নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের দেশে সে নীলসায়রে \nআবার ফুটেছে স্বর্ণকমল\nমধুর হাসিতে মায়াময় চিতে \nস্পন্দিত হলো নীলোদধি জল\n\n

নীলসায়র

নীলসায়র › বিস্তারিত পোস্টঃ

মানসন্মত লেখা, মানহীন লেখা,মানসন্মত পাঠক, মানহীন পাঠক এবং মাল্টিবাজী লেখক এবং পাঠকেরা প্রসঙ্গে

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩



ব্লগে ইদানিং প্রায়ই বিভিন্ন লেখক,পাঠক তথা ব্লগারদেরকে বলতে দেখি/ শুনি/ পড়ি যে মানসন্মত লেখা অধিক পঠিত হয় না, লাইক কমেন্ট পায় না, আলোচিত পাতায় যায় না যেখানে মানহীন লেখা খুব সহজেই আড্ডাবাজী আলোচনা, স্বজনপ্রীতি বা মাল্টিবাজীর পিঠ চাপড়া চাপড়ির জোরে আলোচিত পাতায় ঘন্টার পর ঘন্টা স্থায়ীত্ব পায়। এমনকি বর্তমানের অতি গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে লিখিত স্টিকি পোস্টটিতেও সেই আলোচনা স্থান পেয়েছে। যা আমার মতে বেশ অপ্রাসঙ্গিক এবং মূল ইস্যু থেকে সরে যাবার পক্ষে যথেষ্ঠ সহায়কও বটে।

আমার প্রশ্ন-
১। ব্লগে কাউকে দিয়ে কি জোর করে মান সন্মত লেখনী লেখানো বা পড়ানো সম্ভব ?
২। মান সন্মত লেখায় বাধ্যতামূলক কমেন্ট লাইক দেওয়ানো সম্ভব?
৩। অটো মন্তব্য বা লাইক অপশন চালু করলে কেমন হয়? (পোস্ট মানহীন জাতহীন যাই হোক অটো কমেন্টের বন্যায় ভেসে যাবে যাতে মান সন্মত লেখকদের দুঃখ লাঘব হয়।)
৪। এখন সবচাইতে গুরুত্বপূর্ন প্রশ্নটি যা মাথায় এসেছে তা হলো মানসন্মত লেখার মানদন্ড কি কি?
৫। কারা কারা তা এখানে বিচার করবেন? তাদের যোগ্যতা কি কি হতে পারে?
৬। ব্যাক্তি, সমাজ ও জাতির জন্য কোনো প্রকার ক্ষতিকারক লেখনী ছাড়া মুক্ত চিন্তার প্লাটফর্মে যার যা সাধ্য সে মতই সে কি লিখবে না?
৭। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। তেমনি আজ যে মানহীন লিখছে কাল সে ভালো লিখবেনা এমন কোনো নিশ্চয়তা কি আছে?
৮। মানসন্মত লেখায় পাঠক নেই, মানহীন লেখায় আছে। তবে কি বর্তমানে মানহীন পাঠক সংখ্যাই বেড়ে গেলেো?
৯। আলোচিত পাতায় আলোচনার বদলে উঠে আসছে আড্ডাবাজী তবে কি আরেক উপায় মডারেটরদেরকেই বসে বসে কোনটা প্রকৃত আলোচনা আর কোনটা আড্ডাবাজীলোচনা তা ক্যাটাগরাইজ করবেন বা করা উচিৎ নয় কি?
১০। এখানে মাল্টিবাজী পিঠ চাপড়াচাপড়ীর সুযোগ করে দিয়ে তথা মাল্টি নিক বানাবার সুবিধা করে দিয়ে তবে কি মানহীন লেখক এবং পাঠকেরাই দোষ করছেন?
১১। স্টিকি পোস্টে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে কে আলোচিত হলো কে হলোনা, কে কেমন, কে কি করছে বিষয়টিও টেনে আনা হয়েছে। এতে মূল আলোচনা বা উদ্যোগ বিষয়টি কি ব্যাহত হয়নি?
১২। যারা এই পোস্টে কমেন্ট দিয়েছে তাদের কমেন্ট দেখে মনে হয়েছে সমাজের এই জটিল ও কুটিল সমস্যাটি(ধর্ষন) থেকেও তারা ব্লগের এই আলোচিত সমস্যা নিয়ে বেশী চিন্তিত। অথচ তারাই কি এই আড্ডাবাজী আলোচিত ব্লগে কমেন্ট করেন না?
১৩। কয়জন ধর্ষণ বিষয়টি নিয়ে কমেন্ট করেছেন আর কয়জন আলোচিত এবং মাল্টিবাজীর হালচাল নিয়ে আলোচনা করেছেন মূল বিষয়টি থেকেও কি তাদের সংখ্যাটি বেশি নয়?
১৪। পিটিশনে কয়জনের সিগনেচার আছে?
১৫।যুগে যুগে সমাজ পরিবর্তিত হয়। যুগে যুগে সব কিছুই বদলায়। আগে কি সুন্দর দিন কাটাইতাম না বলে এখন কি করা উচিৎ এবং কি করবো সেটাই ভাবনার বিষয়। ভালো ভালো লেখা কমেন্টের অভাবে তলায় চলে যায় আর খারাপ লেখা আলোচিত পাতায় উঠে। নিজেকে প্রশ্ন করে দেখুন আপনিও কি সেই দলেরই অংশ নন?

আপাতত সর্বশেষ প্রশ্ন

কোন কোন ভালো লেখায় আপনি একা কমেন্ট করেছেন বা গুটিকয় মানুষই বা করেছেন অন্তত ৩টি প্রমান দেখান আর কোন কোন আড্ডাবাজী ফালতু পোস্টে আপনিসহ আরও সব মান সন্মত লেখকেরা পাঠকেরা শত শত কমেন্ট করেছেন আমি তার ১০ প্রমান দেখাতে পারবো।




মাথায় আরও শত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আপাতত হেঁটে আসি।

মন্তব্য ৯৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: যার মন যা চায় সে তা পড়ে। কাউকে জোর করা যায় না।
এমনও পোস্ট আসে, ছবি দেখলে মাথা ঘুরে। প্রথম লাইন পড়লে গায়ে কাঁটা দেয়, ভয় হয়।

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

নীলসায়র বলেছেন: প্রথম প্রশ্নের উত্তর পাইলাম। বাকীগুলানের উত্তর দ্যান।

২| ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:

"মানসন্মত লেখা, মানহীন লেখা,মানসন্মত পাঠক, মানহীন পাঠক এবং মাল্টিবাজী লেখক এবং পাঠকেরা প্রসঙ্গে "

-আপনার লেখা কোন গ্রুপে পড়েছে?

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

নীলসায়র বলেছেন: আমি প্রশ্ন করেছি আগে। আপনি উত্তর দ্যান। পাগল সেজে আমার সাথে লাভ হবেনা চাঁদগাঞ্জী সাহাব।

৩| ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: স্যার, পেটে ব্যথা শুরু হয়েছে :(( আজ ক্ষেমা দেন।

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

নীলসায়র বলেছেন: এইরাম ভীতু প্রকৃতির লোকেরা কইলাম মালটিবাজি করে। ( ইনক্লুডিং মি) পেট বেদনার ঔষধ খায়া উত্তর লিখতে বসেন। মানহীন মানসন্মত যেমন পাঠক লেখকই হননা কেন অভিজ্ঞতার আলোকে কিছু জ্ঞান দান করেন।

৪| ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: যাই হোক আমার পোস্টের কারণে সুন্দর একটি পোস্টের জন্ম হলো।

হুম কথা সত্য এবং ঠিক জোর করে কিছুই হয় না।
শুভ ব্লগিং

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

নীলসায়র বলেছেন: আশা করি ক্ষমা করেছেন আমাকে। মানহীন বা মানসন্মত লেখক পাঠকের সমাবেশে সুন্দর সরল এবং সহজ মনেরও সন্ধান পাওয়া যায়। ঠিক এমনই ভালো মানুষ থাকুক আপা।

৫| ২০ শে মে, ২০১৭ রাত ৮:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আইচ্ছা স্যার, ব্লগে আমিও পোস্ট দেই। আড্ডার জন্য পোস্ট দিলে সুফারহিট। ব্লগে আউল ফাউল লেখা বেশি আছে, তিন নম্বরি খবর আসে। মাল্টিনিক থেকে লেখা আছে। মানসম্মত লেখা পড়তে হলে প্রথম খুঁজতে হয়। কিন্তু আমি সবসময় পাই না। খামোখা সময় নষ্ট হয়।

আজকাল আমিও মানসম্মত লেখা দিতেছি :D

সময় নাই স্যার।

স্যার, ভুল হইলে ক্ষমা করবেন।

আজ ব্লগে একটা নেংটা ছবি ছিল, ওটা আসলে খুব মানসম্মত ছিল হয়তো। :-<

২০ শে মে, ২০১৭ রাত ৮:৪৩

নীলসায়র বলেছেন: হা হা হাকভাই।
সেই হইলো কথা। মান সন্মত লেখা এবং লেখক খুঁজার আগে নিজেকে মান সন্মত পাঠক হিসাবে গড়ে তুলুন। কে আড্ডা দেবে, কে আউলফাউল দেবে যার যার ব্যাপার পাঠকেরাও কে কোনটা বেছে নেবে তার তার ব্যাপার। তয় আলুচনা কইরবার আগে নিজের দিকেও তাকান দরকার।

৬| ২০ শে মে, ২০১৭ রাত ৮:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: #হাক ভাই আমি মন্তব্য করেছিলাম ছবিটা মুছার জন্য
মুছা হয়েছে কিনা জানি না।

২০ শে মে, ২০১৭ রাত ৮:৪৭

নীলসায়র বলেছেন: যে সব সুন্দর সুন্দর ছবি আসে যা দেখলে পেটের নাড়িভুড়িও বাহির হবার উপক্রম হয় সেসব মাল্টিনিককে জিইয়ে রেখে পিঠ চাপড়া নিয়ে চাপড়াচাপড়ি। আরে বাবা এতই যদি জ্ঞান তাইলে নিজেরাই যা যাওয়া কেন চাপড়া দিতে? ছবি আপা আপামর জনতার উদ্দেশ্যে বকিলাম। আপনি মাইন্ড খাইয়েন না যেন।

৭| ২০ শে মে, ২০১৭ রাত ৮:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: @ কাজী ফাতেমা ছবি, আপা আমি ভয়ে রিপরট করিনি, আগের বার একটা রিপরট করার পর আমার পোস্ট একটা হাওয়া করা হয়েছিল। আমি নাকি এড দিয়েছিলাম :D

২০ শে মে, ২০১৭ রাত ৮:৫০

নীলসায়র বলেছেন: তো আপনে আবার এক পোস্টের এ্যাড করতে আরেক পোস্ট দিলেন কেন? এত বয়স হইসে ব্লগ ও নিজ জীবনে এইটুকু বুদ্ধি হয় নাই? ফিডব্যাকে মেইল দিবেন নয়তো রিপোর্ট করবেন। এর পর নাকে তেল দিয়া ঘুমাইবেন। যখন মডু সাহেবরা নাকে তেল ছেড়ে ঘুম থেকে জেগে সেই রিপোর্টখান দেখবেন তখন তিনাদের মর্জি হলে মুছবেন বা অন্য ব্যাবস্থা নিবেন। কোনোভাবেই একটি বাজে কর্মের জন্য অপর বাজে কর্ম করা চলবে না। মানে বাজে জিনিসের এ্যাড দিবেন না।

৮| ২০ শে মে, ২০১৭ রাত ৮:২২

জেন রসি বলেছেন: ব্রাভো! আমি ব্লগে আসার পর থেকেই এমন আলোচনা, ক্ষোভ, আক্ষেপ দেখে আসছি। ব্লগে আসার পর আমি কয়েকজনের সাথে খুব আড্ডাবাজি করতাম। সেসব নিয়েও বেশ সমালোচনা হয়েছে। যদিও তাতে আমার কিছু যায় আসেনা। ফান এবং দরকার হলে সিরিয়াস ডিবেট দুটোই আমি উপভোগ করি।

দ্বিতীয় ব্যাপার হচ্ছে ভালো পোস্টে মন্তব্য নেই বলে যারা আক্ষেপ করেন তাদের নিজেদের মন্তব্যও এমন অনেক পোস্টে পাওয়া যায়না( যা আমার দৃষ্টিতে ভালো পোস্ট)। তার মানে এই ভালো পোস্টের ব্যাপারটাও আপেক্ষিক। এমন পোস্টকেও আমি সামুর প্রথম পাতা থেকে সরিয়ে ফেলতে দেখেছি যা আমার দৃষ্টিতে ভালো পোস্ট ছিল! যাইহোক সেটা ভিন্ন আলাপ। আসল ব্যাপার হলো কে কার পোস্টে মন্তব্য করবে, কে কোথায় বা কিসে আনন্দ পাবে, কে কোথায় আড্ডা দিবে এটা যারযার পারসোনাল চয়েসের ব্যাপার।

আর মাল্টির ব্যাপারে বলি যে, মাল্টি দিয়ে গালিগালাজ, অশ্লীল ছবি আপলোড এসব সমর্থন করিনা। কেউ গালিবাজি করলে সেটা তার মূল আইডিতেই করা উচিৎ। এর বাইরে মাল্টি নিয়ে আমার কোন মাথা বেথা নেই।

আসলে আমাদের দেশে লেখালেখি ইস্যুতে মানুষ একধরনের পিউরিটান ভণ্ডামিতে আক্রান্ত! এই পিউরিটান অবসেশনের ব্যাপারটা অনেক ব্লগারদের মাঝেও আছে। ;)

২০ শে মে, ২০১৭ রাত ৯:০৫

নীলসায়র বলেছেন: এই যে রসিভাই মনের কথাটা কইলেন। আমিও সেটাই বলতে চাইছি। এই যে বললেন, "দ্বিতীয় ব্যাপার হচ্ছে ভালো পোস্টে মন্তব্য নেই বলে যারা আক্ষেপ করেন তাদের নিজেদের মন্তব্যও এমন অনেক পোস্টে পাওয়া যায়না( যা আমার দৃষ্টিতে ভালো পোস্ট)। তার মানে এই ভালো পোস্টের ব্যাপারটাও আপেক্ষিক। "

এই উদ্দেশ্যেই আমার দুটি প্রশ্ন ছিলো-
১৫।যুগে যুগে সমাজ পরিবর্তিত হয়। যুগে যুগে সব কিছুই বদলায়। আগে কি সুন্দর দিন কাটাইতাম না বলে এখন কি করা উচিৎ এবং কি করবো সেটাই ভাবনার বিষয়। ভালো ভালো লেখা কমেন্টের অভাবে তলায় চলে যায় আর খারাপ লেখা আলোচিত পাতায় উঠে। নিজেকে প্রশ্ন করে দেখুন আপনিও কি সেই দলেরই অংশ নন?
আপাতত সর্বশেষ প্রশ্ন

কোন কোন ভালো লেখায় আপনি একা কমেন্ট করেছেন বা গুটিকয় মানুষই বা করেছেন অন্তত ৩টি প্রমান দেখান আর কোন কোন আড্ডাবাজী ফালতু পোস্টে আপনিসহ আরও সব মান সন্মত লেখকেরা পাঠকেরা শত শত কমেন্ট করেছেন আমি তার ১০ প্রমান দেখাতে পারবো।

আবার কইলেন, "এমন পোস্টকেও আমি সামুর প্রথম পাতা থেকে সরিয়ে ফেলতে দেখেছি যা আমার দৃষ্টিতে ভালো পোস্ট ছিল!"
এই কারনেই কইছিলাম,
৪। এখন সবচাইতে গুরুত্বপূর্ন প্রশ্নটি যা মাথায় এসেছে তা হলো মানসন্মত লেখার মানদন্ড কি কি?
৫। কারা কারা তা এখানে বিচার করবেন? তাদের যোগ্যতা কি কি হতে পারে?

