই একদল লোকই আমাদেরকে নিত্য আনন্দে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে / আসুন সবাই মিলে দোয়া করি, বাংলাদেশ ক্রিকেট টিমের এই ধারাবাহিকতা যেন আগামী দিনগুলোতেও চলতে থাকে//
সাবধান!! বাঘ আইলো!!
২| ০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭
নীল অ্যাপাচী বলেছেন: আজকে কিন্তু সেইরকম ভাল খেলেছে।।
উফ! আমি ভবিষ্যত নিয়ে খুব আশাবাদী।
৩| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
রাফসান বড়ুয়া বলেছেন: একটি কৌতুক মনে পড়ল__
একবার জনৈক ক্রিকেটার তার সঙ্গীর ফোন ধরলেন। ওপাশ থেকে কেউ একজন বললেন সে ওমক কে চায়। তখন ওই ক্রিকেটার বলল ও তো এইমাএ ব্যাট করতে নামল। ওপাশ থেকে বলল, ও তাহলে আপনি বলবেন যে আমি ফোন করেছিলাম। আরে .....না.... না...... আপনি লাইনে থাকেন। ও এক্ষুনি ফিরে আসবে।
বাংলাদেশ টিম যে এ ধাপ থেকে বের হয়ে আসছে, সেটাই আসল কথা। অভিনন্দন বি টিম !!!
০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০
নীল অ্যাপাচী বলেছেন: আশা করি বাংলাদেশ টিম দিন দিন উত্তোরত্তর ভাল করবে।।
আপনি দেখেন, আজকে একবার ও কি মনে হয়েছে যে-দলে সাকিব/তামিম থাকলে আজ ভাল হত ।।
আপনার কৌতুক ভাল লেগেছে।।
তবে এ কৌতুক বাংলাদেশের সাথে যায় না।।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: জেগেছে বাংলাদেশ জয়ের উল্লাসে
যত জীর্নতা ঝেড়ে ফেলে
সব পেরেশানি ভূলে
মাতো উল্লাসে
বাংলাদেশ! বাংলাদেশ!! বাংলাদেশ!!
হিপ হিপ হুররে............