![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাগরিকা!
রাত এখনো অনেক বাঁকি
শুধু শুধু কেন জেগে আছো একা?
বৃথায় প্রহর গুনছো অাঁধার ঘরে একাকী।
যার আশায় পথ চেয়ে তুমি বসে আছো নিরালায়
যার কন্ঠে পরাবে বলে মালা গেঁথেছো
তার সে তরি আর ফিরবে না কুলে।
অচিন দেশে পারি জমিয়েছে সে।।
চোখের জলে সাগর করে কী আর হবে?
ইচ্ছা করে তো কেউ সেখানে যায়না !
কেউ তো চায়না তার প্রিয়াকে -
চোখের জলে ভাসাতে।।
২| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৮
মেহেদী রবিন বলেছেন: সুন্দর কবিতা
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৬ রাত ২:১৮
কবীর বলেছেন: সুন্দর হয়েছে