আমার মতে ব্লগে যে যার সামর্থ এবং দক্ষতা অনুযায়ী লিখবে। মান সন্মত পোস্ট বলতে ঠিক কি তার কি কোনো পরিমাপক আছে? একেক জনের দৃষ্টিতে তার ভিন্নতাও থাকবে।

"আসল ব্যাপার হলো কে কার পোস্টে মন্তব্য করবে, কে কোথায় বা কিসে আনন্দ পাবে, কে কোথায় আড্ডা দিবে এটা যারযার পারসোনাল চয়েসের ব্যাপার।"
একারনেই বলি, মান সন্মত লেখার লেখকের বদলে আগে মান সন্মত পাঠক বাড়ুক বা নিজেরাই নিজেদেরকে মানসন্মত পাঠক হিসাবে গড়ে তুলুক। তারপর কথা।

মাল্টির ব্যাপারে যা বললেন, মালটি নিয়ে গালিগালাজ, অশ্লীল ছবি আপলোড সেসব নিয়ে কারো মাথা ব্যাথা তেমন দেখিনা যত না অধিক পঠন ও কমেন্টের ব্যাপারে লোকজন প্রতিক্রিয়াশীল। তবে কি আমি অন্য কিছুই ধরে নেবো?

পিউরিটান অবসেশন ও লেখালিখির ভন্ডামী নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করলে আরও একটু বেশি জ্ঞান লাভ করতাম।

৯| ২০ শে মে, ২০১৭ রাত ৮:৩৯

জেন রসি বলেছেন: আরেকটা ব্যাপার হচ্ছে বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকতেই পারে। কিন্তু কোন একটা ইস্যুতে মতের মিল হলনা বলেই একেবারে শত্রু বানিয়ে ফেলার ঘটনাও ঘটে। একই ব্লগারের সাথে যে সিরিয়াস ডিবেট আবার অন্য সময় ফান বা আড্ডাবাজি করা যায় এই কালচারটা কোন ব্লগেই গড়ে উঠেনি।

২০ শে মে, ২০১৭ রাত ৯:১০

নীলসায়র বলেছেন: এ তো এই ব্লগের আজন্মকালের প্রথাগত প্রচলন। গ্রুপিং, সিন্ডিকেট, এক দলের উপর অন্য দলের ঝাল ঝাড়া। এই পাড়ার দাদাকে ঐ পাড়ার বাগে পাওয়া। কি করবেন বলেন? ব্লগ তো সমাজেরই অংশ। লিখতে এসে কে কাকে বর্জন করবেন কে কাকে আগলাবেন সামলাবেন এই নিয়ে চিন্তা করতে গিয়ে লেখালিখির চিন্তা মাথা থেকে হটে গিয়ে শেষে মানহীন জাতহীন কলরবে সরবিত হন।

১০| ২০ শে মে, ২০১৭ রাত ৮:৪৫

সত্যের ছায়া বলেছেন: এদেশে খুন, হত্যা, ধর্ষণ এর বেলায় যেমন নির্বাচিত প্রতিবাদ হয় তেমনি কেউ কেউ চাচ্ছে মান সম্মত সম্মত বলে কিছু কিছু লেখায় মন্তব্য করাতে এবং নির্বাচিত পাতায় স্হান দিতে।

সামু উন্মক্ত স্হান হিসেবে যে যেখানে ইচ্ছা মন্তব্য করবে, পাঠ করবে এটা যার যার রুচি, চাহিদা এবং ব্যক্তিগত ব্যাপার। এক্ষেত্রে অন্যের প্রেসক্রিপশন দেয়া অন্যায়।

তবে, মাল্টি নিকের ব্যাপারে আমার তীব্র আপত্তি আছে।

২০ শে মে, ২০১৭ রাত ৯:১৯

নীলসায়র বলেছেন: কি কইলেন ভাই? বুঝলাম না। মান সন্মত পোস্ট বলে বলে কিছু লেখায় মন্তব্য করাতে চান কেউ কেউ? হাসাইলেন, সেই কিছু মান সন্মত লেখাগুলি কি কি ? ওহ নির্বাচিত পাতার পোস্টগুলি মডুদের বিবেচনায় মান সন্মত। তার মানে ব্লগে আইন জারী হোক নির্বাচিত পোস্টে মন্তব্য বাধ্যতামূলক! নাহ আবার কইলেন নির্বাচিত পাতায় স্থান করাইতে চায় মন্তব্য করায়া। তার মানে আলোচিত পোস্টের কথা বলছেন। উহাই শুধু মালটি টালটির পিঠ চাপড়ে ঐ স্থানে উঠিতে সম্ভব আর নির্বাচিত পোস্ট মডু দ্বারা নিয়ন্ত্রিত সে কারো মন্তব্য অমন্তব্যের ধার ধারে না। জিরো কমেন্ট নিয়ে দুই দিন তিন দিন এমনকি ৫/৭ দিনও মডুগো লগে নাকে তেল দিয়া একই স্থানে ঘুমাইতে থাকে। কেউ তারে মন্তব্য দিয়া ডিস্টার্ব করেন না। আপনিও নিশ্চয় করবেন না প্লিজ। কারন মডুদের বিবেচনায় উহা মান সন্মত হইলেও পাঠকের বিবেচনায় অনেক সময়ই মান সন্মত হয় না তাই কমেন্ট লাইকও পায় না বেচারারা।
"সামু উন্মক্ত স্হান হিসেবে যে যেখানে ইচ্ছা মন্তব্য করবে, পাঠ করবে এটা যার যার রুচি, চাহিদা এবং ব্যক্তিগত ব্যাপার। এক্ষেত্রে অন্যের প্রেসক্রিপশন দেয়া অন্যায়।"

এই কথাখান ঠিক কইসেন তবে মাল্টি নিকের ব্যাপারে আপত্তি গুলা কি কি এবং কেনো জানাইলে বিশেষ উপকৃত হইতাম। বুঝেনই তো মাথায় পোকা উঠছে। উত্তরগুলান না পাইলে শুধুই কুটকুট কামড়ায়।

১১| ২০ শে মে, ২০১৭ রাত ৯:০৪

নাদিম আহসান তুহিন বলেছেন: জেন রসি ভাইয়ের সাথে সহমতঃ ভালো তথা মানসম্মত পোস্টের ব্যাপারটা আপেক্ষিক[/sb

একটা লিখা আপনার কাছে মানসম্মত কিংবা আমার কাছে মানহীন লাগতেই পারে। সেটা একান্তই পাঠকের অভিরুচি।


"আলোচিত ব্লগ", → সর্বাধিক লাইক,কমেন্ট প্রাপ্ত কিংবা সর্বাধিক পঠিত।
[মানসম্মত কিংবা মানহীন দুইটাই হতে পারে। ]

"নির্বাচিত পোস্ট" → এটাও সেই একই কথা,,, আপনার কাছে ভালো নাও লাগতে পারে।

তাহলে চলুন এবার নতুন করে "মানসম্মত পোস্ট" নামে একটা আইকন বানিয়ে ফেলুন,,,আর যাদের কাছে লিখাটা মানসম্মত মনে হবে তারা ওই আইকনে ক্লিক করুন। এবার "মানসম্মত পোস্ট" নামক পাতায় গিয়ে আপনার মানসম্মত পোস্ট গুলা দেখুন। হাহাহা

এইসব ক্যাচাল নিয়া আর কিছু বলার নাই

২০ শে মে, ২০১৭ রাত ৯:২৪

নীলসায়র বলেছেন: নাদিম আহসান তুহিন বলেছেন: জেন রসি ভাইয়ের সাথে সহমতঃ ভালো তথা মানসম্মত পোস্টের ব্যাপারটা আপেক্ষিক[/sb

একটা লিখা আপনার কাছে মানসম্মত কিংবা আমার কাছে মানহীন লাগতেই পারে। সেটা একান্তই পাঠকের অভিরুচি।

আমিও একমত। শুধু কিছু ব্লগার কি কি যেন বলতেসে এই সব ব্যাপারে তাই মাথায় প্রশ্ন গুলান আসছে।

"আলোচিত ব্লগ", → সর্বাধিক লাইক,কমেন্ট প্রাপ্ত কিংবা সর্বাধিক পঠিত।
[মানসম্মত কিংবা মানহীন দুইটাই হতে পারে। ]

এই ব্যাপারে আপনার সাথে ডাবল একমত হইলাম। এরপর যদি কেউ এই সব নিয়ে তেনা প্যাচানী পোস্ট দেয় তো আপনি সাক্ষী।

"নির্বাচিত পোস্ট" → এটাও সেই একই কথা,,, আপনার কাছে ভালো নাও লাগতে পারে।

কিন্তু কারো কারো কথায় মনে হয় তোর ভালো লাগবেনা মানে তোর বাবারও ভালো লাগাতেই হবে।


তাহলে চলুন এবার নতুন করে "মানসম্মত পোস্ট" নামে একটা আইকন বানিয়ে ফেলুন,,,আর যাদের কাছে লিখাটা মানসম্মত মনে হবে তারা ওই আইকনে ক্লিক করুন। এবার "মানসম্মত পোস্ট" নামক পাতায় গিয়ে আপনার মানসম্মত পোস্ট গুলা দেখুন। হাহাহা

এবারের আন্দোনল তাইলে মান সন্মত পোস্ট না লিখতে পারলে দূরে গিয়া মর আন্দোলন। আইকন কেডা বানাবে । হাত তুলেন।

১২| ২০ শে মে, ২০১৭ রাত ৯:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি আর কি কমু! ছোট মানুষ বুদ্ধিশুদ্ধি একেবারেই নাই! কোনটা বলে কোন বিপদে পড়ি! তারচেয়ে পড়ে গেলাম পোষ্ট মন্তব্য সেটা জানিয়ে গেলাম। ভাল করছিনা ভাই?

আপনার প্রশ্নগুলো জটিল +++++

২০ শে মে, ২০১৭ রাত ৯:২৮

নীলসায়র বলেছেন: একটা বুদ্ধি দেই। এরপর থেকে কি করবেন। পোস্ট লিখে নীচে লিখে দেবেন এটা আমার মানসন্মত পোস্ট। যে যে মানহীন বলবেন তাকে এই মানহীন পোস্টের ব্যাপারে ১০টি কারণ দর্শানোর অনুরোধ/ঊপরোধ বা নির্দেশ/ আদেশ দেওয়া হইলো।

না পারিলে নিজের পশ্চাতে নিজের বেত্রাঘাতসহ আমার ব্লগ থেক বিদায় হউন।

ওহ আরও একটি কথা মান সন্মত পোস্ট লিখিবার নিয়মাবলী রচনাও করতে বলতে পারে এতে নবীন ব্লগারেরা উপকৃত হবে।

১৩| ২০ শে মে, ২০১৭ রাত ৯:০৮

সুমন কর বলেছেন: সবাই একটি করে প্রশ্নের উত্তর দিয়ে যাক !!

২। মান সন্মত লেখায় বাধ্যতামূলক কমেন্ট লাইক দেওয়ানো সম্ভব?
<< বাধ্য করে কি মন্তব্য আর লাইক পাওয়া যায়? না। আপনি কি সব ভালো পোস্ট পড়েন, লাইক দেন ?? তার মানে বাধ্য নন।
ঠিক তেমনি, যার যে পোস্ট ভালো লাগে মন্তব্য করবেন। না চাইলে, না। যারা শুধু পোস্ট দিয়ে চলে যান, তারা এমনি এমনি ব্লগ থেকে হারিয়ে যাবে। কিংবা আগেই থেকেই প্রতিষ্ঠিত, তাই আর মন্তব্যের দরকার নেই !!

২০ শে মে, ২০১৭ রাত ৯:৩০

নীলসায়র বলেছেন: কেউ তেমন উত্তর দিচ্ছে না দেখলেন? দুঃখিত হইলাম। তবে সেই কথা বলছেন। বাধ্য করে মন্তব্য কমেন্ট দেওয়া যায়না সে তো আমি আপনি বুঝলাম কিন্তু অনেকেই এই ইজি জিনিস কেন যে বুঝেনা সেটাই বুঝলাম না।

১৪| ২০ শে মে, ২০১৭ রাত ৯:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার একটা লেখায় কার্ডের মত একটা ছবি দিয়েছিলাম। সাথে সাথে ডিলিট করলে সমস্যা ছিল না, একদিন পর সরিয়েছিল।

আমার কল্লার ভিতর আসলেই ঘিলু নাই |-)

২০ শে মে, ২০১৭ রাত ৯:৩৩

নীলসায়র বলেছেন: যাক এখন তো ভালোই ঘিলু হইসে। এই যে বললেন বেশি কথা কইতে নাই। ছবি নিয়ে তো আরও নাই। সে কার্ড হোক আর পেইন্টিংই হোক।

১৫| ২০ শে মে, ২০১৭ রাত ১০:০৫

সত্যের ছায়া বলেছেন: সামুতে কিছু মাল্টি নিক আছে যারা অন্য কে চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে। অনেকে সন্দেহ করে এগুলো কথিত গুণিজনদের সৃষ্টি।

কিছু আছে নিজের গুন নিজে গাওয়ার জন্য।

আর কিছু মাল্টি নিক আছে যেগুলো প্রকৃত নিক জেনারেল হওয়ার পর পয়দা হইছে
এই ধরণের মাল্টি নিক খোলা দোষের কিছু না, যদি না সেগুলো নিজের ঢোল নিজে পিটায়।

২০ শে মে, ২০১৭ রাত ১০:২৯

নীলসায়র বলেছেন: মাল্টি নিক একটি সমস্যা। মাল্টি নিক অপশন বন্ধের কোনো পথ খোলা নাই। যেই পথ বন্ধের অপশন নাই সেই পথের পথিককে বন্ধের অপশন আছে। অধিকাংশ ক্ষেত্রে এই রকম অন্যের পথে বিষ্ঠা ছড়ানো পথিকেরে এ্যারস্ট করে জেলে পাঠাবার পথে বেশ দেরী হয়ে যায়। প্রবলেমটা সেখানেই।

নিজে গুন গাওয়া বা জেনারেল হয়ে পূনর্জন্ম লাভ করা মালটিগুলি তুলনামূলক কম ক্ষতিকর।

১৬| ২০ শে মে, ২০১৭ রাত ১১:০৫

নীলপরি বলেছেন: আমার মনে হয় লেখার মাধ্যমে অন্যকে ব্যক্তিগত আক্রমন না করে শালীনতা বজায় রাখলেই যথেষ্ঠ । আর আর্টের সঠিক মানদন্ড আছে কি ?
মির্জা গালিবের শায়েরী একসময় কেউ ছাপেনি । বাকিটাতো ইতিহাস সাক্ষী । :)

ভালো লিখেছেন ।

শুভকামনা।

২০ শে মে, ২০১৭ রাত ১১:১৪

নীলসায়র বলেছেন: মাঝে মাঝে মনে হয় এইখানে লিখতে পড়তে না যুদ্ধ করাটাই কারো কারো জীবনের পরম সত্য। আর অশালীন গালাগালি ছবির কথা আর কি বলবো?

