![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুদিন পর সামুতে লগ কইরা এই পোস্ট পইড়া মাথায় একখান
প্রশ্ন আসলো।
একখান পোস্টে গেলাম। সেই পোস্টে
"সত্যিই যদি ব্লগে লেখার মান বাড়াতে চান, বেনামি মানুষের কমেন্টটা ফলো করতে পারেন। সবচেয়ে উদ্ভট লেখা, সবচেয়ে আজব কমেন্টার, মাত্রাতিরিক্ত কবিতা লেখক (ন্যাচারাল কবিদেরও একটা লিমিট আছে, সাদা জায়গা দেখলেই কবিতা লিখে ফেলে এই টাইপের লোকজনের কথা বলছি), ধর্মীয় লেখার নামে পীরের তরিকা লেখক; এদের মনোনীত করে পুরষ্কার দিলে ব্লগের সাধারণ পাঠকদের মনোভাব আরও ভাল আসবে এবং লেখার মান কোন লেভেলে থাকা উচিত পাবলিক আইডিয়া পাবে।"
এই কমেন্ট থেইকাই আইডিয়াটা আসলো। সত্যই মান মান না কইরা অ-মান বা মানহীনগুলান কি হেইডাই আগে জানতে হইবে।
এখন এট্টু চিন্তা কইরা বইলা ফালান - আপনার পড়া বা আপনার মতে সেরা বা
সবচেয়ে উদ্ভট লেখা - ?
সেরা আজব কমেন্টার- ?
উদ্ভট ও বাজে কবিতা - ?
উদ্ভট কবি- ?
উদ্ভট গল্পকার-? ( আরও ক্রাইটেরিয়া যোগ হইতে পারে বা আপনাদের উপদেশে বাড়ানো যাইতে পারে)
এই পোস্টে কেচাল চলিবে না।
মূল্যবান মতামত দানকারী পাঠক ও লেখকগণের নাম দর্শাইয়া খেপিয়া ওঠা নিষেধ।
উদ্ভট লেখা হিসাবে এই পোস্ট উদাহরণের উর্ধে
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৯
নীলসায়র বলেছেন: ঠিক আছে। মুরগির কথাটা মুছে দিচ্ছি পোস্ট থেকে।
আগে ডিলিট মাইরা আসি তারপর আপনার জবাব দিতেছি।
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৫
নীলসায়র বলেছেন: কালীদাসভাই সালাম। আপনার অনুরোধ রক্ষার্থে সালাম দিতে ভুইলা গেছিলাম। আপনারে দেইখা যার পরনাই খুশি হইসি। না আপনারে বাঁশ খাওয়ানের ইচ্ছা নাই আমার । কিন্তু আপনি কি আমাদের মানে সিলটিদের বাঁশের তরকারী খাইসেন? খাইলে সেই বাঁশ বার বার খাইতে চাইতেন।
আমি বর্তমানের বলতে পারেন গত দুই বছরের ব্লগের হালচাল, লেখালেখি করা লোকজনের থেকেই জানতে চাইতেছি। কেউ চাইলে আদিকাল টু বর্তমান আনতে পারেন। কুনো সমিস্যা নাইক্কা।
২| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:২২
সৈয়দ তাজুল বলেছেন:
সর্বসাকুল্য অমতে আমি আপনার নাম উল্লেখ করিলাম!....
আপনার নামটা যেন কী?
