|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ...নিপুণ কথন...
...নিপুণ কথন...
	সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
জোর করে আইন-কানুন মানানো যাবে না। একদিন-দুদিন জেল-জরিমানা করে শুধু শাস্তিই দেয়া হবে, শুধারানো হবে না, সুফল আসবে না। কাজেই, সুফল পেতে এমন কিছু করতে হবে যা জনগণ ভালোবেসে করবে, মেনে নেবে। রাস্তা পারাপারে ফুটওভারব্রিজ ব্যবহার করা ঝামেলার, কারণ সিঁড়ি বেয়ে এত ওপরে ওঠা কষ্টের কাজ, সবার পক্ষে সম্ভব হয়না। এটা বুঝতে হবে। তাছাড়া সব মোরে এগুলো নেই, থাকলেও মোর থেকে বেশ দূরে হেঁটে তবে উঠতে হয়। 
আমার মতে ঢাকা শহরের সব ফুটওভারব্রিজ ভেঙ্গে ফেলে ট্রাফিক সিগনাল ঠিকভাবে দেয়া হোক এবং যানবাহনকে বাধ্য করা হোক সেগুলো মানতে। জেব্রা ক্রসিং আঁকা আছে কেন, যদি সেখান দিয়ে যাত্রী পার হতে না পারে? নির্দিষ্ট সময় পরপর লাল বাতি জ্বলবে, গাড়ি সব থেমে যাবে, যাত্রী পার হবে। আবার একটু পর সবুজ বাতি জ্বলে উঠলে গাড়ি চলতে শুরু করবে। এই নিয়মটাই মানতে বাধ্য করুন। প্রয়োজনে জেল-জরিমানা করুন। কিন্তু গরিব পথচারির ঘারে এই বাড়তি জরিমানার বোঝা চাপাবেন না। 
ঢাকার ৪৪% রাস্তায় ফুটপাথ নাই। ব্যবস্থা করুন। থাকলেও অনেকটাই থাকে হকারের দখলে। ফুটপাথের মাঝে বটগাছ, টেলিফোনের সংযোগ বোর্ড, তার ছিঁড়ে পড়ে থাকা, মলমূত্রের উপস্থিতি দূর করুন। ভন্ড ভিখারি হটান। উদবাস্তুদের পুনর্বাসিত করুন। ক'জন আর দামী গাড়িতে চরে বলুন? সাধারণ জনগণকে তো ফুটপাথে হেঁটেই যেতে হয়। তাঁদের কথাটা ভাবুন!
 ১১ টি
    	১১ টি    	 +০/-০
    	+০/-০  ৩০ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৪৩
৩০ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৪৩
...নিপুণ কথন... বলেছেন: হুম। তবে আমাদেরকেও সতর্ক হয়ে আইন মেনে পথ চলতে হবে ।
২|  ২৭ শে নভেম্বর, ২০১৪  সকাল ৮:৩৪
২৭ শে নভেম্বর, ২০১৪  সকাল ৮:৩৪
ভুল্কিস বলেছেন: কয়দিন পরপর জাতীর কাঁপায়া জ্বর আসে!
৩|  ২৭ শে নভেম্বর, ২০১৪  সকাল ১০:৩৩
২৭ শে নভেম্বর, ২০১৪  সকাল ১০:৩৩
শাহ আজিজ বলেছেন: আইন মেনে চলা ভালো তবে এটা ঠিক যেখানে ফুটওভারব্রিজ দূরে সেখানে জেব্রা ক্রসিং দিয়ে পারাপারের ব্যাবস্থা ট্রাফিক করবে। সমস্যা হচ্ছে ট্রাফিক ঘুষ খায় যে গাড়ি থেকে তাকেই বলে থামতে, কত্তবড় সাহস !! তাই আপনাকে পার হতে হবে লাফিয়ে লাফিয়ে। ফুটপাত দখল, ফুটওভারব্রিজ বিশেষ করে ফার্ম গেটে বাজার বসে। আইন অমান্য কার্যক্রমে লাঠি নিয়ে জমায়েত হন এবং পিটিয়ে উঠিয়ে দিন এসব ব্যাবসায়িদের। তেমনি ফুটপাত অবমুক্ত করুন একই স্টাইলে। শুনুন মাইরের উপর ওষুধ নাই।
  ৩০ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৪৬
৩০ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৪৬
...নিপুণ কথন... বলেছেন: শিক্ষা বাড়লে সচেতনতা বাড়বে । তখন নিজেই নিজের ভুল বুঝতে পারা যাবে । মাইরের প্রয়োজন পড়বে না।
৪|  ২৭ শে নভেম্বর, ২০১৪  সকাল ১০:৪৩
২৭ শে নভেম্বর, ২০১৪  সকাল ১০:৪৩
বিডি আইডল বলেছেন: শুনেন ভ্রাতা..পৃথিবীর সবচেয়ে জনবহুল এবং গরীব এক দেশের নাগরিক আমরা...যেখানে দুর্নীতি হচ্ছে মানুষের ভালোভাবে বাচাঁর একমাত্র উপায়...সেখানে এইসব আশা করার মত বিলাসিতা মানায় না। বেচেঁ যে আছেন....এটাতেই সুখে থাকেন
  ৩০ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৪৪
৩০ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৪৪
...নিপুণ কথন... বলেছেন: হতাশার কথা হয়ে গেলো! অল্পতে তুষ্ট হওয়া ভালো লক্ষণ না!
৫|  ২৭ শে নভেম্বর, ২০১৪  সকাল ১০:৪৭
২৭ শে নভেম্বর, ২০১৪  সকাল ১০:৪৭
মোঃ মেজবাহুল হক বলেছেন: সম্ভবত পৃথিবীর আর কোন দেশের কোন শহরে এতগুলো ফুটওভার ব্রিজ নেই যত গুলো ঢাকায় আছে।   সবাই জেব্রা ক্রসিংই ইউজ করে, শুধু আমরা ছাড়া।
  সবাই জেব্রা ক্রসিংই ইউজ করে, শুধু আমরা ছাড়া। 
  ৩০ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৪৬
৩০ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৪৬
...নিপুণ কথন... বলেছেন: হয়তো
৬|  ২৭ শে নভেম্বর, ২০১৪  সকাল ১১:১৩
২৭ শে নভেম্বর, ২০১৪  সকাল ১১:১৩
জাহিদ বেস্ট  বলেছেন: চমৎকার যুক্তি। ভালো লাগলো। 
  ৩০ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৪৭
৩০ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৪৭
...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০১৪  সকাল ৭:০৮
২৭ শে নভেম্বর, ২০১৪  সকাল ৭:০৮
শাহ্রিয়ার বিপ্লব বলেছেন: ভাই, আমিও আপনার সাথে একমত। আমাদের উপর অত্যাচার (শাস্তি) বন্ধ করে ট্রাফিক আইন শক্ত করা উচিৎ।
এই সব আইন মানি না