আর্টের মানদন্ড নাই বিশেষ করে তাও এই টাইপ পাবলিক সাইটে। যে যার সাধ্যমত লিখবে। লিখতে লিখতে লায়েন মানে লিখক আর বাজাতে বাজাতে হবে বায়েন। সে সুযোগ পেয়েই অনেকে লেখক হয়েছেন আর এই ভাবে মানদন্ড নিয়ে লাফালাফি করলে ব্লগ জনশূন্য হতে বেশি সময় নেবেনা।

১৭| ২০ শে মে, ২০১৭ রাত ১১:০৬

নাদিম আহসান তুহিন বলেছেন: অকে ভাই,,,আমি স্বাক্ষী রইলাম

আর শুনেন আন্দোলন টা ঈদের পর থেকে শুরু হবে কিন্তু,,,,


এন্ড মোস্ট ইম্পরট্যান্টলি, শুধু বাপের ভালো লাগলেই হবে না,,,চৌদ্দগুষ্টিরও ভালো লাগতে হবে,,,

আইকন ডিজাইনার রা হাত তুলুন,,,

মানসম্মত পোস্টের জন্য ভবিষ্যতে মানহানীর মামলাও হয়ে যেতে পারে কিন্তু।

২০ শে মে, ২০১৭ রাত ১১:১৫

নীলসায়র বলেছেন: ঈদের পরে কেন আজ থেকেই শুরু করেন ভাই। দেখেন আর কেউ হাত তুলে না। গলাও তুলে না । কি বিপদ। এমন করলে কেমনে হবে? কত ঈদ পার হবে?

১৮| ২০ শে মে, ২০১৭ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: ব্লগে যারা লিখেন তারা সবাই আমার কাছে সম্মানিত।
হোক মানহীন লেখা। ফালতু লেখা।
রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের বাজে মন্তব্য করা বা দুষ্টলোকদের সাথে আড্ডা না দিয়ে- সে ব্লগে লিখছে। এটা অবশ্যই ভালো কাজ।

২০ শে মে, ২০১৭ রাত ১১:২৭

নীলসায়র বলেছেন: আপনি মহৎ। দুষ্টলোকদের দুষ্ট কথাতেও কান দেন না দেখেছি। আপনার জন্য এ পোস্ট উপোযোগী নয়।

১৯| ২০ শে মে, ২০১৭ রাত ১১:২৪

ডঃ এম এ আলী বলেছেন: প্রশ্নগুলোর উত্তর কিন্তু পরীক্ষা পাশের জন্য নয় , শুধু সে গুলি পাঠে নীজের কিছু অনুভুতির প্রকাশ মাত্র ।
প্রশ্ন ( বোল্ড করা অংশ) সাথে প্রাসঙ্গীক কথামালা নীচে
১। ব্লগে কাউকে দিয়ে কি জোর করে মান সন্মত লেখনী লেখানো বা পড়ানো সম্ভব ?
ব্লগে লিখার বিষয়ে একটি নীতিমালা বা শর্তাবলী কতৃপক্ষ লিখে দিয়েছেন , নীতিমালার বাইরে গেলে তা প্রকাশ হবেনা , তাই ব্লগে যা প্রকাশ হয়েছে তা ধরে নেয়া যায় নীতিমালার মধ্যেই তা হয়েছে । যে কেও এই লেখা পাঠ করতে পারেন তার নীজের পছন্দ অনুযায়ী , তা মানসন্মত কিনা তা একান্তই পাঠকের নীজের ব্যপার । তিনি তা প্রকাশ করতে পারেন পোষ্টের নীচেই মন্তব্যের ঘরে । শুধু মাত্র মন্তব্যের নীতিমাল ভঙ্গ হলেই তা কতৃপক্ষের হস্তক্ষেপের আওতায় পরে , তা না হলে তা থাকে সেখানেই এবং তা সকল পাঠকের নজরে পরে , এ ছাড়াও যে কোন পাঠক ইচ্ছে করলে পৃথক কোন পোষ্ট দিয়ে তা প্রকাশ করতে পারেন অকপটে । ইচ্চে করলে পাঠক তার নীজের পছন্দ অনুযায়ী যে কোন লেখা পাঠ করতে পারেন তাতে তার উপরে কোন বাধ্যবাধকতা নাই , এমন কি তা স্টিকি পোষ্ট হলেও । তার পরেও কেও যদি স্টিকি পোষ্ট দেখে কৌতহলী হয়ে তা করেন পাঠ তাহলেও সেটা পাঠের পরে পছন্দ না হলে পিছিয়ে আসতে পারেন কিংবা কঠৌর কোন মন্তবও রেখে আসতে পারেন নীজের বিবেচনাতে ।
২। মান সন্মত লেখায় বাধ্যতামূলক কমেন্ট লাইক দেওয়ানো সম্ভব?
উপরের ১ নং প্রশ্নের বেলায় যা বলা হয়েছে তা এখানেও খাটে ।
৩। অটো মন্তব্য বা লাইক অপশন চালু করলে কেমন হয়? (পোস্ট মানহীন জাতহীন যাই হোক অটো কমেন্টের বন্যায় ভেসে যাবে যাতে মান সন্মত লেখকদের দুঃখ লাঘব হয়।)
অটো মন্তব্য বা লাইক অপশন এর নিয়ামকগুলি কি হবে সে সম্পর্কে পোষ্ট লেখকের কাছ হতে জানা গেলে এ বিষয়ে কথা বলতে সহজ হবে !!! কোথায় কোথায় এমন অটো কর্ম করার উদাহরণ আছে জানতে পারলে দেখে আসতে পারতাম ভাল করে ।
৪। এখন সবচাইতে গুরুত্বপূর্ন প্রশ্নটি যা মাথায় এসেছে তা হলো মানসন্মত লেখার মানদন্ড কি কি?
শনেছি সামুর পাঠক সংখা নাকি প্রায় লক্ষাধিক । এত বিপুল সংখ্যক পাঠকের কাছে এক একটি লেখার মানদন্ড এক এক রকম হবে । এটা একটা ভেলু জাজমেন্ট । কেও দেখেন , লেখায় বস্তু নিষ্ট তথ্য কেমন আছে , কেও দেখেন লেখায় হাসাহাসি কিংবা রস কৌতুক কেমন আছে , কেও দেখেন লেখাটিতে সাহিত্যিক কিংবা কাব্যগুন কতটুকু ধরে , কেও দেখেন লেখাটির আশে পাশে প্রিয়জন কে বা কারা আছে , কেও পাঠ করেন দিতে উৎসাহ বিবিধ প্রকারে , কেও করেন পাঠ ধরতে ভুল কোথায় আছে, কেও করেন পাঠ করতে পরিহাস কিংবা পোষ্ট দাতাকে শুধু হিউমবলিয়েট করতে । এখন এই বিপুল পরিমান বিভিন্ন ক্যাটাগরীর পাঠকের জন্য লেখার মানদন্ড কি রকম হবে তা অআসলেই এক জটিল ব্যপার ।

৫। কারা কারা তা এখানে বিচার করবেন? তাদের যোগ্যতা কি কি হতে পারে?
কোন লেখার মানদন্ড বিচারের ভার পাঠকের উপরে । এখানে সকলেই বিজ্ঞ পাঠক সকলেই লেখাটির মান বিবেচনা করতে পারেন নীজ নীজ বিবেচনা অনুসারে । পাঠকই তার নীজের বিবেচনায় লেখাটির মান নির্ধারণ করবেন । এখানে সামুর সংস্লিষ্ট লোকজন কিছু লেখাকে তাদের বিবেচনায় শুধু কিছু ক্যাগরীতে ভাগ করে প্রদর্শন করেন সামুর পাতাতে । তাঁরা কখনো কোথাও বলেন না লেখাটির কি গুন ধরে । লেখার গুনাগুন বলার জন্য মন্তব্যের ঘর খোলাই রেখে দেন সকলের তরে , যে কেও কষে সমালোচনা করতে পারেন লেখাটি সহ এর বিশেষ কোন ক্যাটাগরীতে ঠাই পাওয়ার বিষয়টি নিয়েও সেই লিখাটির মন্তব্যের ঘরে কিংবা পৃথক কোন পোষ্ট দিয়ে ।

৬। ব্যাক্তি, সমাজ ও জাতির জন্য কোনো প্রকার ক্ষতিকারক লেখনী ছাড়া মুক্ত চিন্তার প্লাটফর্মে যার যা সাধ্য সে মতই সে কি লিখবে না?
অবশ্যই সকলেই লিখবেন ব্লগের নীতিমালা অনুসরণ করে । নীতি মালার বাইরে গেলেই শুধু অসুবিধা হবে !!!
৭। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। তেমনি আজ যে মানহীন লিখছে কাল সে ভালো লিখবেনা এমন কোনো নিশ্চয়তা কি আছে?
নীতিমালা মেনে চলা লেখার মান নির্ণয় একান্তই পাঠকের বিষয়, যা বলার লেখাটির পিঠে বলে দিলেই হয় , সে সুযোগতো থেকেই যায় সকল লেখার বেলায় এমন কি তা স্টিকি , নির্বাচিত বা আলোচিত হলেও, তাহলে যে যা বুঝার তা বুঝে নিবে ওয়ান টুর ভিতরে । নীজের লেখার মান বাড়াবেন কিনা তা নির্ভর করে লেখকের নীজের উপরে , লেখাটির উপরে কড়া সমালোচনা যে লেখক খোলামনে নিতে পারেন তিনি টিকে যাবেন ভাল করে কালের বিচারে , আর যারা তেরে আসবেন বিবিধ প্রকারে তারা নীজেরাই এক সময় হারিয়ে যাবেন তাঁর লেখার উপরে তালিয়া বাজা বন্ধ কিংবা কমে আসলে , নির্বাচিত কিংবা স্টিকি কোন কিছুই পারবেনা তাঁকে বাঁচাতে ।

৮। মানসন্মত লেখায় পাঠক নেই, মানহীন লেখায় আছে। তবে কি বর্তমানে মানহীন পাঠক সংখ্যাই বেড়ে গেলেো?
বর্তমানের গড্ডালিকা প্রবাহে কোন ভাল লেখা হারিয়ে গেলেও অনেকের লেখা পাঠক খুঁজে বে[ড়ায় সামুর পিছনের দিনের পাতা জুরে নীজের প্রয়োজনের তাগিদে । উদাহরন একটা দেয়া হলো এখানে
কালের স্রোতে যা বিলীন পর্ব-২
http://www.somewhereinblog.net/blog/kami/29104876
৯। আলোচিত পাতায় আলোচনার বদলে উঠে আসছে আড্ডাবাজী তবে কি আরেক উপায় মডারেটরদেরকেই বসে বসে কোনটা প্রকৃত আলোচনা আর কোনটা আড্ডাবাজীলোচনা তা ক্যাটাগরাইজ করবেন বা করা উচিৎ নয় কি?
কোন লেখা আলোচিত ক্যটাগরীতে আসে লেখার গুনে নয় আসে পঠন সংখ্যা , মন্তব্য বা লাইক সংখার বিচারে । বর্তমান ব্যবস্থায় এটা ঠেকানোর কোন উপাই নাই । তবে যেমন একবারের বেশী লাইক দেয়া যায়না যতবারই লাইকে টিক দেয়া হোক কাউন্টিং শুধু একটিই উঠবে , তেমন যে যার মত যতবারই লেখাটি পাঠ করুন কিংবা মন্তব্য করুন না কেন কোন বিশেষ পোষ্টে তার তার কাউনটিং যদি একই থাকে তাহলে এ অবস্থার কিছুটা উন্নতি হলেও হতে পারে বলে মনে হয় । বিষয়টা সামু কতৃপক্ষ বিবেচনা করতে পারেন । এটা সত্য, মেনোপোলেটেড আলোচিত পোষ্ট অনেক ভাল পোষ্টকে প্রকারান্তরে বঞ্চিতই করে ।

১০। এখানে মাল্টিবাজী পিঠ চাপড়াচাপড়ীর সুযোগ করে দিয়ে তথা মাল্টি নিক বানাবার সুবিধা করে দিয়ে তবে কি মানহীন লেখক এবং পাঠকেরাই দোষ করছেন?
উপরের ৯ নং প্রশ্নের বিষয়ে কথামালা বিবেচনায় নিলে মাল্টিবাজী পিঠ চাপড়াচাপড়ীর সুযোগ থাকলেও কোন অসুবিধা নাই । মাল্টিবাজী হয়তবা কমানো সম্ভব হবেনা তবে পিঠ চাপড়াচাপড়ী হয়ত বা অনেক কমে আসতে পারে । তবে একথাও বলা যায় যে কোন ব্লগার বার বার যেতে আসতে পারেন বিশেষ কারো ব্লগে, এটা তার একান্তই নীজের ব্যাপার , কারো নেই বলার তাতে , তবে সামান্য ছুতোনাতায় আসা যাওয়া অন্যদের নজরেও পড়ে , তারা কোথায় কার কাছে বেশী বেশী যান তা রাডারে ধরা পরে , এর ফল তারা পেতে পারেন নীজের ব্যপারে কালের বিচারে যা অলরেডি শুরু হয়ে গেছে বলে মনে ধরে !!!

১১। স্টিকি পোস্টে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে কে আলোচিত হলো কে হলোনা, কে কেমন, কে কি করছে বিষয়টিও টেনে আনা হয়েছে। এতে মূল আলোচনা বা উদ্যোগ বিষয়টি কি ব্যাহত হয়নি?
বিষয়টি অলরেডি মনে হয় হয়ে গেল বিতর্কিত কারো না কারো কাছে কোন না কোন প্রকারে ।

১২। যারা এই পোস্টে কমেন্ট দিয়েছে তাদের কমেন্ট দেখে মনে হয়েছে সমাজের এই জটিল ও কুটিল সমস্যাটি(ধর্ষন) থেকেও তারা ব্লগের এই আলোচিত সমস্যা নিয়ে বেশী চিন্তিত। অথচ তারাই কি এই আড্ডাবাজী আলোচিত ব্লগে কমেন্ট করেন না?
হা দেখা গেল ধর্ষনের চেয়ে দর্শনের বিষটি বেশী গুরুত্ব পেয়েছে লেখাটির বিষয়ে , যাহোক মনে হল দুটুরই প্রয়োজন আছে , এট লিষ্ট বিষয়গুলি নিয়েতো আলোচনাতো হচ্ছে ব্যপকভাবে , এটাই বা কম কি!!!
১৩। কয়জন ধর্ষণ বিষয়টি নিয়ে কমেন্ট করেছেন আর কয়জন আলোচিত এবং মাল্টিবাজীর হালচাল নিয়ে আলোচনা করেছেন মূল বিষয়টি থেকেও কি তাদের সংখ্যাটি বেশি নয়?
কার এত সময় অআছে যে সংখ্যা বিচারে !!! তবে বিষয়টি পাঠকের স্বাধিনতার মধ্যে পরে , সকল পাঠকই সবসময় সন্মানের অআসনেই স্থান লাভ করে , পাঠকের স্বাধিনতায় হাত দেয়া হলে পাঠক নিবেন তা কেমন করে!!!