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৫
নীলসায়র বলেছেন:
ভালো কথা মনে করাইসেন পোস্টের সাথে আমার নামও উদাহরণের উর্ধে থাকবে। লিখতে ভুইল্লা গেছিলাম।
৩| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৩
সৈয়দ তাজুল বলেছেন:
আশাকরি আপনি না খেপিয়া উত্তর প্রদানে বাধ্য হইবেন
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৬
নীলসায়র বলেছেন: না না খেপার কি আছে। আপনাদের খেপাইতেও এই পোস্ট লিখি নাই। ইহা একখান নিরীহ গোবেচারা উৎসাহী পোস্ট।
৪| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৮
কালীদাস বলেছেন: সালাম সিলেটিদের বাঁশের তরকারি খাইনি, ভিয়েতনামিজ এক দোস্ত একবার রেঁধে খাইয়েছিল। এমনে স্বাদ ছাড়া, মশলা দিয়ে চেন্জ করে।
গত দুইবছরে আমি প্রবল ইরেগুলার, ভাল আপডেট ইনস্ট্যান্টলি দিতে পারব না। খুব একটা নিরপেক্ষও থাকতে পারবনা, কারণ কবিদের বেশ কয়েকজনের মান নিয়ে সরাসরি সমালোচনা করলেও এদের অনেকের ছিমছাম স্বভাবের ব্লগিং আমার খারাপ লাগেনা; আমার সাথে রিলেশনও মুটামুটি ভালই বেশ কয়েকজনের।
মাত্রাতিরিক্ত কবিতা লেখতেন এরকম একজন ছিলেন ২০১২~১৪ এর দিকে, শফিক আফতাব নামে। প্রতিদিন অন্তত ৬/৭টা কবিতা থাকত ব্লগে। তাতেও হয়নি, আরও কয়েকটা মাল্টি খুলেছিলেন গেন্দু মিয়া, অনুপম অনুসঙ্গ আর আমি শফিক বলছি নামে। এখন আর নেই। ওনাকে আমার ইন্টারেস্টিং লাগত।
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৯
নীলসায়র বলেছেন: শফিক আফতাব (মনে পড়তেছে)
গেন্দু মিয়া, অনুপম অনুসঙ্গ আর আমি শফিক বলছি ( উনাকে অনেকে বিরক্তিকর ভাবতেন। এই সকল নিকগুলানরেও। তবে আপ ভালো তো জগৎ ভালো। নিজে উনি মনের আনন্দেই লিখতেন পরে পাঠকদের যন্ত্রনায় হতাশ হলেন নাকি জানা নেই। কত অজানারে...)
৫| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৩
কাউয়ার জাত বলেছেন: এই পোস্টের লেখকের ফাঁসী চাই।
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪০
নীলসায়র বলেছেন: কাউয়াভাই আমি কি করছি? আমার মাথায় কি প্রশ্ন আসতে পারে না?
আপনেভাই কেচালবাজ। বহু পোস্টে কেচাল করেন। কেচালবাজের তালিকায় কি আপনার নামটা রাখতে পারি ? অনুমতী চাইতেছি।
৬| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৬
কালীদাস বলেছেন: ২০১০-১১ এর দিকে এক ব্লগারের অদ্ভুত কিছু পোস্ট ছিল; ইয়াজিদ সিকান্দার নাম। নিকটা কি কারও সার্কাস্টিক নিক ছিল কিনা সেটাও ভাবতাম। জ্বীন এন্টিম্যাটার, জ্বীনের সাথে সাক্ষাত, এরকম অদ্ভুত সব টপিক। এখন নেই। হাবিব মহাজন নামে এক ভদ্রলোকের একটা এপিক পোস্ট ছিল "অতিরিক্ত যৌনাকাঙ্খাই অসহ্য মাথাব্যাথার কারণ", এখন খুঁজে পাচ্ছি না।
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪১
নীলসায়র বলেছেন: হ ইয়াজিদ সিকান্দাররেও চিনবার পারছি। ভূতপ্রেত ব্লগ। আপনার মেমোরীর প্রশংসা করতে হয়।
৭| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪১
কালীদাস বলেছেন: স্যরি, এই যে জ্বীনের অস্তিত্বের বৈজ্ঞানিক প্রমাণের লিংক Click This Link
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪২
নীলসায়র বলেছেন: ওরে তারে খেপাইলে আবার এই পোস্টে জ্বীন চালান দেয় কিনা .....
৮| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫০
মোস্তফা সোহেল বলেছেন: কি মন্তব্য করিব বুঝিতে পারিতেছিনা
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৮
নীলসায়র বলেছেন: কেন ভাই?
