![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঝুম রাতে একাকী নিশি যাপন করছি আমি এক উদাস পথিক
কোথায় যাব কোন নিবাসে তার কোন দিশা নাই
নিরুদ্দেশের যাত্রী আমি।
অচেনা পথ-বন্ধুর প্রায়, তারপর অন্ধকার তমিস্রাচ্ছন্ন দিক দিকান্তর-
চারিদিকে শুধুই ধূধূ মাঠ দূর তেপান্তর-
মাঝেমাঝে হূতুমের ডাক-ঝিঁঝিঁ পোকার গান
গুঁগুঁ শব্দ করে চলেছে নিশাচরেরা-
ভয় পেলে চলবেনা, আমাকে চলতেই হবে
অরূনোদয় হতে আরো বেশ বাঁকী
তার আগেই আমাকে আবার চলবার প্রস্তুতি নিতে হবে।
সমস্ত অমানিশা দুমরে মুচরে দিয়ে যেতে হবে
পারিদিতে হবে দুর অজানার দেশে
যেখানে অন্যায় অবিচারের নিঠুর কষাঘাতে
জনজীবন বিপন্ন। ক্ষুধায় তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে কাঙালের।
অসহায়ের আর্তনাদের মাঝে মাঝে শোনা যায় ধনীদের আনন্দ উল্লাসের শব্দ।
পরিত্রান করতে হবে তাদের। যারা অসহায়, দীন,হীন-
দাঁড়াতে হবে তাদের পাশে।
আঁধারকে সরিয়ে আলোর পথের সন্ধান দিতে হবে তাদের-
দেখাতে হবে অবারিত মুক্তির পথ।।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৬
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০৯
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।