![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারিয়ে গিয়ে ছোট্টোবেলা ছোট্ট খেলার সাথী, একলা আমি দেশ বিদেশে পুরান সে ঘর খুঁজি। শলার হাতের, কাপড় পরা মায়ের দেয়া পতুল, টিন পিতলের মিথ্যে ঘরের খেলার সে সব দুপুর।
আজ আকাশের মন খারাপের আহবানের টানে,
ছুটছে মুকুল দদুল দোলায়, মৃদুল বাতাস ডাকে।
কোকিল তাহার কুহু কুহু কার লাগিয়া ডাকে,
কৃচ্ঞ বরণ সেই মেয়েটার মন লাগে না কাজে।
একুল ও কুল বইছে দেখো রূপোয় রাঙ্গা নদী
তীর হারিয়ে মাঝি-রে হায় পরাণ সে যায় পুড়ি।
©somewhere in net ltd.