একটু চিন্তা কইরা মন্তব্য দিয়া দেন।
৯| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫১
কালীদাস বলেছেন: একটু কাঠকোট্টা হই এবার: গত মাস পর্যন্ত রাজীব নূরের লেখা অনেক গল্প এবং অনেক লেখাই উদ্ভট ক্যাটাগরিতে পড়বে কেবলমাত্র অপ্রাসঙ্গিক পারসোনাল ছবি শেয়ারের জন্য।
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩১
নীলসায়র বলেছেন: হা হা কথা সত্য।
অপ্রাসঙ্গিক শিরোনাম ও ছবি সংযোজনে তার জুড়ি মেলা ভার। অধিকাংশ ব্লগ কনটেন্টও উদ্ভট।
১। রাজীব নূর
২। শফিফ আফতাব
৩। ইয়াজিদ সিকান্দার
অন্যান্য ব্লগারদের মতামতে মনে হইতেছে সকলে কেচালের ভয়ে দূরে আছেন। কিন্তু উদ্ভট লেখা বিষয়েও তো তাদের অবগতি প্রয়োজন।
১০| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৪
কালীদাস বলেছেন: ২০১২ এর দিকের দুইটা ইন্টারেস্টিং নিকের কথা মনে হল। একজন কোন এক দরবার শরীফের এড বিলাত, এমনকি অন্য হুজুরের কথা শুনলেও চেতে বোম হত
সেকেন্ডজন পুরাই একটা পিস ছিল। ধারণা করা হত সে হোমো; এ কারো পোস্টে ভাইয়া ডেকে কমেন্ট করলে লোকজন চরম বিব্রত বোধ করত
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৪
নীলসায়র বলেছেন: বাহ রে আপনি তো আসলেই জানেন অনেক ব্লগারদের সম্পর্কে। জানতে এলাম, বোকা ছেলে দারুন।
আপনার ভাইয়া ব্লগাররে দেইখা আমি হাসবো না কাঁদবো ভাবতেছি।
১১| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩০
দিবা রুমি বলেছেন:
কাকে ছেড়ে কাকে বলি
কাকে ধরি কাকে ছাড়ি
তাই মন্তব্য করলাম না!
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৫
নীলসায়র বলেছেন: ওকে
১২| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪২
কালীদাস বলেছেন: রেডিও তেহরানের নিউজ বিলানো এক ব্লগার আছে, নিকটা মনে আসছে না এখন। ইরানের নামে ইনি আজেবাজে কিছু শুনলে খবর আছে। এনার পোস্ট অদ্ভুত বলা উচিত না, অনেক লিংক বিলানো ব্লগারের মতই, যাস্ট বিহেভ খানিকটা অদ্ভুত লাগে।
অফ গেলাম আপাতত। দেখি আর কি কমেন্ট পড়ে।
হিপোক্রেট মনে হচ্ছে নিজেকে। এক অর্থে আমি নিজে সবচেয়ে উদ্ভট ব্লগার এখনকার টাইমলাইনে। আমার পোস্টের টপিকে এই মুহুর্তে আগ্রহী পাঠক খুবই কম; প্রচলিত ধারার থেকে ব্যতিক্রমি অস্বাভাবিকতাকে উদ্ভট ধরলে আমার নিজের প্রায় সব পোস্টই উদ্ভট
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৫
নীলসায়র বলেছেন: কালীদাসভাই। অনেকেই কেচাল মনে কইরা এমন কিছু জিনিস এড়াইয়া যান যে পরিষ্কার ধারণার অভাবে নিজেরাও ভুলে পথে গড়াগড়ি খায়। প্রচলিত ধারার বাইরে কিছু উদ্ভট ব্যাপার আছে বটে তবে এই উদ্ভটের সাথে কিছুটা বিরক্তি বা ফানি জিনিসও জড়াইয়া আছে তা আমাদের জানা উচিৎ।
আপনার অংশগ্রহন সাদরে গ্রহন করা হইলো। আরেকবার ধন্যবাদ। আর অন্যান্যদের কাছ থেইকা আপনার মত সাহসী উদ্যোগ আশা করাটা বোকামী মনে হইতেছে।
১৩| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৯
শাহরিয়ার কবীর বলেছেন: সারাদিন দড়ি দিয়ে সারা মহল্লা ঘুরানোর পরেও বুঝলাম না... কাকে অপমান করলেন !