১৪। পিটিশনে কয়জনের সিগনেচার আছে?
যতটুকু জানি ব্লগে কোন এক্সটারনেল লিংক দেয়ার বিষয়ে একটা নীতিমালা আছে , অবশ্য সেটা ব্লগ কতৃপক্ষের এখতিয়ারের ভিতরে পরে ।

১৫।যুগে যুগে সমাজ পরিবর্তিত হয়। যুগে যুগে সব কিছুই বদলায়। আগে কি সুন্দর দিন কাটাইতাম না বলে এখন কি করা উচিৎ এবং কি করবো সেটাই ভাবনার বিষয়। ভালো ভালো লেখা কমেন্টের অভাবে তলায় চলে যায় আর খারাপ লেখা আলোচিত পাতায় উঠে। নিজেকে প্রশ্ন করে দেখুন আপনিও কি সেই দলেরই অংশ নন?

আপাতত সর্বশেষ প্রশ্ন

কোন কোন ভালো লেখায় আপনি একা কমেন্ট করেছেন বা গুটিকয় মানুষই বা করেছেন অন্তত ৩টি প্রমান দেখান আর কোন কোন আড্ডাবাজী ফালতু পোস্টে আপনিসহ আরও সব মান সন্মত লেখকেরা পাঠকেরা শত শত কমেন্ট করেছেন আমি তার ১০ প্রমান দেখাতে পারবো।
এটা কি পাঠকের প্রতি প্রশ্ন না অনুশীলন দিলেন তা বুঝা গেল না ভাল করে । পাঠকের এত সময় কোথায় এ অনুশীলনের !!!

যাহোক এ বিষয়ে কিছু অআলোচনা করা ক্ষেত্র তৈরী করে দেয়ার জন্য ধন্যবাদ

শুভেচ্ছা রইল

২০ শে মে, ২০১৭ রাত ১১:৩০

নীলসায়র বলেছেন: উত্তরপত্র এখনও পড়ি নাই। তবে উত্তরপত্রের চেহারা বিবরণ এবং উত্তরদানকারীর নিক দেখে অবশেষে আশস্ত হলাম এখনও তবে কিছু খাঁটি ব্লগার অবশিষ্ট আছেন।

২০ শে মে, ২০১৭ রাত ১১:৩৫

নীলসায়র বলেছেন: ১। ব্লগে কাউকে দিয়ে কি জোর করে মান সন্মত লেখনী লেখানো বা পড়ানো সম্ভব ?
ব্লগে লিখার বিষয়ে একটি নীতিমালা বা শর্তাবলী কতৃপক্ষ লিখে দিয়েছেন , নীতিমালার বাইরে গেলে তা প্রকাশ হবেনা , তাই ব্লগে যা প্রকাশ হয়েছে তা ধরে নেয়া যায় নীতিমালার মধ্যেই তা হয়েছে । যে কেও এই লেখা পাঠ করতে পারেন তার নীজের পছন্দ অনুযায়ী , তা মানসন্মত কিনা তা একান্তই পাঠকের নীজের ব্যপার । তিনি তা প্রকাশ করতে পারেন পোষ্টের নীচেই মন্তব্যের ঘরে । শুধু মাত্র মন্তব্যের নীতিমাল ভঙ্গ হলেই তা কতৃপক্ষের হস্তক্ষেপের আওতায় পরে , তা না হলে তা থাকে সেখানেই এবং তা সকল পাঠকের নজরে পরে , এ ছাড়াও যে কোন পাঠক ইচ্ছে করলে পৃথক কোন পোষ্ট দিয়ে তা প্রকাশ করতে পারেন অকপটে । ইচ্চে করলে পাঠক তার নীজের পছন্দ অনুযায়ী যে কোন লেখা পাঠ করতে পারেন তাতে তার উপরে কোন বাধ্যবাধকতা নাই , এমন কি তা স্টিকি পোষ্ট হলেও । তার পরেও কেও যদি স্টিকি পোষ্ট দেখে কৌতহলী হয়ে তা করেন পাঠ তাহলেও সেটা পাঠের পরে পছন্দ না হলে পিছিয়ে আসতে পারেন কিংবা কঠৌর কোন মন্তবও রেখে আসতে পারেন নীজের বিবেচনাতে ।


উত্তরটি প্রশংসনীয় এবং আমার মতে অতি সঠিকও তবে কিছু প্রশ্ন উত্থাপনকারী মানুষদেরকে বলতে দেখি ভালো লেখায় নাকি লাইক কমেন্ট নাই কিন্তু ফালতু লেখায় আছে। কথা হলো কোনটা ভালো কোনটা খারাপ সেটা তো তাদের বিবেচনায় বিবেচিত হবেনা বরং পাঠক তার ইচ্ছা মতই লাইক কমেন্ট দেবে। এখানে যেমন ভালো মন্দ লেখা পরিমাপের মাপকাঠি নেই তেমনি কারো লাইক কমেন্টেও কারো জোর নেই।

অসংখ্য ধন্যবাদ আপনাকে তবে বানান এত ভুল কেনো?

২১ শে মে, ২০১৭ রাত ১২:০৮

নীলসায়র বলেছেন: ৩। অটো মন্তব্য বা লাইক অপশন চালু করলে কেমন হয়? (পোস্ট মানহীন জাতহীন যাই হোক অটো কমেন্টের বন্যায় ভেসে যাবে যাতে মান সন্মত লেখকদের দুঃখ লাঘব হয়।)
অটো মন্তব্য বা লাইক অপশন এর নিয়ামকগুলি কি হবে সে সম্পর্কে পোষ্ট লেখকের কাছ হতে জানা গেলে এ বিষয়ে কথা বলতে সহজ হবে !!! কোথায় কোথায় এমন অটো কর্ম করার উদাহরণ আছে জানতে পারলে দেখে আসতে পারতাম ভাল করে ।

অটো কমেন্ট লাইক অপশন শুরু করা যায় কিনা বলেছি তাদের ক্ষেত্রে যারা মনে করেন মান সন্মত পোস্টে লাইক কমেন্ট নাই তাই আলোচিত পাতাতে স্থান পায়না সেসব ভালো ভালো লেখা। এসবের কোনো নিয়ামক আছে কিনা আমারই তো জানা নাই ভাই তাই তো মাথায় এত প্রশ্ন এলো। প্রশ্ন এলো উত্তর নাই। প্রশ্ন করলাম তারও জবাব নাই। উলটা আমারেই প্রশ্ন করলেন? আমি অজ্ঞ মানুষ এত জানলে তো প্রশ্ন করতাম না।

৪ নম্বরের জটিল ব্যাপারটি যা বলেছেন তা শুধু জটিলই নয় এই দুনিয়ার কোথাও কোনো মানদন্ড হতে পারে না। তবুও মান নিয়ে চিল্লাচিল্লি, জোর জবরদস্তি। মামু বাড়ির আল্লাদ।

৫ নং এ বলেছেন বিজ্ঞ পাঠক এসব মান নির্ধারণ করবেন। মন্তব্য গুলাই সমালোচনা তবে আর এত চিন্তা কিসের। কিন্তু ভালো লেখায় যে পাঠক যায়ই না মন্তব্য দূরের কথা এ নিয়েই তো কারো কারো দুঃখ এবং চিন্তাও বড়।


৬ ও ৭ নং এ মনের মত উত্তর পেয়েছি।


৮ নং এও আমার প্রশ্ন সেখানে। ভালোলেখা কমে খারাপ লেখা বাড়ছে এবং তাতে পাঠকেরা ঝাপিয়ে পড়ছে তার মানেই পাঠকের মানও খারাপ। এই তো?

৯নং এ যা বলেছেন তাতে সাধারন ব্লগারদের কিছু করার নেই। এটাই স্বয়ংক্রিয় পদ্ধতিতে হয় বলেই জানিয়েছেন ব্লগ।

১০। একথাও বলা যায় যে কোন ব্লগার বার বার যেতে আসতে পারেন বিশেষ কারো ব্লগে, এটা তার একান্তই নীজের ব্যাপার , কারো নেই বলার তাতে , তবে সামান্য ছুতোনাতায় আসা যাওয়া অন্যদের নজরেও পড়ে , তারা কোথায় কার কাছে বেশী বেশী যান তা রাডারে ধরা পরে , এর ফল তারা পেতে পারেন নীজের ব্যপারে কালের বিচারে যা অলরেডি শুরু হয়ে গেছে বলে মনে ধরে !!!

কে কার কাছে যায় কি করে এত সব চিন্তা করে সময় নষ্ট করে নিজের লেখার বারোটা বাজানো? এ দেখি নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ?

১১ ও ১২ নম্বর প্রশ্নত্তোর সন্তুষ্টি পেয়েছি।

১৩ নং উত্তরে বলেছেন কার এত সময় আছে? হা হা অনেকেরই আছে এমনকি যারা মালটি বা মান অমানসন্মত পোস্ট নিয়ে লাইক কমেন্ট নিয়ে গলা ফাটাচ্ছে তাদের চাইতেও বেশি মানুষেরই সে সময় আছে। আড় পাঠকের স্বাধীনতায় হাত দেবার প্রশ্নটা মাথায় এসেছে বলেই এ পোস্টের অবতারনা।

হা হা হা ১৪ নং এ ভালো কথা বলেছেন। এখানে কবি নীরব রহিলো।

সর্বশেষে যে প্রশ্ন তুলেছেন তার উত্তর। পাঠকের এত সময় কোথায় এসব অনুশীলনের বা উত্তর লিখবার তার উত্তর আপনার চাইতে বেশি কেউ জানে বলে আমার মনে হয় না। আপনার বিশাল বিশাল মন্তব্য বা আলোচনা তারও অধিক বিশাল বিশাল পোস্ট দেখে মনে হয় আপনার ৪৮ ঘন্টায় এক দিন। হা হা হা

অসংখ্য ধন্যবাদ আলীভাই। এত সময় নষ্ট করে এত সুন্দর মন্তব্যের জন্য।

২০| ২০ শে মে, ২০১৭ রাত ১১:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: আচানকভাবে লিখাটি লিখে এডিট করার পুর্বেই পোষ্ট হয়ে গেল শুধু লেখার মাঝপথে এক জায়গায় এটার কি তে চাপ দেয়ার ফলে । আমার লিখাটি লিখে শেষ করে পোষ্টের আগে এডিট করার সুযোগ পেলাম না একেবারে ।
যাহোক শেষ প্রশ্নের নীচের উত্তরটুকু আমার লেখা হতে বাদ যাবে
এটা কি পাঠকের প্রতি প্রশ্ন না অনুশীলন দিলেন তা বুঝা গেল না ভাল করে । পাঠকের এত সময় কোথায় এ অনুশীলনের !!!
এ প্রশ্নের বিষয়ে আমার কোন মন্তব্য নাই এ মহুর্তে ।

২১ শে মে, ২০১৭ রাত ১২:১১

নীলসায়র বলেছেন: ওকে পরে কোনো উত্তর পাইলে জানায়েন আলীভাই।
অসংখ্য ধন্যবাদ।

২১| ২১ শে মে, ২০১৭ রাত ১২:০৭

আখেনাটেন বলেছেন: মানসম্পন্ন লেখা থাকবে। মানহীন লেখা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে কেউ যদি নিজের মানহীন লেখাকে ম্যানুপুলেশন করে নিজেকে ব্লগে অালোচনায় রাখতে চায়, সেটাকে সাধুবাদ কোনোভাবেই দেওয়া যেতে পারে না।

আর মানহীন লেখা লিখতে লিখতেই হ্য়তবা কোনো একদিন মানসম্পন্ন লেখা লিখে ফেলবে। যদিও এই ভালো লেখা বিষয়টা কিছুটা অাপেক্ষিক। তবে যে কোনো প্রকার ট্রলিং, অশ্লীলতা, মিথ্যাচার, কদর্য মন্তব্য, ব্যক্তি আক্রমণ ইত্যাদি ব্লগের পরিবেশকে কলুষিত করে। এগুলো পরিহার করাই উত্তম।

আর একটি কথা 'অতিরিক্ত কোনো কিছুই অাখেরে ভালো কিছু বয়ে আনে না'।

২১ শে মে, ২০১৭ রাত ১২:১৭

নীলসায়র বলেছেন: আখেনাটেন বলেছেন: মানসম্পন্ন লেখা থাকবে। মানহীন লেখা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে কেউ যদি নিজের মানহীন লেখাকে ম্যানুপুলেশন করে নিজেকে ব্লগে অালোচনায় রাখতে চায়, সেটাকে সাধুবাদ কোনোভাবেই দেওয়া যেতে পারে না।

এতক্ষনে মনের মত একখান উত্তর পেলাম। সাধুবাদ দেওয়া যায়না এইটাই হইলো কথা কিন্তু কে কোথায় লাইক কমেন্ট দেবে। সেই লেখা মানহীন না মান সন্মত তা বিচার করা প্রায় অসম্ভব এবং পাঠকের হাত বন্ধের কোনো উপায়ই আসলে নেই। কিন্তু আপনার উত্তরে তো আরেক প্রশ্ন মাথায় আসলো "কিন্তু প্রশ্ন হচ্ছে কেউ যদি নিজের মানহীন লেখাকে ম্যানুপুলেশন করে নিজেকে ব্লগে অালোচনায় রাখতে চায়, সেটাকে সাধুবাদ কোনোভাবেই দেওয়া যেতে পারে না।" তবে কি কেউ তার মান সন্মত পোস্টকে ম্যানুপুলেট করতে পারে? সেই মান সন্মত পোস্টের নিয়ামক কি?

