নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিতে আমার পূজনীয় শিক্ষকবৃন্দ (স্মৃতিচারণ)

২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৭

আমার এক বন্ধুর শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন দেখে আমারও স্মৃতিচারণ করতে ইচ্ছে হল । সেই ইচ্ছে থেকেই লেখাঃ





আমার মাথা শ্রদ্ধায় নত হয়ে আসে এসব মানুষ গড়ার কারিগরদেরকে দেখলে, যারা শত সীমাবদ্ধতা সত্ত্বেও স্কুলের ছোট বাচ্চাদের মাঝে নিজেদের সবটুকু জ্ঞান বিলিয়ে দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেন না । প্রতিটি সফল মানুষের সাফল্যের পিছে এরকম কিছু নিবেদিতপ্রাণ গুরুজনের হাত থাকে । বাবা মায়ের পর যদি কেউ আমাদেরকে সবচেয়ে বেশী ভালবেসে থাকেন, আমাদের ভবিষ্যৎ নিয়ে ভেবে থাকেন, তাহলে তাঁরা আর কেউ নন, এই স্কুলের শিক্ষকেরাই । জ্ঞান দানের পাশাপাশি নীতিশিক্ষাটাও শিশুরা তাদের থেকেই পায় । আমি আজ যা-ই হয়েছি,তার পিছে বাবা-মার যতটুকু হাত,আমার স্কুল শিক্ষকদের ভূমিকা তার চেয়ে নিতান্ত কম নয় ।



আমার স্কুল ফরিদপুর জিলা স্কুলের মন্মথ গাইন স্যার, প্রীতিলতা ম্যাডাম,শচিন স্যার-দের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞ । সাথে সাথে কৃতজ্ঞ নটরডেম কলেজে আমাকে আমার জীবনের শ্রেষ্ঠ সময় উপহার দেয়া তিতাস স্যার, বিদ্যুৎ স্যার, মিজান স্যার, বিশ্বজিত স্যার, বিপ্লব স্যার-দের নিকট । জীবনে অনেক অনেক কিছু শিখেছি তাঁদের থেকে ।



মিজান স্যার এর ঝাড়িসহ ডাইলগগুলা মনে পড়ে, মনে পড়ে "ছিলাবাঁশ" এর কথা । তিতাস স্যার এর বাসায় ঘণ্টার পর ঘণ্টা বন্ধুর মতো স্যার এর সাথে আড্ডার ছলে পড়া, সাথে সজীব, শাহরিয়ার, ইয়াসির...



মনে পড়ে, স্কুলে থাকতে একদিন তনু স্যার কে বলেছিলাম, "স্যার , রোজ রোজ আমাকে দিয়ে বেত আনিয়ে আমার বন্ধুদেরকে মারেন, আমার খুব খারাপ লাগে স্যার ! আমি আর বেত আনতে যাবনা ।"



শুনে স্যার বলেছিলেন," তাহলে হাত পাত ,এতই যখন খারাপ লাগে, বন্ধুদের ব্যাথা ভাগ করে নে !!"



আর শচীন স্যার তো আদর করেই পিঠে ধুম-ধাম কিল বসিয়ে দিতেন । গুড়ুম করে একটা আওয়াজ হতো । ভাবতাম, আমিতো দুষ্টুমি করিনা, তবু ক্যান স্যার আমাকে মারে ?



আজ বুঝি সেই আদরের ভাষা । আজ চাইলেও যে আদর পাইনা । চাইলেও ফিরে যেতে পারিনা সেই সোনালি অতীতে । জানিনা তাঁরা কেমন আছেন । তাঁদের আশীর্বাদে জীবনে যদি সত্যিই কিছু হতে পারি, মনে করবো তাদের দেওয়া জ্ঞানকে কাজে লাগাতে পেরেছি ।



এঁদেরকে ভোলা উচিৎ না, ভোলা যায় না । আমরা যেন স্যারদেরকে তাঁদের প্রাপ্য সম্মানটুকু দেই । পথে ঘাটে দেখা হলে আমরা যেন না দেখি না দেখি করে চলে না যেয়ে তাঁদের সামনে এগিয়ে যাই, পায়ে হাত দিয়ে প্রণাম করি ।

মনে রাখতে হবে- স্যার এর পায়ে হাত দিয়ে প্রণাম করার মাঝে লজ্জার কিছু নেই, বরং সেটা গর্বের , সৌভাগ্যের ।



অন্তরের অন্তঃস্থল থেকে সকল স্যারদেরকে শ্রদ্ধা জানাই । নমস্তে গুরুজি...

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: ১ম ভালো লাগা জানালাম।আসলেই সেই দিন গুলো যদি আবার ফিরে পাওয়া যেতো।:(

২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ২:২৫

...নিপুণ কথন... বলেছেন: "আমি ফিরে পেতে চাই সেই বৃষ্টি ভেজা সুখ,
আমি ফিরে পেতে চাই সেই সুখের সমুদ্দুর ।।"
ধন্যবাদ চেয়ারম্যান সাহেব । :)

২| ২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৩

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ভালো লাগল

২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ২:২৫

...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ :)

৩| ২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:০০

নীল-দর্পণ বলেছেন: কিছু কিছু শিক্ষক আছেন যাদের নাম মনে হলেই শ্রদ্ধা চলে আসে....

২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ২:২৬

...নিপুণ কথন... বলেছেন: আসলেই ।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:২৪

পাকাচুল বলেছেন: ভালো লাগল

২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ২:২৮

...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.