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৭
নীলসায়র বলেছেন: এই তো সমস্যাটা। অপমান মান নিয়া পইড়া থাকলে কিছু হবে না বাহে। বরং সত্য যত তিতা হোক জানাটাই মঙ্গল। মান অপমান বাদ দিয়া লেখার মান মান না কইরা মানহীন কোনগুলা এইডা বুঝলেও কিছুটা উপকার হয় আমাদের।
১৪| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৭
শাহরিয়ার কবীর বলেছেন: সমালোচনা নয় বরং কারো ভুল ধরে দিয়ে বড় মনে পরিচয় দেওয়ার পক্ষের লোক আমি । সবসময় পভেটিভ চিন্তা করি। যদি কখনো মানহীন লেখা খুজে বাহির করার প্রতিযোগিতা ব্লগে দেন; তবে আমার নামটা যেন আগে থাকে ! কারণ আমার লেখা সবসময় মানহীন হয় ,কে কেউ বিশ্বাস করুক আর না করুন আমি করি। কারণ সাহিত্যর “স ” জানি না...জীবনে দু-এক কলম যা লেখা পড়া যাই করেছি !! তার নাম শুনলে মানুষ ভয় খাইবে, তবে সাহিত্য প্রতি ভালবাসা থেকেই একটু ব্লগে লেখালেখি করি।
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১১:২২
নীলসায়র বলেছেন: আপনার কমেন্টখানা বিশেষত আপনার নামখানা মাথায় রাখবো।
সাহিত্যের স বুঝে কেউ সাহিত্য রচনার নিমিত্তেই কেবলি ব্লগে লিখে না বরং লিখতে লিখতেই শিখে যায় অনেকখানি। তবে ব্লগ শুধু সাহিত্য শেখার জায়গা না। এখানে বহুমুখী লেখা আসবে। ব্যাক্তিগত ডায়েরী ছেড়ে ব্লগকে ডায়েরী বানানো যেতে পারে সবই সত্য।
তবুও মান অপমান মানহীন মানওয়ালে এইসব টার্মগুলা ব্লগের লেখার সাথে জড়িয়ে গেছে। কারণ যা খুশি তাই লেখার পাতা আমাদের এই ব্লগ পাতা যতই বলি না কেনো এটা পাবলিক প্লেস। মানুষকে যখন পড়াতেই দিচ্ছি সমালোচনাও শুনতে হবে। মান অপমান বা মানহীন মানওয়ালে কথাগুলিও শুনতে হবে ও মাথায় রাখতে হবে আর তার কারণেই জানা প্রয়োজন উদ্ভট বা ব্যাক্তিবর্গ দ্বারা অসমাদৃত বা বিতর্কিত লেখাগুলি কি? যদিও চক্ষুলজ্জায় বা বিতর্কের ভয়ে অনেকেই চুপ থাকে এবং এর খোলাখুলি আলোচনা প্রায় বিবর্জিত।
১৫| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫০
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা... কাউকে উপদেশ দেওয়া সহজ কিন্তু নিজে তা পালন করা কঠিন।। আপনার ব্লগ তার জ্বলন্ত প্রমাণ, আপনার অন্যর সমালোচনা বাদে তো আর কিছু লিখেনি, সমালোচনা নয় বরং কিছু লেখেন আমরা পড়ি।। কারো ভুল হলে সে পোষ্টে গিয়ে তথ্যসহ ভুল ধরিয়ে দিন সে বেচারার উপকার হবে,ভুল থেকে ভাল কিছু শিখতে পারবে।। ধুরুন, অন্যর গীবতককারী কখনো ভালো লোক হতে পারে না ; আপনি এখন যতই চেতনার মলম লাগান না কেন।।।
আমার কথায় মন খারাপ না করার অনুরোধ রইল।
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৯
নীলসায়র বলেছেন: আমি লিখছি। আপনি পড়েন নাই সে আমার দোষ না। অবশ্য এখন সেসব ড্রাফ্টে নিসি।
এছাড়াও আমার নিকের দিকে তাকায়া দেখেন। ইহা একখানা মালটি টাইপ নিক। এই মালটি টাইপ নিক থেইকা সমালোচনায় ভালো, তাই নয় কি? আপনার মালটিগুলা থেইকা আপনি কি কবিতা লিখেন?
১৬| ০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৫
চাঁদগাজী বলেছেন:
ব্লগারেরা হচ্ছেন সমাজের সবচেয়ে চিন্তাশীল লেখক, যাঁরা নিজেদের ভাবনা চিন্তাকে দক্ষতার সাথে রিয়েলটাইম পাঠকদের কাছে তুলে ধরছেন; পাঠকের সাথে আলোচনায় অংশ নিচ্ছেন, নিজকে রিফাইন করছেন, এবং ক্রমাগতভাবে ভালো করার চেষ্টা করে যাচ্ছেন। ফেসবুক টাইপের লেখক এখানে এলে, উনাকে তাল মিলিয়ে ব্লগার হতে হবে, না হয়,
১৭| ০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৭
চাঁদগাজী বলেছেন:
ফেসবুক টাইপের লেখক এখানে এলে, উনাকে তাল মিলিয়ে ব্লগার হতে হবে; না হয়, উনাকে ফেসবুকে ফেরত যেতে হবে।
০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৫
নীলসায়র বলেছেন: এটা কি হইলো গাজীভাই?