সে যাইহোক, বাকী কথাগুলোও দারুন বলেছেন,

আর মানহীন লেখা লিখতে লিখতেই হ্য়তবা কোনো একদিন মানসম্পন্ন লেখা লিখে ফেলবে। যদিও এই ভালো লেখা বিষয়টা কিছুটা অাপেক্ষিক। তবে যে কোনো প্রকার ট্রলিং, অশ্লীলতা, মিথ্যাচার, কদর্য মন্তব্য, ব্যক্তি আক্রমণ ইত্যাদি ব্লগের পরিবেশকে কলুষিত করে। এগুলো পরিহার করাই উত্তম।

আর একটি কথা 'অতিরিক্ত কোনো কিছুই অাখেরে ভালো কিছু বয়ে আনে না'।

স্যালুট আপনাকে। অসংখ্য ধন্যবাদ। মন্তব্য অনেক ভালো লাগলো। ভালো থাকবেন।

২২| ২১ শে মে, ২০১৭ রাত ১২:৩৪

সচেতনহ্যাপী বলেছেন: আমি সাধারনতঃ ঘন্টাদুয়েকের জন্য আসি।। নজর প্রথমেই থাকে আলোচিত/সাম্প্রতিক মন্তব্যের দিকে।। তারপর ঘুরে বেড়াই প্রথম দুই পাতার মাঝে।। ইচ্ছে হলে মন্তব্য করি, লাইক দেই। না হলে চুপ করে চলে আসি।।
দু/চারজন ভাল লাগা লেখক/লেখিকা আছেন।। পড়ার চেষ্টা করি পিছনে ফিরে হলেও।। আমার মূল কথা হলো নিঃসঙ্গ জীবনের একাকীত্ব দুর করে এই দুঘন্টার আড্ডাটা।। হয়তো এমন হতেও পারে, ভাললাগা কারো ঘরে বারবার বেড়াতে যেয়ে নিজের অজান্তেই তার সাম্প্রতক লেখাটিকে সর্বাধিক পঠিত/ মন্তব্যপ্রাপ্ত হতে সাহায্য করছি।। যদি এমনটা হয়ও, তা হয়েছে অনিচ্ছাকৃত ভাবে (আমার ভাল লাগার জন্য)।।

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:০৭

নীলসায়র বলেছেন: ভেরি গুড আনসার।

আপনার মতে আপনি সঠিক আছেন।

অসংখ্য ধন্যবাদ।

২৩| ২১ শে মে, ২০১৭ রাত ১২:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: এ নিয়ে লেখার জন্যে ধন্যবাদ। আমার নিজের সাথে সম্পর্কিত প্রশ্নগুলো'র উত্তর দেওয়ার চেষ্টা করছি।

১। ব্লগে কাউকে দিয়ে কি জোর করে মান সম্মত লেখনী লেখানো বা পড়ানো সম্ভব ?

উত্তরঃ সম্ভব নয়। মান সম্পন্ন না হলে প্রথম পাতাতে লেখার সুযোগ পাওয়াও সম্ভব নয়। আমি এটা মানি। তাই, লেখার মান উন্নত করার চেষ্টা করছি।


৪। এখন সবচাইতে গুরুত্বপূর্ন প্রশ্নটি যা মাথায় এসেছে তা হলো মানসম্মত লেখার মানদন্ড কি কি?

উত্তরঃ আমিও এটা নিয়ে ভাবছি। কেউ বলতে পারলে আমার লেখার মান একটু ভালো করার চেষ্টা করতাম।


১৪। পিটিশনে কয়জনের সিগনেচার আছে?

উত্তরঃ দোষটা মনে হয় যিনি এই পিটিশনটি চালু করেছেন তাঁর। উনি বেশি নড়াচড়া করছেন না।

ভালো থাকুন এই কামনা করি।

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:০৯

নীলসায়র বলেছেন: হা হা সুচিন্তিত মতামত। আপনার প্রায় কাছাকাছি আমার চিন্তাভাবনাগুলিও। তবুও নানা জনের নানা বাক বিতন্ডা দেখে আমার মাথায় কিছু প্রশ্ন এলো।

২৪| ২১ শে মে, ২০১৭ রাত ১:৩০

ওমেরা বলেছেন: এত কিছু বুঝি না ,তাই আপনার প্রশ্নের উত্তর ও দিতে পারব না । তবে মনে করি ব্লগ হল উপেন প্লেস এখানে ব্লগের নীতি মালা মেনে যা ইচ্ছা লিখে যায় ,যার যা ইচ্ছা লিখতে পারে যার ইচ্ছা পড়বে যার ইচ্ছা কমেন্ট করবে । এটার জন্য কেউ কারো বাধ্য নয় ।

আমি মানসম্মত লেখক ও না পাঠক ও না । কোন লিখা মানসম্মত আর কোনটা মানসম্মত না তাও বুঝি না সময় পেলে যে কোন লিখাই পড়ি কমেন্ট ও করার চেষ্টা করি ।

ধন্যবাদ আপনাকে ।

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:১৪

নীলসায়র বলেছেন: হ্যাঁ তাই এই ওপেন প্লেস বা মুক্তচিন্তার প্লাটফর্মে নীতিমালা বিরোধী কিছু না হলে কাউকে দিয়ে যেমনি যার যার মনের মত মান সন্মত লেখানো যাবেনা, পাঠকেরাও তার তার মনের মত লেখা না পেলে কমেন্ট প্লাসও দেবেন না। কেউ কারো বাধ্যগত দাস নয় এখানে।

আপনার মত আমিও বুঝিনা কোনটা মান সন্মত কোনটা অমান সন্মত কিন্তু যারা সেসব নিয়ে বেশ গলা চড়ায় তাদের থেকে জানবার প্রয়াশেই এ লেখার সূচনা আমার।
আপনাকেও ধন্যবাদ ওমেরা ভালো থাকবেন।

আপনাকে লক্ষ্য করে দেখেছি ব্লগিংটা বেশ এনজয় করেন। এনজয় না করে গুরু গম্ভীর মাস্টারনী হয়ে যতই লিখেন না কেনো ব্লগে বা পৃথিবীর কোথাও যে কোনো কাজেই খুব বেশি সাকসেসফুল হওয়া যায় না। যে কোনো বিষয়ে সাফল্যের প্রথম শর্ত আমার মতে এনজয়মেন্ট।

আপনি সেটা করছেন। কেউ কাউকে দিয়ে ঘাড়ে ধরে তার মতানূযায়ী মান সন্মত লেখাবে, পড়াবে বা লাইক কমেন্ট দেওয়াবে এমন বোকার রাজ্যে মনে হয় না আমরা বাস করি।

২৫| ২১ শে মে, ২০১৭ ভোর ৬:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
সামু ব্লগে আবার ঝড় শুরু নাকি কে জানে, উচিৎ কথা বললেও বিপদ না বললেও বিপদ!!! তৈল মারলে সব ঠিক!! ;)

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:১৭

নীলসায়র বলেছেন: কিসের ঝড়? কিসের বিপদ? আপনি দেখছি এখনও সেই বাচ্চা পোলাই আছেন। তৈলের শিশি আছাড় দিয়ে ভাঙ্গুন। উচিৎ অনুচিৎ বড় কথা নয়, আসল কথা উপলদ্ধতা। আসলেই কি করা উচিৎ এবং উচিৎ নয়। যেটা মনে হবে সঠিক তাই করবেন।

২৬| ২১ শে মে, ২০১৭ সকাল ৯:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: সামুতে আছি সাত বছর প্লাস। প্রথমত এখানে আসা ভাল কিছু পড়তে পারব বলে।
আর নিজের কিছু লেখা শেয়ার করব বলে। একটি লেখা পড়ে যদি আপনার ভাল লাগে তবে আপনার কাছে সেটি মানসম্মত লেখা আর অন্যদের যদি ভাল না লাগে তবে সেটি মানহীন লেখা।
আসলে সত্য বলতে কি এসব নিয়ে কোন দিন ভাবিনি। সামুতে আসি লেখা পড়ি ভাল লাগলে কমেন্ট করি। যার লেখা ভাল লাগে না তাকে এড়িয়ে চলি।
এইটা একটা উন্মুক্ত জায়গা এখানে ব্লগাররা তাদের লেখনীর মাধ্যেমে তাদের মন মানসিকতার পরিচয় দিয়ে থাকেন।

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:২২

নীলসায়র বলেছেন: বাহ। দারুন বলেছেন। তবে কোনোদিন ভাবেননি কেনো? আশেপাশে তো প্রায়ই এই মানহীন মানসন্মত নিয়ে রব ওঠে। তবে কার কাছে কোনটা কোন মানের তা বুঝার জন্য আরও একটু জানার দরকার ছিলো আর তাই মাথায় এত প্রশ্ন এলো। ধন্যবাদ আপনাকে।

২৭| ২১ শে মে, ২০১৭ সকাল ৯:৪৫

সোহানী বলেছেন: সহমত সাথে জেন রসি ও অালীভাই এর মন্তব্যে ও সহমত।

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:২২

নীলসায়র বলেছেন: ধন্যবাদ সোহানী। উনাদের কমেন্টে ১০০ +

২৮| ২১ শে মে, ২০১৭ দুপুর ১২:২৩

শামছুল ইসলাম বলেছেন: নীলসায়র, হাঁটা শেষ?
আরো কিছু চমৎকার প্রশ্ন নিয়ে আরোকটা পোস্ট পেতে যাচ্ছি অচিরেই !!

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:২৩

নীলসায়র বলেছেন: নাহ হাঁটতে আর পারলাম কই? হাঁটতে বেরুবার আগেই তো উঠলো ঝড়।

২৯| ২১ শে মে, ২০১৭ দুপুর ১:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চলেন আমিও হাঁটি ! =p~

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:২৫

নীলসায়র বলেছেন: হাঁটবেন? ওক্কে হাঁটেন। কিন্তু আমার সাথে হাঁটতে গিয়ে ভেসে গেলে সে দোষ আমার নয় আগেই বলে রাখছি।

৩০| ২১ শে মে, ২০১৭ দুপুর ২:১২

ধ্রুবক আলো বলেছেন: উচিত কথা বললেও দোষ না বললে বিপদ। মাঝে মাঝে এমন কিছু লেখা পাই যা পড়লে মাথা ঘুরায়। সেগুলো আলোচিত পোস্টে যায়। এ নিয়ে আমার মাথা ব্যাথা নেই কারণ প্রথম থেকে আমি নিজে খুব স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছি।

.
ডঃএম এ আলী কমেন্টে একমত দিলাম

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৬

নীলসায়র বলেছেন: আলীভাইকে স্যালুট। তবে এত দোষের ভাবনা বা ভয় না করে উচিৎ অনুচিৎ সঠিক বেঠিক নিয়ে কথা বলার জন্য পাপ নাই। বরং সেটাই প্রয়োজন।

৩১| ২১ শে মে, ২০১৭ বিকাল ৩:১৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পোষ্ট এবং মন্তব্য দু’টোই অসাধারণ।

২১ শে মে, ২০১৭ বিকাল ৪:০১

নীলসায়র বলেছেন: ধন্যবাদ অসাধারণ মন্তব্যের জন্য তয়

আপনে কিন্তুক সাবধান থাইকেন ভাই। আপনার উপরে হগলে খেপতেসে। যদিও তাতে আপনার কিছু যাবে বা আসবে বলে আমি আশা করি না বা মনেও করি না। যতখন আপনে খেপাখেপির ধার ধারবেন না ততখন এনজয় আপনার। আপনার ছাত্র, ছাত্রী, জ্ঞাতি, গোষ্ঠি, পোলা মাইয়া, পুরা ফ্যামিলী নিয়া ব্লগে আপনার পোস্ট পড়াইতে পারেন। তাতে যার যাই মনে হোক বা বিরক্ত হোক সেসব বিরক্ত হওয়াটাও তাদের ব্যাপার।

তাদের কাজ তাদের করতে দেন। আপনার কাজ আপনি করেন। সনেট লিখে লিখে একদিন মহাকবি মাইকেল হইলেও আমি অবাক হবোনা। কারণ দুনিয়ার অনেক অনেক সফল ব্যাক্তিদের পেছনের পথ সুগম ছিলো না। আপনার কাজ আপনি করবেন কারো ক্ষতি না হইলে ভয় কি?

৩২| ২১ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৬

মেটাফেজ বলেছেন:







১। ব্লগে কাউকে দিয়ে কি জোর করে মান সন্মত লেখনী লেখানো বা পড়ানো সম্ভব ? না।
২। মান সন্মত লেখায় বাধ্যতামূলক কমেন্ট লাইক দেওয়ানো সম্ভব? না, সিন্ডিকেটগুলার কথা বাদ দিলে।
৩। অটো মন্তব্য বা লাইক অপশন চালু করলে কেমন হয়? (পোস্ট মানহীন জাতহীন যাই হোক অটো কমেন্টের বন্যায় ভেসে যাবে যাতে মান সন্মত লেখকদের দুঃখ লাঘব হয়।) ভাল হয়, পিঠ থাবড়ানি কমব।
৪। এখন সবচাইতে গুরুত্বপূর্ন প্রশ্নটি যা মাথায় এসেছে তা হলো মানসন্মত লেখার মানদন্ড কি কি? এক কথায় উত্তর দেওয়া সম্ভব না।
৫। কারা কারা তা এখানে বিচার করবেন? তাদের যোগ্যতা কি কি হতে পারে? মাগনার ব্লগে এত চিন্তা করব কেডা এডিটরিয়ালের জন্য?
৬। ব্যাক্তি, সমাজ ও জাতির জন্য কোনো প্রকার ক্ষতিকারক লেখনী ছাড়া মুক্ত চিন্তার প্লাটফর্মে যার যা সাধ্য সে মতই সে কি লিখবে না? লেখা উচিত। জামাইত্যা ছাড়া যে কারও লেখার অধিকার থাকা উচিত।
৭। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। তেমনি আজ যে মানহীন লিখছে কাল সে ভালো লিখবেনা এমন কোনো নিশ্চয়তা কি আছে? এইডার উত্তর খোদায় জানে। আমি না।
৮। মানসন্মত লেখায় পাঠক নেই, মানহীন লেখায় আছে। তবে কি বর্তমানে মানহীন পাঠক সংখ্যাই বেড়ে গেলেো? লেখকদের সাথে পাঠকদেরও বিবর্তন হইসে।
৯। আলোচিত পাতায় আলোচনার বদলে উঠে আসছে আড্ডাবাজী তবে কি আরেক উপায় মডারেটরদেরকেই বসে বসে কোনটা প্রকৃত আলোচনা আর কোনটা আড্ডাবাজীলোচনা তা ক্যাটাগরাইজ করবেন বা করা উচিৎ নয় কি? আড্ডাবাজি তো খারাপ না।
১০। এখানে মাল্টিবাজী পিঠ চাপড়াচাপড়ীর সুযোগ করে দিয়ে তথা মাল্টি নিক বানাবার সুবিধা করে দিয়ে তবে কি মানহীন লেখক এবং পাঠকেরাই দোষ করছেন? না। মাল্টি দিয়া ভাল জিনিষও হইসে। কয়েকজনের দোষে পুরাটারে বাদ দেয়া মাথা কাটার মত হবে।
১১। স্টিকি পোস্টে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে কে আলোচিত হলো কে হলোনা, কে কেমন, কে কি করছে বিষয়টিও টেনে আনা হয়েছে। এতে মূল আলোচনা বা উদ্যোগ বিষয়টি কি ব্যাহত হয়নি? কিছুটা।
১২। যারা এই পোস্টে কমেন্ট দিয়েছে তাদের কমেন্ট দেখে মনে হয়েছে সমাজের এই জটিল ও কুটিল সমস্যাটি(ধর্ষন) থেকেও তারা ব্লগের এই আলোচিত সমস্যা নিয়ে বেশী চিন্তিত। অথচ তারাই কি এই আড্ডাবাজী আলোচিত ব্লগে কমেন্ট করেন না? এইখানে কবি নীরব ;)
১৩। কয়জন ধর্ষণ বিষয়টি নিয়ে কমেন্ট করেছেন আর কয়জন আলোচিত এবং মাল্টিবাজীর হালচাল নিয়ে আলোচনা করেছেন মূল বিষয়টি থেকেও কি তাদের সংখ্যাটি বেশি নয়? গনি নাই।
১৪। পিটিশনে কয়জনের সিগনেচার আছে? গনি নাই।
১৫।যুগে যুগে সমাজ পরিবর্তিত হয়। যুগে যুগে সব কিছুই বদলায়। আগে কি সুন্দর দিন কাটাইতাম না বলে এখন কি করা উচিৎ এবং কি করবো সেটাই ভাবনার বিষয়। ভালো ভালো লেখা কমেন্টের অভাবে তলায় চলে যায় আর খারাপ লেখা আলোচিত পাতায় উঠে। নিজেকে প্রশ্ন করে দেখুন আপনিও কি সেই দলেরই অংশ নন? হ।

