|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ...নিপুণ কথন...
...নিপুণ কথন...
	সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
একটি পথশিশু, শুয়ে আছে ক্যাম্পাসের ফুটপাথে। পাশেই ওর মা ফুলের মালা তৈরি করতে ব্যস্ত। ছেলেটি রাস্তার পাশে হাজারো কোলাহলের মাঝেই দিব্যি ঘুম দিচ্ছে। মাথার নিচে বালিশের কাজ করছে নিজের ছোট্ট হাতটি। আমি তো টানা ৫ মিনিট হাতের ওপর মাথা রেখে শুতে গেলেই হাত ব্যাথা করে, ঝিরঝির করে। ও কিভাবে পারে?
এইসব না খেয়ে না পড়ে থাকা পথশিশুগুলি দিনে-রাতে আমাদের সামনে এসে যখন হাত পেতে দাঁড়ায়, কিংবা জামা-কাপড় ধরে টানাটানি করে, কারোরই নিশ্চয়ই ভালো লাগে না। ভালো লাগে না ওদের ফিরিয়ে দিতেও। কিন্তু, বাস্তবতা হল, এরাই একদিন খিদের জ্বালা সইতে না পেরে মাস্তান হয়, ছিনিতাইকারি হয়। এরাই একসময় সমাজের বোঝা থেকে শত্রু হয়ে দাঁড়ায়। এদের এই পরিণতির জন্য আমরা নিজেরাও দায়ী। আমরা ওদেরকে মানুষ করতে পারিনি।
আজ ৮ নং বাসে চড়ে মতিঝিল থেকে শাহবাগ ফিরছিলাম। পল্টন মোরে ৯ টার দিকেও কিছুটা ভিড়। বাস থেমে আছে। জানালার পাশে ফোনে কথা বলছিল একটা ছেলে। হঠাৎ বাইরে থেকে ওর মোবাইলটা হাতের থেকে খপ করে কেড়ে নিয়ে গেল একটা পিচ্চি ছেলে। গায়ে জামা নেই, ময়লা আর ময়লা। আমি দেখে ধমক দিলাম। বাস তখন চলতে শুরু করেছে। যার মোবাইল নিল, ঘটনার আকস্মিকতায় সে কিছুই বুঝে উঠতে না পেরে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। আমি বললাম, "বসে বসে দেখছেন কি? যান, নেমে দৌড়ান!" সম্বিৎ ফিরে পেয়ে সে নেমে দৌড়াল বটে, কিন্তু ততক্ষণে চোর বাবাজি পগাড় পার!
দেশটা আসলে কোনদিকে যাচ্ছে বলতে পারেন?
 ১২ টি
    	১২ টি    	 +১/-০
    	+১/-০২|  ২০ শে অক্টোবর, ২০১৪  সকাল ৭:৫৭
২০ শে অক্টোবর, ২০১৪  সকাল ৭:৫৭
অপূর্ণ রায়হান বলেছেন: আমরা সমাজের গায়ে ইট মারছি , আর সমাজ সেটা পাটকেল হিসেবে ফিরিয়ে দিচ্ছে ধনী গরীবে চোর সাধুতে ছোট বড়োতে । 
ভালো থাকবেন । 
  ১৬ ই নভেম্বর, ২০১৪  রাত ১:১১
১৬ ই নভেম্বর, ২০১৪  রাত ১:১১
...নিপুণ কথন... বলেছেন: নির্মম বাস্তবতা
৩|  ২০ শে অক্টোবর, ২০১৪  সকাল ১০:২৫
২০ শে অক্টোবর, ২০১৪  সকাল ১০:২৫
নির্বোধ পাঠক বলেছেন: বাস্তব কিছু কথা তুলে ধরেছেন কিন্তু এর সমাধান কি?