উত্তর ক্লিয়ার হইলো না মানে আমার টপিকের বাইরে গেলো না ?
১৮| ০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৭
কালীদাস বলেছেন: এইরে, আপনারা দুইজনই সিরিয়াস হয়ে যাচ্ছেন, পারসোনাল গ্যান্জামে চলে যাচ্ছেন। কুল ম্যান, কুল
শাহরিয়ার কবীরের লাস্ট মন্তব্যটা কিন্তু পুরাপুরি ভুল না নীলসায়র; আপনার এই নিকে অন্য টপিকেও লেখা উচিত। এবং শাহরিয়ার কবীর মাল্টি নিক ইউজার না, অন্তত আমার কাছে ওনাকে কখনই ওরকম মনে হয়নি।
শাহরিয়ার কবীরের আরেকটা কথা সত্য, সমালোচনা পারফেক্ট হবে যদি ভুল ধরিয়ে দেয়ার চেয়ে বেটার করা যায় কিভাবে সেটা মার্ক করে ক্রিটিসাইজ করা যায়। সমালোচনার নামে সরাসরি পারসোনাল এটাকে চলে যায় দুয়েকজন, যেটা ব্লগে ক্যাঁচাল লাগানোর জন্য সাফিশিয়েন্ট।
০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৪
নীলসায়র বলেছেন: আগে আপনার উত্তরটা দেই। আমি সিরিয়াস হই নাই। আমি তো বলছিই আমার এই নিক মালটি টাইপ আর মালটি টাইপ নিকে সমালোচনা লেখা উত্তম তরিকা। আর আগে কিছু লিখছিলাম ড্রাফটে নিসি কালীদাসভাই। আপনিও মনে হয় পড়ছিলেন।
যাইহোক আপনার কাছে মনে হয় যা তা মনে হতেই পারে আমার মনে হওয়াটা নিয়ে শাহরিয়ারভাইরে একখান প্রশ্ন করলাম আর কি। আশাকরি শাহরিয়ারভাই বুঝবেন। উনি উত্তম লোক।
শাহরিয়ার কবীরের আরেকটা কথা সত্য, সমালোচনা পারফেক্ট হবে যদি ভুল ধরিয়ে দেয়ার চেয়ে বেটার করা যায় কিভাবে সেটা মার্ক করে ক্রিটিসাইজ করা যায়। সমালোচনার নামে সরাসরি পারসোনাল এটাকে চলে যায় দুয়েকজন, যেটা ব্লগে ক্যাঁচাল লাগানোর জন্য সাফিশিয়েন্ট।
আমিও উনার সাথে একমত।
১৯| ০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৩
শাহরিয়ার কবীর বলেছেন: কালীদাস ভাই, ব্লগার নীলসায়র ভাইয়ের সাথে আমার পারসোনাল গ্যান্জামে যাওয়ার কোন ইচ্ছা নেই... বরং আমি তার একজন খুব ভাল শুভাকাঙ্ক্ষী। আমার বক্তব্য হল-- “যদি কারো ভুল ধরার জ্ঞান থাকে, তাহলে তার শিখানোর জ্ঞানও নিশ্চয় আছে”.....
ব্লগে দিন দিন ব্লগারের সংখ্যা কমে যাচ্ছে... এই কথা বিবেবচানা করে হলেও আর কারো সমালোচনা করা ঠিক নয় বরং যদি কারো ভুল হয়, তাহলে তার ভুল শুধরে দেওয়ার মন-মানসিকতা সবার রাখতে হবে,,, একদিন লেখতে লেখতে সেও ভাল লেখক হবে...। আর না হলে তাকে এড়িয়ে যেতে হবে।তবে হ্যাঁ অন্যায়ের বিপক্ষে ; সত্যের পক্ষে সবসময় কথা বলতে হবে! অন্যায়কে প্রশ্রয় দেওয়া ঠিক নয়
এই যেমন ধুরুন ... নাগরিক কবি ও বিলিয়ার রহমান দুজনে ব্লগে সমলোচনার মুখ পরে ব্লগ ছাড়া ঘোষণা দিয়েছেন। দুজনে সবার পরিচিত মুখ ছিল! নতুন হিসাবে তারা দুজনেই ব্লগে ভাল মানের লেখক ছিল.....!! আজ হয়তো তারা ব্লগ ছাড়ার ঘোষণা দিয়েছে কাল হয়তো অন্য কোন সহ ব্লগার দিবে....
