নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

সেখানেই থাকুন, যেখানে আপনার কদর আছে

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২৪

জাফর ইকবাল স্যারকে আমার ভাললাগে অনেকগুলো কারণে । প্রথমত, তাঁর চিন্তা-চেতনা আমার ভালো লাগে, দৃষ্টিভঙ্গির মিল খুঁজে পাই । দ্বিতীয়ত, তিনি মুক্তবুদ্ধির চর্চা করেন, অসাধারণ করে লিখতে জানেন । তৃতীয়ত, আমি এখন যেই ডিপার্টমেন্টে মাস্টার্স করছি (PHYSICS, DU), একসময় তিনিও এখান থেকেই অনার্স করেছেন । তাঁর জন্য আমার সবসময়েই গর্ব হয় ।



তিনি এমন একজন মানুষ, যিনি চাইলেই উন্নত বিশ্বে থেকে উন্নত জীবনযাপন করে নিজে ভালো থাকতে পারতেন, বিজ্ঞান চর্চায় আরও সফল হতে পারতেন । কিন্তু তিনি তা না করে কি করলেন? দেশের ও দেশের মানুষের কথা ভেবে ফিরে এলেন দেশে, শুরু করলেন দেশ গড়ার কাজ । কিন্তু দেশ গড়া সহজ কাজ নয় । অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে যেতে হয় । তবু তিনি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেলেন । এই চলার পথে অনেক হুমকি-ধামকি এসেছে, তবে পাশে পেয়েছেন মুক্তচেতনার মানুষদেরকে । সবাই মিলেই তো দেশ গড়তে হয়! কিন্তু আজ, এক সামান্য পরিক্ষাপদ্ধতির কারণে তাঁর এতদিনের চেষ্টা বিফলে যেতে চলেছে । তিনি অভিমান করেছেন আপনজনদেরই ওপর । কারণ, তাঁদেরকে আজ তিনি অজানা কারণে পাশে পাচ্ছেন না!



আমি বুঝিনা, আমরা কেন বিশেষজ্ঞদের কাজ বিশেষজ্ঞদের ওপরেই ছেড়ে দেই না? আমজনতা কেন তাদের চেয়ে বেশী বুঝতে যাই? একজন জাফর ইকবাল তো আর এক দিনে তৈরি হন নি । জাফর ইকবাল নিজেই এক চেতনা । তাঁর মতামতে এতদিন যদি সুফল পেয়ে থাকি, কেন তবে আরেকটিবার তাঁর ওপর ভরসা রাখি না? দেখি না কি হয়!



কথায় আছে, যেখানে জ্ঞানীর কদর নেই, সেখানে জ্ঞানী তৈরি হয় না । আমি বলব না জাফর স্যারকে সাস্টেই থাকতে হবে । তিলে তিলে যাকে গড়েছেন, তাঁকে ছেড়ে যেতে তাঁর নিজেরই কষ্ট হচ্ছে আমরা জানি । বলে দিতে হবে কেন? তবু বলব-



স্যার, সেখানেই থাকুন, যেখানে আপনার কদর আছে । শুভকামনা নিরন্তর ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৪

মামুন নজরুল ইসলাম বলেছেন: ডঃ মুহম্মদ জাফর ইকবাল স্যার আমাদের গর্ব, আমাদের অহংকার। উনাকে শাবিপ্রবি'তে ফিরিয়ে আনার জন্য শাবিপ্রবি'র শিক্ষার্থীদেরকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.