২১ শে মে, ২০১৭ বিকাল ৪:১৪

নীলসায়র বলেছেন: ১। ব্লগে কাউকে দিয়ে কি জোর করে মান সন্মত লেখনী লেখানো বা পড়ানো সম্ভব ? না। ( সহমত তবে এত কথা কেনো? সকলে কি পেট থেকে পড়েই মান সন্মত পোস্ট লেখা শিখে যাবে? আশেপাশের কিছু মানুষের মানষিকতা বা পোস্ট দেখে আপামর জনসাধারণের মনোভাব বুঝার শখ হইসিলো। )
২। মান সন্মত লেখায় বাধ্যতামূলক কমেন্ট লাইক দেওয়ানো সম্ভব? না, সিন্ডিকেটগুলার কথা বাদ দিলে। ( আবারও সঠিক কইসেন তাইলে এত কমেন্ট আর লাইক লয়া কান্দা কাটা কেন?)
৩। অটো মন্তব্য বা লাইক অপশন চালু করলে কেমন হয়? (পোস্ট মানহীন জাতহীন যাই হোক অটো কমেন্টের বন্যায় ভেসে যাবে যাতে মান সন্মত লেখকদের দুঃখ লাঘব হয়।) ভাল হয়, পিঠ থাবড়ানি কমব। ( ওয়াও আপনার শিষ্য হইয়া গেলাম ১০০% হাছা কইসেন)
৪। এখন সবচাইতে গুরুত্বপূর্ন প্রশ্নটি যা মাথায় এসেছে তা হলো মানসন্মত লেখার মানদন্ড কি কি? এক কথায় উত্তর দেওয়া সম্ভব না। ( উত্তর নাই কিন্তু প্রশ্ন আছে, এমন পন্ডিৎ পন্ডিৎনীদের মাথায় সেই প্রশ্ন যারা নিজেরাই জানেনা মানদন্ড কাহারে বলে।)
৫। কারা কারা তা এখানে বিচার করবেন? তাদের যোগ্যতা কি কি হতে পারে? মাগনার ব্লগে এত চিন্তা করব কেডা এডিটরিয়ালের জন্য? ( এত মাইনসে চিন্তা করতেসে যখন মান আর মানহানী লইয়া তাইলে বিচারক লইয়াই বা চিন্তা না কেন? )

৬। ব্যাক্তি, সমাজ ও জাতির জন্য কোনো প্রকার ক্ষতিকারক লেখনী ছাড়া মুক্ত চিন্তার প্লাটফর্মে যার যা সাধ্য সে মতই সে কি লিখবে না? লেখা উচিত। জামাইত্যা ছাড়া যে কারও লেখার অধিকার থাকা উচিত। (গুড আনসার। খুশি হইলাম)
৭। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। তেমনি আজ যে মানহীন লিখছে কাল সে ভালো লিখবেনা এমন কোনো নিশ্চয়তা কি আছে? এইডার উত্তর খোদায় জানে। আমি না। ( আমিও জানিনা তবুও প্রাকটিস মেকস আ ম্যান পারফেক্ট, নিজেরেই প্রশ্ন করেন নিজের দিকে তাকায়া। আমি তো আমার পিছে তাকায়া এমনই উত্তর পাইলাম)
৮। মানসন্মত লেখায় পাঠক নেই, মানহীন লেখায় আছে। তবে কি বর্তমানে মানহীন পাঠক সংখ্যাই বেড়ে গেলেো? লেখকদের সাথে পাঠকদেরও বিবর্তন হইসে। ( ঠিক কইসেন আমিও এইডাই কই হুদাহুদি লেখকের দোষ ক্যান?)
৯। আলোচিত পাতায় আলোচনার বদলে উঠে আসছে আড্ডাবাজী তবে কি আরেক উপায় মডারেটরদের
কেই বসে বসে কোনটা প্রকৃত আলোচনা আর কোনটা আড্ডাবাজীলোচনা তা ক্যাটাগরাইজ করবেন বা করা উচিৎ নয় কি? আড্ডাবাজি তো খারাপ না।
( কেডা কইসে খারাপ না? রামগড়ুড়ের জন্য আড্ডাবাজী হারাম)
১০। এখানে মাল্টিবাজী পিঠ চাপড়াচাপড়ীর সুযোগ করে দিয়ে তথা মাল্টি নিক বানাবার সুবিধা করে দিয়ে তবে কি মানহীন লেখক এবং পাঠকেরাই দোষ করছেন? না। মাল্টি দিয়া ভাল জিনিষও হইসে। কয়েকজনের দোষে পুরাটারে বাদ দেয়া মাথা কাটার মত হবে। ( বুঝা গেলো যে যতই লাফাক সবারই মাল্টি থাকে। সত্য কিনা কন? ) ;)

৩৩| ২১ শে মে, ২০১৭ বিকাল ৫:১১

নক্ষত্র নীড় বলেছেন: এটাই বোধ'য় ব্লগের ধর্ম।অন্তর্জালের স্বাধীনতা!কে কতোটা গঠনমূলক হবেন,কার পিঠে কিল-চাপড় দেবেন,না কি 'নীল...' হয়ে যেমন ইচ্ছে তেমন লেখার লেখকদের 'কিল' করতে চাইবেন, - যা সনাতন অন্য কোনো মাধ্যমে সম্ভব নয়,সেন্সরশিপের তথাকথিত বালাই নেই বলে - আড্ডা বলুন,ঠাট্টা-ইয়ার্কি বলুন -মানুষের সহজাত মেলামেশার ,সহজে নিজেকে মেলে ধরার - অনেকের সঙ্গে স্বতঃস্ফূর্ত যুক্ত হওয়ার উন্মুক্ত ও আপন জগত। যেখানে আর যাই হোক , পরিচয়-পর্বের আদিখ্যেতা নেই;মানুষ এখানে মুক্ত।চেনা নেই জানা নেই অথচ বড় সহজেই কাছাকাছি আসতে পারে,হয়ে ওঠে এমনই মুক্ত দুনিয়ার মানুষ ।

২১ শে মে, ২০১৭ বিকাল ৫:১৭

নীলসায়র বলেছেন: ঠিক বলেছেন। এই মুক্ত দুনিয়ায় মানুষ নানা বিধি নিষেধে আটকাতে চায় বলেই যত ঝঞ্ঝাট।

৩৪| ২১ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


এই পোস্টাকে কিছু বদলায়ে আরেকটা পোস্ট দেন।

২২ শে মে, ২০১৭ বিকাল ৩:২১

নীলসায়র বলেছেন: জ্ঞান দেবার স্বভাব আপনার আর গেলো না চাঁদগাজীভাই। আমার এই পোস্টে প্রথম মন্তব্যে সাজছিলেন পাগল এখন সাজছেন এডভাইজর। এরপর কি রুপ দেখাইতে আসবে কন দেখি?

৩৫| ২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনে কিন্তুক সাবধান থাইকেন ভাই। আপনার উপরে হগলে খেপতেসে। যদিও তাতে আপনার কিছু যাবে বা আসবে বলে আমি আশা করি না বা মনেও করি না। প্রথমত মূল্যবান কথা বলার জন্য আপনার প্রতি অনেক শুভেচ্ছা। দ্বিতীয়ত আপনার মনে করা আমার জন্য অনেক উৎসাহ ব্যঞ্জক।
আমার জেনারেল হওয়া আমি ইতি বাচক হিসেবে নিয়ে ছিলাম। ছাত্র ও মেয়েদের বলে ছিলাম, যেহেতু আমার পোষ্ট প্রথম পাতায় যায়না সেহেতু তোমাদের পোষ্ট প্রথম পাতায় যেতে হলে আমার চেয়ে ভাল পোষ্ট দিতে হবে।
গ্রামের ছেলে-মেয়ে কম্পিউটার নেই, কারেন্ট নেই, মোবাইলে নাকি তারা ব্লগে ঢুকতে পারেনা। ঝালকাঠি যুব উন্নয়নে চার সেট কম্পিউটার দিয়ে ৪৯ জন কম্পিউটার শিখে। তিন সেট কম্পিউটার দিয়ে তারা অন্য প্রোগ্রাম শিখে। আর এক সেট দিয়ে শিখে ইন্টার নেট। ইন্টারনেটেও আছে বিভিন্ন আইটেম। তাতে ব্লগিং এর ভাগে পড়ে কতটুকু? তার উপর অনেকের কম্পিউটারে হাতে খড়ি। আমি বলেছি, বড় মন্তব্যের সময় নেই। কারণ সুযুগ সবাইকে দিতে হবে। কাজেই শুধু শিখতে হবে কিভাবে মন্তব্য লিখতে হয়। তো একজন হয়তো একটাই মন্তব্য করার সুযুগ পায়। তো সেটা হয়তো স্যারের পোষ্টেই করে। এতে যে আমার মানহীন লেখা আলোচীত পাতায় যায় সেটা আমি টের পেয়েছি পরে। এখন আমি তারেদরকে বলছি আমার পোষ্টে আর মন্তব্য প্রদানের দরকার নেই। রবীন্দ্র নাথের ভাষায় বল্লাম, হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোন খানে। তথাপিেআমার পোষ্ট আলোচিত পাতায় যায়। আমি আবার কয়েক জন কে বিষয়টা জানাই। আর জানানোর কারণ, পোষ্ট যখন কষ্ট করে দেই তো একটু মূল্যায়নতো আশা করতেই পারি। আর তাতেই নাকি পোষ্ট আলোচিত পাতায় যায়। বুঝাগেল আমার পোষ্ট যে পাতায় যাকনা কেন সেটা অন্যায়। আমার পোষ্টের জন্য বরাদ্ধ হলো এটা পাতরের মত আমার ব্লগেই জমে থাকবে। নড়াচড়া করলেই সেটা হবে বড় অন্যায়। তাহলেই সেটা হবে সবার খেপে যাওয়ার মস্ত কারণ। কি করি কি করি ভাবছি। কি করে আজ ভেবে না পািই। দোষ আমি দোষ শুধু করলাম।
বড় হওয়া নিয়ে আমার ভাবনা নেই। ভাবনা হলো আমার পোষ্টই কি তবে সামুতে একমাত্র অখাদ্য? যা খেয়ে সবার বদ হজম হচ্ছে? আর সবার পোষ্ট কি তবে আমার পোষ্ট থেকে মান সম্পন্ন? কত পোষ্টইতো প্রতি দিন প্রথম পাতায় দেখি!
যাকগে সময় কাটানোর হাজারটা উপলক্ষ্য আছে। বিনে পয়সার ব্লগিং, দিতেও হয়না পাওয়াও যায় না। তথাপি এ নিয়ে এতো ঝগড়া? দীর্ঘকাল অনেকের পোষ্ট বন্ধ থাকার কারণ কি তবে এটা?
ভাবছি আমিও পোষ্ট করা বন্ধ করে দেব। সময় পেলে অন্যদের মানসম্পন্ন পোষ্ট দেখে যাব আর কি। তথাপি যারা নিজের ঢোল নিজে পিটায় তাদের পোষ্ট আলোচিত পাতায় আসবে বলে মনে হয়না। কারণ এখানে আলোচিত পাতা দখলে রাখার মত বহু মান সম্পন্ন পোষ্ট প্রদানকারী ব্লগার রয়েছে। তারাই তাদের ঠেঁকিয়ে দিবে, শত্রুদের জন্য আমার কিছুই করতে হবেনা। ওরা কয়জনকে তাড়াবে? এম এ আলী, সাদামনের মানুষ, জুন এদের কি ফরিদের মতো ঠেঁকানো যাবে? না পরিদের কারনে এদর পোষ্ট ঠেঁকে থাকে?
কাজেই আমার বলার কিছু ছিলনা না গো। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে (সামু)।

২২ শে মে, ২০১৭ বিকাল ৩:৩০

নীলসায়র বলেছেন: ফরিদভাই সামু চলে গেলো? কই গেলো? কখন গেলো? আপনার থেকে গেলো? কেনো গেলো ভেবেছেন কি?