যদি কারো সমলোচনা করে এমন ঘটনার জন্ম দেয়, তাহলে সমলোচানা করা উচিৎ না অনুচিৎ।এখন সকল ব্লগারেদের ভেবে দেখার অনুরোধ রইল।
(ব্যক্তিগত মতামত)
যে কোন কিছু সৃষ্টি করে, সে সবসময় তার সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সৃষ্টি করে। কার লেখা মানহীন বা এটা কোন কবিতা হল, এটা কোন গল্প হল, ... প্রতিটি মানুষের যার যার নিজস্বতা আছে আর যার যার স্বতন্ত্র চিন্তা করার ক্ষমতা এখানে গল্প, কবিতাগুলোর তার বহিঃপ্রকাশ মাত্র।এটা কোন ন্যায় বা অন্যায়ের মধ্যে পরে বলে মনে হয় না.......
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:০৬
নীলসায়র বলেছেন: “যদি কারো ভুল ধরার জ্ঞান থাকে, তাহলে তার শিখানোর জ্ঞানও নিশ্চয় আছে”.....
বক্তব্যে কিঞ্চিত লজ্জিত হইলাম। সত্য অন্যায় এসব বড় কথা না, ভুল ধরায় দিলেও কেউ শিখে যাবে তাও না। তবে বিরক্তিকর লেখাগুলো কিছুটা চিহ্নিত হলেও অন্যে সে সব দেখে জ্ঞানলাভে সুবিধা হতে পারে।
২০| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহজে কেউ নাম প্রস্তাব করবেনা।
তবে আমি একজনের ব্লগে দেখেছি নুডল নিয়ে কবিতা পোস্ট করেছে।
কবিতাতো হয়নি হয়েছে যা তা।
নাম ও লিংক মনে পড়ছেনা।
কলিদাস ভাই অনেকগুলো প্রস্তাব করলো। লিংকগুলো পড়েও দেখলাম।
পয়ে যাবেন আপনার কাংখিত সব।
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:০৭
নীলসায়র বলেছেন: তাই তো দেখতাছি। কেচালের ভয়ে সব দূরে।
২১| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
কালীদাস বলেছেন:
@ মোঃ মাইদুল সরকার : ঐ কাজটা সম্ভবত আমারই ছিল অনেক বছর আগে জনৈক কবি-বিদ্বেষির ব্লগে সস্তা কবিতার বিরু্দ্ধে দেয়া জ্বালাময়ী পোস্টে ধুমসে কোবতে লিখেছিলাম অনেকগুলো, তারমধ্যে একটা ছিল নুডুলস খাওয়া নিয়ে। এই পোস্টে। ওগুলো কবিতা ছিল না, ব্লগের ভাষায় কুবতে/কোবতে বলা হত এরকমের ব্যাঙ্গ করে লেখা জিনিষগুলোকে।
@লেখক: আজকে একটা দেখলাম
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:১৪
নীলসায়র বলেছেন: আপনেও কবিতা লিখছিলেন হে হে। আজকেরডাও পড়লাম। রসিক পোস্ট।
২২| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:৫২
মোঃ মঈনুদ্দিন বলেছেন: জনাব কালিদাস আর আপনি কি একই ব্যক্তির দুই নিক? হোক বা না হোক আপনারা আড্ডাটা বেশ জমিয়ে তুলেছেন। আপনার ক্রিয়েটিভ আইডিয়াটার জন্য ধন্যবাদ।
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:১৬
নীলসায়র বলেছেন: কালিদাস না কালীদাস কার কথা কন ভাই?
