নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয়প্রকাশ নিমপল

জয়প্রকাশ নিমপল › বিস্তারিত পোস্টঃ

"কৈশোর"

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১১

সোনা ফলা শ্যামল শস্য ক্ষেত, ঘন সবুজ বন
বন মুকুলের ঘ্রাণ-
কৃষকের রােদে পােড়া অম্লান -
হাসি মাখা মুখ যখন হিয়ায় জাগে
আনন্দে বিভোর আমি, ভাবি তারই কথা।
যখন তাকে নিয়ে মাতামাতি, ছুটোছুটি -
যৌবন আসতে তখনও কিছু বাঁকি।
জলের ধারে পাখপাখালির কাকলী
আর গাঁয়ের কৃষকের রাখালী-
স্কুল ফাঁকি অথবা ছুটি
তখনও সে দিয়েছে সঙ্গ।
ছুটে চলেছি তারই সাথে যেন মুক্ত বিহঙ্গ।
বাবার পিটুনি, মায়ের বকুনি অগ্রাহ্য করে
অবহেলায়, অবচেতন মনে-
রেখেছি তারে অতি সঙ্গোপনে , হৃদ পদ্মাসনে।
কখন ছেড়েছে আমারে বুঝতে পারিনি
একটু সময়ের জন্যও বুঝতে দেয়নি।
অনেক চেয়েছি পায়নি ফিরে
নি:শব্দে চলে গেল দূরে না ফেরার দেশে-
নিষ্ঠুর কৈশোর!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২২

নীল মনি বলেছেন: স্মৃতিকাতর কৈশোর হাতছানি দেয় বারেবারে। ভালো হয়েছে।
তবে ঘন নাকি ঘণ? আমি জানি ঘন।

২| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৯

কাওসার চৌধুরী বলেছেন:


ভাল লেগেছে।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: শিরোনামের বানান টা এডিট করুন। 'কৈশোর' হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.