যত বড় মন্তব্য দিয়েছেন তাতে বুঝেছি ব্যাপারটা আপনাকে ভাবাচ্ছে। অন্তত এটা বুঝতে পারছেন কিছু একটা সমস্যা যাতে ব্লগারেরা আপনার উপরে কেউ কেউ বিরক্ত। আগেও বলেছি আবারও বলছি কে বিরক্ত হবেন আর কে হবেনা সেসব যার যার ব্যাপার। আপনি যদি লিখতে ভালোবাসেন লিখবেন। আপনার জ্ঞাতি গোষ্ঠিকে পড়াতে চান পড়াবেন। তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ হলে হবেন। পক্ষান্তরে কেউ আপনার লেখা পড়ে বিরক্ত হয়ে গালি দিলেও কিছু করার নেই আপনার সেটাও তার তার ব্যাপার। এখন কথা হলো আপনি কোনটা করবেন। আপনার লোকজন দিয়েই আপনার লেখা পড়াবেন নাকি অন্যদের কথাও ভাববেন? যদি অন্যদের কথা ভেবেও লিখতে চান তো তারা কি বলে শুনতে হবে, ভাবতে হবে এবং সেই মোতাবেক চলতে হবে।

এখন কোনটা আপনি করবেন আপনার ব্যাপার।

৩৬| ২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রতিউত্তরে ধন্যবাদ জানবেন।
সত্যর প্রবক্তা যদি সত্যর বিরুদ্ধে আচারণ করে, তবে সে সত্য প্রশ্নবিদ্ধ। সামুর ব্লগিং অভিজ্ঞতা ও অনেক কিছু নিরব সাক্ষী। আর ভুতের মুখে রাম রাম, শুনতে ভালো লাগে কিন্তু তা বিশ্বাস করতে কষ্ট লাগে। আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে ভাবলেও অনেক কিছুই ভাবায়, যাক সেসব কথা, নীতিকথা সবাই বলি কিন্তু কয়জনে তা পালন করি!!! এখানে কেউ আছে সামাজিক মুখোশ পরে আবার কেউ বা ব্যক্তিগত মুখোশ।
আপনার এ পোষ্টের সাথে একমত...... ঝড় বলেতে বুঝিয়েছি, কেউ ভাল কথা বললেই তার পিছেনে লাগে।
আজকে শিশু আগামী দিনে ভবিষ্যৎ, আছি এই ভবিষ্যৎ এর অপেক্ষায়। সব সময় অন্যায়ের বিরুদ্ধে এবং সত্যর পক্ষে।

ভালো থাকুন।

২২ শে মে, ২০১৭ বিকাল ৩:৩২

নীলসায়র বলেছেন: খুব ভালো ইচ্ছা। অন্যায়ের বিরুদ্ধে এবং সত্যের পক্ষে থাকবেন শাহরিয়ারভাই। ধন্যবাদ আপনাকে।

৩৭| ২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যে ব্যক্তি মাল্টি নিকের কেরামতি জানে তার ফরিদ আহমদ চৌধুরী নামে ব্লগিং করার কি দরকার? তারচেয়ে আমি কলা গাছ, সাদা মূলা, বেগুন, আলুপুরি, খঞ্জনা, গাঁইয়া ভুত, পথচারী, সালগুম, মায়া হরিণ, ছায়া বিথি, তরতাজ, তরমুজ, আমলকি, করঞ্জা, বুলেট, ডাবলু, সতরঞ্জি, গোখরা, পোখরাজ, আনু মিয়া, হেড়াঙ্গি, কদু মল্লিক, ধনেপাতা, নিকের সাগর, ত্যানা পেচানি, গজর গজর, করল্লা, ম্যাড়ম্যাড়ে, হগলিকা, গেদির বাপ, ব্যাংগাছি ইত্যাদি হাজারো চমৎকার নিক গ্রহণ করে উপযুক্ত ব্লগিং করা যায়। নিজ নামের পুরোটা গ্রহণ করাতেই কি তবে সবার আক্রোস? তার কি বলতে চায় এ নাম ফুটাচ্ছে? আমার মনে হয় কোন দিন যদি আমি সাহিত্যে নোবেল পাই তবে ব্লগারগন বলবেন, নিশ্চিত ইহাতে তৈল মর্জন জাতীয় কিছু ঘটেছে । নতুবা সামুতে অখাদ্য বমি করা সেই লোক নোবেল পেল কেমন করে? এ কথার পর অনেকেই বলে ফেলতে পারে নিশ্চিত থাকুন আপনি কোন দিন নোবেল পাবেন না।
বাস্তব হলো আমাদের জীবনটা খুবই ছোট আর সময় কাটানোর বিস্তর উপলক্ষ্য রয়েছে।

২২ শে মে, ২০১৭ বিকাল ৩:৪১

নীলসায়র বলেছেন: বাহ এত এত নিকের বাহার! আপনার হাতে বেশ সময় আছে বুঝা যায়।

"নিজ নামের পুরোটা গ্রহণ করাতেই কি তবে সবার আক্রোস?"
নাহ নিজ নামে তো আপনি একা নেই। অনেকেই আছেন। তবে আক্রোশ কেনো?

তার কি বলতে চায় এ নাম ফুটাচ্ছে?
নাম ফুটাবার কথাও মনে হয় তারা বলতে চান না আমার ধারণা তারা আপনার কিছু কিছু আচরণ ও মতবাদে বিরক্ত।

নোবেলের ব্যাপারে যে তৈল মার্জনের ব্যাপারটা খাটবেনা তা আমি পুরোপুরি নিশ্চিৎ কারণ ব্লগ মালকীন জানা থেকে শুরু করে বড় বড় ব্লগারদের নিয়ে সনেট রচনা করে আপনি যতখানি তৈল এতদিনে ঢেলেছেন তাতে আপনার এ বিপদে তাদের দু একজন হলেও দৌড়ে আসবার কথা ছিলো কিন্তু একজনও হেলেদুলেও আসেনি। কাজেই সামান্য এইখানেই তৈল দিয়ে কিছু করতে পারলেন না নোবেলে আর কি তৈল ঢালবেন বলেন?


হ্যাঁ ঠিক বলেছেন এ ছোট জীবনে চাইলেই অনেক কিছুই করার আছে। শুধু একটা কথা বলি ছোট মুখে যে, এরপর অন্তত বোকামীটা করবেন না। মনে রাখবেন নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয় অথবা বোকারাই পৃথিবীতে নিজেকে সবচাইতে চালাক ভাবে আর অতি চালাকের গলায় দড়ি পড়ে।

কথা বলতে গিয়ে মনে হয় অনেক কিছু বলে ফেললাম। কিছু মনে করবেন না । বোকামী করে হলেও যদি কেউ উন্নতি করতে পারে তো সেই ভালো এই জগতে।

৩৮| ২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: গিরিশ চন্দ্র ক্বোরআন অনুবাদ করে যদি অন্যায় না করে তবে আমার ইসলামের ফেবারে কথা বলা অন্যায় কেন? নাকি শুধু তারাই ইসলাম নিয়ে কাজ করবে কোন মুসলমান নয়?

৩৯| ২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমাদের একজন মুসলমান ব্লগার কালিদাস নিকে ব্লগিং করেন তবে কি আমাকে হরিপাল নিকে ব্লগিং করতে হবে? তখন ব্লগারগন বলবেন এবার উপযুক্ত হয়েছে।

৪০| ২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

গড়াই নদীর তীরে বলেছেন: @ফরিদ চৌধুরী, আপনিতো ইসলামের বড় প্রণ্ডিত, জাকির নায়েকের নাম ভেংচিয়ে সমালোচনা করেন। মনে হয় জাকির নায়েক ইসলাম সম্পর্কে কিছুই জানে না।
কিন্তু নিজের প্রাতিষ্ঠানিক ইসলামী শিক্ষা না থাকলেও গৌরব করে বেড়ান বরিশালের সব পীরভক্ত আলেমরা নাকি আপনার এলেমের ভয়ে তটস্থ!

এই লেখার নিচেও আপনি দীর্ঘ একখানা জবাব লিখবেন জানি। সাধারণ মানুষকে বোকা বানানো সহজ। এতে জ্ঞানের প্রমাণ হয় না। এতে আপনার কম্পিউটারের কিবোর্ড চাপার দক্ষতা প্রমাণ হয়।

আমি চ্যালেঞ্জ করছি, আপনি ইসলাম সম্পর্কে একজন অকাট মুর্খ। কুরান-হাদীস নিয়ে যা খুশি বলেন। প্রশ্নের উত্তর না জানলেও কিবোর্ড টেপা চাপাবাজি দিয়ে শেষমেশ বলেন অতএব আমারটা সঠিক। আপনার বিপক্ষে গেলে ইবনে কাসীরের মতামতকেও অবলীলায় ভুল সাব্যস্ত করেন।

আপনি এই ব্লগের একজন হরিদাস পাল, এর বেশী কিছু না। যদিও ভাবখানা এমন ২০১৭ সালের সাহিত্যে নোবেল আপনিই পাচ্ছেন!

৪১| ২১ শে মে, ২০১৭ রাত ৮:৫৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ৥ গড়াই নদীর তীরে
তাহলে সমস্যা ঐ কোবরেজ জাকির নায়েক? তার পক্ষে লিখলে নিশ্চয়ই এতো দিনে আমি তার ভক্ত কূলের একজন শায়খ হয়ে যেতাম! তো চিন্তা নাই। তার বিরুদ্ধে লেখার মতো বহু লোক সামুতে আছে। আপনারাতো তার উম্মত। তারে ছাড়া আর কিছুই বুঝেন না। আপনাদের পৃথক উপাসনালয় আছে। কাজেই আপনাদের থেকে আমরা আলাদা।

৪২| ২১ শে মে, ২০১৭ রাত ৯:১০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ৥ গড়াই নদীর তীরে
পৃথিবীতে সাড়ে চার হাজারের বেশী ধর্ম ও মত রয়েছে সবাই সবাইকে সঠিক মনে করে, আপনারাও নিজেদেরকে সঠিক মনে করেন, আমরাও আমাদের মতকে সঠিক মনে করি। আমি সুধু চাই আপনাদের মত যেন আপনারা আমাদের উপর চাপাতে না পারেন। আপনাদের ধোকাবাজি থেকে আমরা হেফাজত থাকতে চাই। আমাদের অবশ্যই সে অধিকার রয়েছে। আল্লাহ আমাদেরকে সঠিক পথে অবিচল রাখুন-আমিন।

৪৩| ২১ শে মে, ২০১৭ রাত ৯:২৫

গড়াই নদীর তীরে বলেছেন: আমি জাকির নায়েকের ভক্ত নই। আপনার সাথে তুলনা করেছি মাত্র।
আপনার চেয়ে জাকির নায়েক ইসলাম সম্পর্কে হাজারগুণ বেশি জানে। তবুও আপনার ভাষায় সে "কোবরেজ"। অন্যদিকে নিজে ইসলামের ই ও জানেন না। ভাব মারান বরিশালের বিখ্যাত ইসলামী চিন্তাবিদ! ওরফে ক্যানভাসার ফরিদ!

এখানে জাকির নায়েক লাগবে কেন? আপনি ব্লগে ইসলামের নামে যে বিভ্রান্তি ছড়াচ্ছেন তা জাকির বিরোধী কোন হক্কানী আলেমও সাপোর্ট করবেনা।
ইসলামে নারীর নেতৃত্ব নিয়ে যা লিখেছেন তাতে আপনাকে শায়খ উপাধি তসলিমা নাসরিনরা দিতে পারে।

৪৪| ২২ শে মে, ২০১৭ বিকাল ৩:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ৥ গড়াই নদীর তীরে
ইসলামে নারীর নেতৃত্ব নিয়ে যা লিখেছেন তাতে আপনাকে শায়খ উপাধি তসলিমা নাসরিনরা দিতে পারে।
আমার লেখাতো ওপেন। এমনতো নয় যে আমি কারো মন্তব্যের জবাব দিচ্ছি না।
আর আপনি যাই বলুন না কেন, যার মত সে উপস্থাপন করবেই। আপনি জোর করে আপনার মত কাউকে গিলাতে পারবেন না। কারণ কেউ আপনার খায়ও না এবং পরেও না। কাজেই এসব বেকার বচনে মূলত কোন লাভ নেই।

৪৫| ২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ৥ জীবন সায়র
ব্লগ মালকীন জানা থেকে শুরু করে বড় বড় ব্লগারদের নিয়ে সনেট রচনা করে আপনি যতখানি তৈল এতদিনে ঢেলেছেন তাতে আপনার এ বিপদে তাদের দু একজন হলেও দৌড়ে আসবার কথা ছিলো কিন্তু একজনও হেলেদুলেও আসেনি। এতে বুঝাগেল আমি তাদের তৈল দেইনি বরং মূল্যায়ন করেছি। আর এটাও পরিস্কার যে তারা বাস্তবেই মূল্যায়ন পাওয়ার যোগ্য। তারা আমার সমস্যা আমাকেই সমাধানের দায়িত্ব দিয়েছে।
আপনার বাকী পোষ্ট গুলাও পড়ছি ভাল লাগছে। আর বাস্তব কথা হলো সমালোচনাকে খারাপ ভাবে নেওয়া ঠিক নয়।
সামুতে আমার যা বলার ছিল বলা হয়ে গেছে। এরপর আর না বল্লেও চলে। এখন আমার কথা যাদের পক্ষে যায়নি তারা একটু রাগ না ঝাড়লেওতো হয়না। তাদের রাগে বুঝতে পারছি। আমার লেখা রিএক্ট করার মতো ছিল।
কাল সামুর বিষয় ভিত্তিক ব্লগ দেখলাম। রাজনতির পাতা বলতে গেলে চাঁদগাজী ময়। আর তাতে আমি বুঝলাম আমার লেখার মান আসলেই আরো বাড়ানো দরকার। দেখি যদি সুযুগ থাকে।

২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

নীলসায়র বলেছেন: হা হা ফরিদভাই চশমার পাওয়ার বাড়ান ভাই। আমি জীবনসায়র না নীলসায়র। চোখে ভুল দেখতেছেন নাকি ভালো করে পড়েন না আপনি বলেনতো? আপনি কি চাঁদগাজীর ফ্যান নাকি ভাই? তার মত লেখা লিখতে চাইতেছেন? আপনার চাইতেও বেশি ছাড়া কম কিছু কিন্তু আজ অবধি তার কপালে জুটে নাই। যাইহোক যা ভালো বুঝেন করেন। নাহ আমার বাকী পোস্ট তেমন নাই। আমি লিখিইনাই তেমন কিছু। সময় হলে লিখবো আপাতত পড়ে পড়ে জ্ঞান বাড়াচ্ছি।

৪৬| ২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ৥ নীল সায়র
লিখতে নিয়েছি এমন সময় বসের ডাক পড়ল। তাড়াহুড়োয় পড়ে নীল জীবন হয়ে গেল।
আচ্ছা আমি মতবাদ নিয়ে লিখি। তাতে আমার কথা যার বিরুদ্ধে যায় সে রাগ হতেই পারে। তো আমার লিখার কারণ আহলে হাদীস যে আমাদের ইমাম আবু হানিফার অনুসারী হিসেবে মুশরিক বলে তাদের সেকথার প্রতিবাদ করা। তো যার প্রতিবাদ করা হয় তাকে কি আর কেউ ভাল বলে? আবার তারাও আমার প্রতিবাদ করছে। তো তাদের মন যা চায় তাতো তারা বলবেই। কারো ভাষা অশালিন হলে সেটা দেখবে সামু।
পোষ্টতো আপনি দিয়েছেন খুব কম তো দেখছি সে গুলোতে কি আছে। তাই দেখতে গিয়ে একটু মজাপাচ্ছি আর কি?
প্রথম গিয়ে ছিলাম মুক্তমনায়, ওমা গিয়ে দেখি ওরা মুক্তমনে আল্লাহ ও নবীর (সঃ) কূৎসা ছাড়া কিছু লিখেনা। আবর এতে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগাও নাকি অন্যায়। যাক তারা আমর কোন পোষ্টতো নিলইনা। প্রথমে কিছু মন্তব্য প্রকাশ করলেও পরে দেখি সেটাও প্রকাশ করে না। পরে বুঝলাম তাদের মুক্তমনা হলো মুক্ত মনে নিজমত প্রচার করা আর অন্যের মত প্রতিহত করা। কথা ঐ একটা আর সবি ভুল তারা শুধু ঠিক।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৪

নীলসায়র বলেছেন: ওকে মানলাম। আপনার যা ভালো লাগে লিখেন। অন্যের ক্ষতি না হইলেই হইলো।

৪৭| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৪

অপর্ণা মম্ময় বলেছেন: সবগুলো কমেন্ট পড়ে আবার কমেন্ট করব। ব্লগার আখেনাটান এর মন্তব্য এর সাথে কিছুটা সহমত -

আখেনাটেন বলেছেন: মানসম্পন্ন লেখা থাকবে। মানহীন লেখা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে কেউ যদি নিজের মানহীন লেখাকে ম্যানুপুলেশন করে নিজেকে ব্লগে অালোচনায় রাখতে চায়, সেটাকে সাধুবাদ কোনোভাবেই দেওয়া যেতে পারে না।


০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৭

নীলসায়র বলেছেন: ৪৭. ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৪ ০
অপর্ণা মম্ময় বলেছেন: সবগুলো কমেন্ট পড়ে আবার কমেন্ট করব। ব্লগার আখেনাটান এর মন্তব্য এর সাথে কিছুটা সহমত -


১৩ই অক্টোবর বলছিলেন মন্তব্য করবেন মানে মতামত দিবেন। দুইমাস পার হয়ে গেলো আর তো দেখাই দিলেন না। ভালো আছেন তো?