২৩| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৮
রাজীব নুর বলেছেন: প্রচন্ড মাথা ব্যথা করছে তাই মন্তব্য করলাম না। দুঃখিত।
ভালো থাকুন।
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:০১
নীলসায়র বলেছেন: হা হা রাজীব নূরভাই। সেরা মন্তব্য।
২৪| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৩
মোঃ মঈনুদ্দিন বলেছেন: দুঃখিত 'কালিদাস' নয় কালীদাস।
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:০২
নীলসায়র বলেছেন: তাইলে কালীদাসভাইরে জিগান।
২৫| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ভাই, দুঃখিত! আপনি ফেড আপ হয়েছেন মনে হচ্ছে। না, আমি এমনিই জিজ্ঞাসা করলাম। কালীদাস ভাইকে জিজ্ঞাসা করার আর দরকার নাই। আমি রিবাক করলাম আমার কমেন্ট।
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৫
নীলসায়র বলেছেন: না ফেড আপ হই নাই। ম্যুভি দেখতেছিলাম। ম্যুভি মানে টেলিফিল্ম রিং।
২৬| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৪
ঢাবিয়ান বলেছেন: আপনার সাথে একমত। একই ব্যক্তি ,মাল্টি নিকে মনে হচ্ছে।
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৬
নীলসায়র বলেছেন: হা হা কার সাথে একমত হইলেন ভাই? আমার সাথে নাকি মঊনুদ্দীন ভায়ের সাত্থে?
২৭| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইদানিংকালের একজন (যিনি আজকেও একটা পোস্ট প্রসব করেছেন) বিরক্তিকর ব্লগার হলেন, জিপসি রুদ্র। ইনি অন্ধভাবে ছাত্রলীগের দালালি করেন এবং এক সন্ত্রাসী নেতার পক্ষে দালালি করে পোস্ট দিয়েছেন একাধিকবার(আজকের পোস্ট দ্রষ্টব্য)। ইন মন্তব্যর জবাব দেন না। ইসলাম নিয়েও ইনার চুলকানি আছে...
এছাড়া কপি পেস্টার (আওয়ামী সমর্থক) আমিই মেঘদূত, তালপাখারসেপাইদের বলা যায় যারা নিজেরা কিছুই লিখেন না...
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২২
নীলসায়র বলেছেন: ওকে
২৮| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৭:০২
আমি মাধবীলতা বলেছেন: আমি খুবই অনিয়মিত ব্লগে । তবু অন্ধভাবে এবং হাস্যকর যুক্তি দিয়ে ভরপুর রাজনৈতিক দলের সমর্থনে দেয়া পোস্ট এবং পোস্টদাতা উভয়ই আমার কাছে বিরক্তিকর । এছাড়া কিছু পোস্ট দেখে মনে হয় পোস্টদাতা ব্লগ এবং ফেসবুকের পার্থক্য বুঝতে পারেননা । ব্লগ আর ফেসবুক অনেক দিক দিয়েই ভিন্ন ।
উপরে দেখলাম সিলেটি বাঁশের তরকারি নিয়ে কথা হচ্ছে সিলেটি বাঁশ জানিনা, তবে আমাদের চট্টগ্রামে পাহাড়ি কচি বাঁশের একটা স্পেশাল ডিশ আছে , ভীষণরকম সুস্বাদু
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
নীলসায়র বলেছেন: ঠিক কইসেন।
সিলটিরাও বাঁশ খায় মানে কঁচি বাঁশের তরকারী।
২৯| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৭
তারেক ফাহিম বলেছেন: নতুনদের সুযোগ দিতে হবে।
এ্মন পোষ্ট আসতে থাকলে আমার মত নতুনরা শুধু পাঠক হয়েই থাকবে।
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
নীলসায়র বলেছেন: তাও ঠিক।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:০০
কালীদাস বলেছেন: কমেন্ট করে প্রায়ই ক্যাঁচালে জড়িয়ে যাচ্ছি কয়েকদিন ধরে, সবচেয়ে বড় বাঁশটা শেষে কিনা আপনার কাছেই খেলাম
আল্লাহ সারাইছে তাও অন্তত নামটা বলেননি
আপাতত গ্যালারিতে বসার ইচ্ছা থাকল। একটা টাইমলাইন দেয়া যায় কতদিনের মধ্যে আপনি খুঁজছেন? নাকি ব্লগের আদিকাল থেকেই?
আর একটা ছোট পরামর্শ কিছু মনে করবেন না; আমি মুরগী নিকের কথাটা বাদ দিন লেখা থেকে। জিনিষটা পারসোনাল হয়ে যাচ্ছে আপনি এভাবে বলায়।