![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বাঙ্গালী জাতীয়তাবাদের যেমন সুখের দিন, তেমনি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করতে হয় ২৫ মার্চের সেই ভয়াবহ রাত কে। আজ আমরা স্বাধীন, কিন্তু কোথায় ছিল এ স্বাধীনতা? দীর্ঘ চব্বিশ বছর ধরে নির্যাতন,অবিচার আর নিস্পেষণে যখন বাঙ্গালী জাতি কোনঠাসা তখন একদল স্বাধীণতাকামী জনগন হুংকার দিয়ে ওঠে। রুখে দঁড়ায় পাক ঘাতকদের বিপক্ষে। বাংলাদেশ স্বাধীন হলো বটে কিন্তু সে প্রাপ্তি আজ মেঘে ঢাকা সূর্যের মতো, অনারম্বর উৎসবের মতো। আছে শুধু বাগারম্বর। জোড় আছে যার সীমানা তার। তাহলে স্বধীনতার স্বাদ কোথায়? এ কোমন স্বধীনতা যা দিতে পারেনা তনুদের জীবনের নিশ্চয়তা। পথ চলতে শত শত আহাজারি,কান্না থামাতে পারেনা যে স্বধীনতা, সে স্বাধীনতার মূ্ল্য কোথায়। এবারের স্বাধীনতা দিবসে প্রার্থনা সকলের মূল্যবোধ জাগ্রত হোক।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৬ রাত ১:৩১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সুন্দর ভাবে সাজিয়ে লিখেছেন বেশ ভাল হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।