| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
...নিপুণ কথন...
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
বিজয় দিবসটা তো বেশ ভালভাবেই কেটে গেল, একদম যেন মনের মতো! কী সুন্দর চোখে রঙ মেখে, কত কত স্বপ্ন মনের মধ্যে নিয়ে ঘুরে বেড়ালাম সারাটা দিন! যেন অনেক দিন এমনটি ঘুরি না... যেন, অনেকদিনের বন্দী দশা থেকে কাঙ্ক্ষিত মুক্তি মিলেছিল আজ । আমরা লাখো কণ্ঠ এক হয়ে গান গাইলাম- বিজয়ের গান । তারপর হাত উঁচু করে দৃপ্ত কণ্ঠে শপথ নিলাম মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ ভবিষ্যৎ গড়বার । সন্ধ্যায়, সেই ঐতিহাসিক রেসকোর্স ময়দান (বর্তমান সোহরাওয়ার্দি উদ্যান) এ দাঁড়িয়ে বাংলার আকাশে মুক্তিকামী মানুষ একটি লাল-সবুজের বিজয় দেখল, দেখল বর্ণিল আলোকছটায় ।
আজ খুব বলতে ইচ্ছে করে ঐ আকাশটা আমার । এই মাঠ আমার, ঐ রাজপথ আমার । আমি দেশের আর দশটা সাধারণ মানুষ নিয়ে স্বাধীনভাবে ঐ পথে কাল যেখানে খুশী যাব, যা খুশী করব । কিন্তু বাস্তবতা তো তা বলে না! চোখ থেকে ৪৩ বছর আগে অর্জিত বিজয়ের রঙ্গিন চশমাটা খুলে ফেললে, বাস্তবতা বলে ভিন্ন কথা । চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়- কাল থেকে দেশে আবার টানা অবরোধ । কাল থেকে দেশের দুই প্রধান দল পালটাপালটি অবস্থান নিচ্ছে রাজপথে । জানিনা কাল ভোরের সূর্যটা কি বার্তা নিয়ে আসবে । জানিনা স্বাধীন দেশে এমন অবরুদ্ধ হয়ে আর কতগুলো দিন কাটাতে হবে!
শুধু জানি, আজও সন্ধ্যায় যখন প্রথম আতশবাজির শব্দ কানে এসেছিল, শুধু আমি নই, ক্যাম্পাসের রাস্তার রিকশাওয়ালাটি পর্যন্ত ভেবে নিয়েছিল সেটি ককটেলের আওয়াজ! সেই ভীরের মাঝে সত্যিই যদি কক্টেল ফাটতো, তবে তার পরিণতি কতটা ভয়াবহ হতো? কেন স্বাধীন দেশে এমন আতংকের মাঝে বাঁচতে হবে আমাদেরকে? কেন সেই বীর মুক্তিযোদ্ধাকে সুদূর ফরিদপুর থেকে বহু কষ্টে ভেঙ্গে ভেঙ্গে ইতিহাসের অংশ হতে ঢাকায় এসে সাধ ভালোমতো না পুরিয়েই আবার সন্ধ্যার আগে ঢাকা ছাড়তে হবে পরের দিন নাশকতার ভয়ে?
আমরা সংঘর্ষ চাই না, শান্তি চাই । পরিবার-পরিজন নিয়ে সুখে ঘর বাধতে চাই, সীমিত সাধ্যের মাঝেও স্বপ্ন দেখতে চাই । আর, সময় ফুরিয়ে এলে, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই । আমাদের ধমনিতে লাখো শহীদের রক্ত । আমরা চাইলেই পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর একটি দেশ রেখে যেতে পারি । আসুন, বিজয় দিবসের রাতে সব বিভেদ ভুলে হানাহানির পথ ছেড়ে সবাই দেশ গড়ার শপথ নিই ।
©somewhere in net ltd.