আখেনাটেনের মন্তব্যে +

তবে আমার কথা ম্যানুপুলেশন কইরাও যদি মাইনসে লিখতো। আজকাল তো লেখকেরা ডুমুরের ফুল হয়ে গেছে।

৪৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫২

কালীদাস বলেছেন: রেগুলার না থাকায় পোস্ট মিস করেছি। ভাল লাগল ব্লগ নিয়ে আপনার ভাবনা দেখে। আমি ভাল লেখক না, শুরু থেকেই ব্লগে আসি মেইনলি পড়তে এবং কমেন্ট করতে। কাজেই আমার দৃষ্টিভঙ্গি সম্ভবত অনেকের সাথেই মিলবেনা :(


১। ব্লগে কাউকে দিয়ে কি জোর করে মান সন্মত লেখনী লেখানো বা পড়ানো সম্ভব ?
কয়জন পড়ে, সেটা একটা বড় প্রশ্ন। দুয়েকজনের কিছু কমেন্টে বোঝা যায়, জাস্ট কমেন্ট করার জন্য কমেন্ট করা, বাস্তবে পোস্ট ভালভাবে পড়েইনি কমেন্টার।

২। মান সন্মত লেখায় বাধ্যতামূলক কমেন্ট লাইক দেওয়ানো সম্ভব?
মনে হয়না। পাঠকের স্বাধীনতা থাকা উচিত নিজের পছন্দের টপিক চুজ করার।

৩। অটো মন্তব্য বা লাইক অপশন চালু করলে কেমন হয়? (পোস্ট মানহীন জাতহীন যাই হোক অটো কমেন্টের বন্যায় ভেসে যাবে যাতে মান সন্মত লেখকদের দুঃখ লাঘব হয়।)
দেখে তো মনে হয় অটো কমেন্টার এমনিতেই আছে। আরও অল্টারনেটিভ প্রয়োজন আছে কি ভ্রাতা? ;)

৪। এখন সবচাইতে গুরুত্বপূর্ন প্রশ্নটি যা মাথায় এসেছে তা হলো মানসন্মত লেখার মানদন্ড কি কি?
লেখার কনটেন্ট অনুযায়ি ভেরি করবে আন্সারটা। তাছাড়া প্রেজেন্টশনের স্কিল সবার একরকম না, কেউ অল্প কথায় অনেক বড় ব্যাপ্তির জিনিষ বলতে পারেন, কেউ পাতার পর পাতা লিখেও পারেননা।

৫। কারা কারা তা এখানে বিচার করবেন? তাদের যোগ্যতা কি কি হতে পারে?
অনেক আগে এডিটরিয়াল বোর্ডের প্রস্তাব এসেছিল ব্লগে। ব্লগাররা নিজেরা এডিটর চুজ করতে পারে এক মাসের জন্য। কথা হল এত সিরিয়াসলি ব্লগিং করার সময় কই সবার? :((

৬। ব্যাক্তি, সমাজ ও জাতির জন্য কোনো প্রকার ক্ষতিকারক লেখনী ছাড়া মুক্ত চিন্তার প্লাটফর্মে যার যা সাধ্য সে মতই সে কি লিখবে না?
কেন লিখবে না? এটা একটা স্বাধীন দেশের কম্যুনিটি ব্লগ, এখানে মায়ের পেট থেকে অতি উঁচুমানের লেখার ক্ষমতা নিয়ে সবাই আসে না। খালি রাজাকারের কোন অস্তিত্ব দেখতে চাই না এই ব্লগে। এই পারপাস আমাকে স্বৈরাচার ডাকলেও নো প্রবলেম।

৭। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। তেমনি আজ যে মানহীন লিখছে কাল সে ভালো লিখবেনা এমন কোনো নিশ্চয়তা কি আছে?
এটা বলা কঠিন। প্রতি বছর ব্লগার ঝরে পড়ার সংখ্যাটা নেহায়াত কম না কিন্তু :|

৮। মানসন্মত লেখায় পাঠক নেই, মানহীন লেখায় আছে। তবে কি বর্তমানে মানহীন পাঠক সংখ্যাই বেড়ে গেলেো?
মানহীন লেখায় পাঠক থাকে কয়েকটা বিশেষ কারণে। এক হতে পারে ফাউল অনলাইন নিউজপেপারগুলো চটকদার পোস্টগুলোতে; দুই, ঘনিষ্ঠ ব্লগারদের আড্ডা জমে গেলে কোন পোস্টে; তিন, সিন্ডিকেট :|
এর বাইরে আমাকে প্রশ্ন করলে মানহীন পাঠক বেড়ে গেছে আমি বলব না, আমি বলব, মনোযোগী পাঠক কমে গেছে। যে কারণে এক আর তিনের কেসটা ঘটছে।

৯। আলোচিত পাতায় আলোচনার বদলে উঠে আসছে আড্ডাবাজী তবে কি আরেক উপায় মডারেটরদেরকেই বসে বসে কোনটা প্রকৃত আলোচনা আর কোনটা আড্ডাবাজীলোচনা তা ক্যাটাগরাইজ করবেন বা করা উচিৎ নয় কি?
আড্ডা শিরোনামে পোস্ট দিয়ে কেউ আড্ডাবাজি করলে সমস্যা দেখিনা। কম্যুনিটি ব্লগে ঘনিষ্ঠতা হবেই ব্লগারদের মধ্যে, এটা প্রথম পাতাতে বৈচিত্রও আনে একসেন্সে।
ইন্টারেস্টিং লাগে যেটা, এরকম আড্ডা পোস্টা করনেওয়ালা দুয়েকজনকে অন্য কারও পোস্টে মন্তব্য করতে দেখি না বললেই চলে। এটা কি ছোটলোকি না?

১০। এখানে মাল্টিবাজী পিঠ চাপড়াচাপড়ীর সুযোগ করে দিয়ে তথা মাল্টি নিক বানাবার সুবিধা করে দিয়ে তবে কি মানহীন লেখক এবং পাঠকেরাই দোষ করছেন?
এটা নিয়ে বলতে গেলে বিশাল ক্যাচালের গোড়া হয়ে যাব আমি। যেহেতু রেগুলার এসে ক্যাচাল এনজয় করতে পারা আমার পক্ষে সম্ভব না কাজেই অফ গেলাম ;)

১১। স্টিকি পোস্টে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে কে আলোচিত হলো কে হলোনা, কে কেমন, কে কি করছে বিষয়টিও টেনে আনা হয়েছে। এতে মূল আলোচনা বা উদ্যোগ বিষয়টি কি ব্যাহত হয়নি?
এমুহুর্তে কোন স্টিকি পোস্ট নেই, লাস্ট যেটা ছিল সেখানে একটা বিশেষ নিক খানিকটা ত্যানা পেচিয়েছে ব্লগের মালিকদের উদ্দেশ্য নিয়ে। সেটাকে বলতে গেলে কেউ পাত্তাই দেয়নি। আগেকার অনেকগুলো স্টিকি পোস্ট দেখিনি, কাজেই শিওর না।

১২। যারা এই পোস্টে কমেন্ট দিয়েছে তাদের কমেন্ট দেখে মনে হয়েছে সমাজের এই জটিল ও কুটিল সমস্যাটি(ধর্ষন) থেকেও তারা ব্লগের এই আলোচিত সমস্যা নিয়ে বেশী চিন্তিত। অথচ তারাই কি এই আড্ডাবাজী আলোচিত ব্লগে কমেন্ট করেন না?
১৩। কয়জন ধর্ষণ বিষয়টি নিয়ে কমেন্ট করেছেন আর কয়জন আলোচিত এবং মাল্টিবাজীর হালচাল নিয়ে আলোচনা করেছেন মূল বিষয়টি থেকেও কি তাদের সংখ্যাটি বেশি নয়?
১৪। পিটিশনে কয়জনের সিগনেচার আছে?

সবকয়টা কমেন্ট পড়িনি এই পোস্টের। কিসের পিটিশনের কথা বলছেন, সেটাও বুঝিনি।

১৫।যুগে যুগে সমাজ পরিবর্তিত হয়। যুগে যুগে সব কিছুই বদলায়। আগে কি সুন্দর দিন কাটাইতাম না বলে এখন কি করা উচিৎ এবং কি করবো সেটাই ভাবনার বিষয়। ভালো ভালো লেখা কমেন্টের অভাবে তলায় চলে যায় আর খারাপ লেখা আলোচিত পাতায় উঠে। নিজেকে প্রশ্ন করে দেখুন আপনিও কি সেই দলেরই অংশ নন?
আমি একমত। ব্লগের কোয়ালিটি পতনের জন্য আমার নিজের ভূমিকাও আমি অস্বীকার করব না, প্রায় চার বছর কোন পোস্ট দিতে পারিনি ব্লগে ব্যস্ততার জন্য। এমন না যে আমার একেকটা পোস্টে দুইটা করে কাদের মোল্লা ফাঁসিতে ঝুলেছে বা বাংলাদেশের বেকারত্ব সমস্যার সমাধান হয়ে গেছে। তবে হতাশাটা কয়েকজন একটু বেশিই মার্ক করে ফেলেছেন সমাধান খোঁজার জায়গায়। ২০১৩ তে যে বিশাল ফাঁকাটা হয়েছে ব্লগে, ফাঁকা জায়গাটা ভরাট করার জন্য খুব বেশি লোককে সচেষ্ট মনে হয়নি। আমি শুরু থেকেই ইরেগুলার, এই পারপাস আমাকে নতুন করে দোষ দিলেও খুব লাভ নেই; আমি এমনিতেই চিরদোষী এই পারপাস :((



আপাতত সর্বশেষ প্রশ্ন
কোন কোন ভালো লেখায় আপনি একা কমেন্ট করেছেন বা গুটিকয় মানুষই বা করেছেন অন্তত ৩টি প্রমান দেখান আর কোন কোন আড্ডাবাজী ফালতু পোস্টে আপনিসহ আরও সব মান সন্মত লেখকেরা পাঠকেরা শত শত কমেন্ট করেছেন আমি তার ১০ প্রমান দেখাতে পারবো।

প্রথমটার অসংখ্য উদাহরণ আমার করা কমেন্টগুলোতে পাওয়া যাবে, এভাবে ফোকাস করতে চাচ্ছিনা। সেকেন্ডটা সত্য। পুরাই লুঙ্গি খুইল্যা দিছেন ভাইডি :((


ধন্যবাদ :)

০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩

নীলসায়র বলেছেন: কালীদাসভাই মেজাজ বিলা আছে। কি সব টাইপ মানুষ আসে অবলীলায় মেয়েদেরকে নিয়ে আজে বাজে কমেন্ট করে। পোস্ট দিয়ে বসে থাকে। নিজেদেরকে বিদ্বান জাহির করতে খালি কলস বানজায় বইয়া বইয়া।

আপনার বিশাল কমেন্টটা পড়তেসি আগে আমার এই পোস্টে নজর বুলাইয়া আসেন।
http://www.somewhereinblog.net/blog/nilsayor/30221605

০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮

নীলসায়র বলেছেন: কালীদাসভাই। মন দিয়া আপনার খুঁটিনাটি বিশ্লেষন পড়লাম। এমন আরও দুএকজন নিরপেক্ষ বিচারক বা বুদ্ধি বোধ সম্পন্ন ব্লগারেরা থাকলে ব্লগ আজ আলোর মুখ দেখতো তানা অধিকাংশ সময় হিংসা বিদ্বেষ ওর পোস্টে কমেন্ট কেনো আমার পোস্টে নাই নিয়া আসে। আবার নারীদের পোস্টে কেনো পুরুষেরা কেনো হেয়। আরে বাবা কয়টা নারী আর কয়টা পুরুষ? হামা ভাই, জি এস ভাই আলী ভাই তাইলে কি নারী? তাদের পোস্টে কমেন্ট আসে কই থাইকা? তোদের আসে না তোদের নিজের দোষেই সেই জ্ঞান যে কবে হবে আল্লাহ মালুম।

৪৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২

কালীদাস বলেছেন: ঐ ব্লগার যে কমপ্ল্যান করেছে সেটা গতকালকে একজন নারী ব্লগারের পোস্টের সাপেক্ষে করেছে। ঐ পোস্টে আমিও কমেন্ট করেছিলাম, ঐ নিকের অভিযোগ গায়ে মাখলে আমিও নারী ব্লগার দেখে লুল ফেলেছি :P কিন্তু আমি নিজেও কনস্ট্রাক্টিভ একটা কমেন্ট করেছি ঐ পোস্টে আমার এক্সপেক্টেশন নিয়ে। এই অভিযোগ সিরিয়াসলি নিলে, আমার নিজের জেন্ডার নিয়েও তো ডাউট লাগবে খানিকটা;)

কাজেই কুল ডাউন ম্যান :) এরকম পোস্ট/নিক কোনটাই বেশিক্ষণ টেকে না, তাছাড়া সবাই এরকম মাইন্ডেড না ব্লগে।

যাই বলেন, আপনার পোস্টের বেশ কিছু জিনিষের মহড়া হয়ে গেল ব্লগে =p~

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

নীলসায়র বলেছেন: যেই পোস্টেই কমেন্ট করেন না কেনো ভাই এই ধরনের অশালীন উদাহরন আর এই ধরণের পোস্ট সমর্থনযোগ্য নয়। এইসব ব্যাপারে মডারেটরের সদা জাগ্রত দৃষ্টি প্রয়োজন। যা এখানে নেই।

হ্যাঁ আমিও জানি এই ধরনের নিক বা পোস্ট দুদিনের লম্ফঝম্পের ছাগলছানা। আর এই ধরনের মাইন্ডের লোকও সমাজে কম নাই।

যাইহোক আপনি কি এই পোস্টের মহড়ার কথা বলছেন?

এই পোস্ট যখন লিখি তখন ব্লগ রসাতলে গেলো, মানহীন লেখা, মান সম্পন্ন লেখা, ম্যানিপুলেটেড আলোচিত পাতা, আড্ডাবাজী এসব নিয়ে হঠাৎ এক দল ব্লগের বিবেক গোষ্ঠি তৎপর হয়ে উঠেছিলো। তারই প্রেক্ষিতে এই রচনা। আর একখানি স্টিকি পোস্টে এসবের সাথে সাথে পিটিশান সাইনিং এর ব্যাপার ছিলো।

সে বহুদিন আগের কথা। এই ধরনের পোস্টই টিকে না ভেসে যায় সাগরের জলে আর মুরগি টাইপ পোস্টের কথা কি বলবো?


দুদিনের মুরগি নিজেরে কয় কক কক হেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.