ব্যক্তি পর্যায়ে তো কিছুই হবার নয়। সমষ্টিক বা রাষ্ট্রীয় উদ্যোগ ছাড়া এ সমস্যার কোন সমাধান নেই। আপনার আমার লেখায় খুব সামান্যই সচেতনতা জাগবে, তবু এ চেষ্টা অব্যাহত থাকুক। ভাল লাগল।
ভাল থাকুন।
৪|  ২০ শে অক্টোবর, ২০১৪  দুপুর ১২:১২
২০ শে অক্টোবর, ২০১৪  দুপুর ১২:১২
 আমিনুর রহমান বলেছেন: 
এইসব নিয়ে কারো ভাবনা নেই, যাদের ভাবার কথা তারা নিজেদের আখের ঘুছাতে ব্যস্ত। 
৫|  ২০ শে অক্টোবর, ২০১৪  দুপুর ১:৪২
২০ শে অক্টোবর, ২০১৪  দুপুর ১:৪২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি একদিন কয়েকটা পথশিশুকে গামজাতীয় নেশা করতে দেখলাম তারমাঝে একটা শিশু নেশা করছে আর ঝিমাচ্ছে আর একটা শিশুর কোলে এক থেকে দেড় বছরের ছোট্টএকটা বাচ্চা। লক্ষনীয় বিষয় হলো যে শিশুটি নেশা করছে আর ঝিমাচ্ছে সে কোলের ঐ ছোট্ট বাচ্চার নাকের কাছেও গামজাতীয় নেশা পলিথিটি ধরছে।
পথশিশুদের নেশা করা দেখেই খুব কষ্ট হচ্ছিল অতঃপর ছোট্ট বাচ্চাটির কথা চিন্তা করে বুকের ভিতরটা কেমন যেন একটা মোচর দিয়ে উঠলো। পথশিশুদের কথা বাদই দিলাম কিন্তু ঐ ছোট্ট বাচ্চাটির কি হবে?  
  ১৬ ই নভেম্বর, ২০১৪  রাত ১:১০
১৬ ই নভেম্বর, ২০১৪  রাত ১:১০
...নিপুণ কথন... বলেছেন: শিক্ষার অভাব, যত্ন করার কেউ নেই।
৬|  ২০ শে অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৬:২৭
২০ শে অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৬:২৭
মামুন রশিদ বলেছেন: দুঃখজনক । ওদের সম্মানজনকভাবে বাঁচার ব্যবস্থা করতে না পারলে এগুলি চলতেই থাকবে ।
৭|  ২০ শে অক্টোবর, ২০১৪  রাত ৮:২৪
২০ শে অক্টোবর, ২০১৪  রাত ৮:২৪
কলমের কালি শেষ বলেছেন: কিছুই করার নেই । আমরা এইসবে অভ্যস্ত হয়ে গেছি ।  
 
৮|  ২০ শে অক্টোবর, ২০১৪  রাত ৮:২৫
২০ শে অক্টোবর, ২০১৪  রাত ৮:২৫
জাফরুল মবীন বলেছেন: খুব গুরুত্বপূর্ণ বিষয়ে পোস্ট দিয়েছেন।তবে সমাধানের জন্য আপনার ভাবনাগুলো তুলো ধরলে আলোচনা হয়ত আরও বিস্তৃত হতো।
ধন্যবাদ আপনাকে। 
৯|  ২১ শে অক্টোবর, ২০১৪  সকাল ৭:৪৭
২১ শে অক্টোবর, ২০১৪  সকাল ৭:৪৭
মন ময়ূরী বলেছেন: দুঃখজনক।সরকার ও এনজিওগুলোর সদয় দৃষ্টি দেওয়া উচিৎ।
১০|  ১৬ ই নভেম্বর, ২০১৪  রাত ১:১২
১৬ ই নভেম্বর, ২০১৪  রাত ১:১২
...নিপুণ কথন... বলেছেন: কে করবে বলুন তো? আমাদেরকেই কিছু একটা করতে হবে।
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০১৪  সকাল ৭:৪৮
২০ শে অক্টোবর, ২০১৪  সকাল ৭:৪৮
দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: ভাল পোস্ট।