নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

এবং আরও একটি রাজনৈতিক ভুল

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯

১) বিএনপি যেটা করলো, সেটা হল রাজনৈতিক দূরদর্শিতার অভাব। এবং আরো একটি বড় রাজনৈতিক ভুল। যার অ্যাডভান্টেজ পেলো সরকারি দল। বেগম জিয়া কিন্তু অশ্রুসিক্ত মন নিয়ে সব রাগ একপাশে রেখে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারতেন।এটাই উচিৎ ছিল। শত্রুও যখন ভালো উদ্দেশ্য নিয়ে ঘরের দুয়ারে এসে দাঁড়ায়, ভেতরে ডেকে বসতে দেয়া উচিৎ। বাঙ্গালী হিসেবে অতিথিপরায়নতার সুনাম আমাদের আছে। কিন্তু এ কী করলেন খালেদা জিয়া? রাগ পুষে রেখে স্বয়ং প্রধানমন্ত্রীকে গেট থেকে বিদায় দিলেন! বড্ড ভুল করলেন। পুত্র হারানোর পর থেকে জনগণের সহানুভূতি পাচ্ছিলেন সারাদিন, এখন মানুষ ছি: ছি: করবে। অথচ খুব সহজেই এই সুযোগ কাজে লাগিয়ে তিনি অনেক কিছু অর্জন করতে পারতেন। সংলাপের দারূণ একটা সুযোগ এসেছিল। আপনি হেলায় হারালেন। পুত্রশোকে অসুস্থ আপনি হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে দেখা করা যাবে না? ঘুমিয়ে থাকার সময় এখন?

আর ম্যাডাম নাহয় ঘুমিয়ে ছিলেন, কার্যালয়ের ভেতর আর কেউ কি ছিলেন না গেটটা খুলে দেয়ার মতো? প্রধানমন্ত্রী তো আজ কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসেননি! তাঁকে কি একটু বসতেও দেয়া যেত না?

২) গোটা দেশটাই যেন একটা শ্মশান। যখন-তখন যেখানে-সেখানে জ্যান্ত মানুষ পুড়িয়ে মারাটাই যেন এখনকার রীতি! এই শ্মশানে মানুষ পোড়াতে কাঠ-খড়ি লাগে না। মন্ত্রপাঠেরও প্রয়োজন নেই। লাগে শুধু এক বোতল পেট্রল, একটি সলতে আর একটি ম্যাচের কাঠি!

নিরীহ মানুষদেরকে রাস্তাঘাটে পুড়িয়ে মারার আন্দোলন বন্ধ করুন। শান্তিপূর্ণ উপায়েও আন্দোলন করা যায়। উভয় পক্ষই যদি নিজের দৃঢ় অবস্থান থেকে একটু করে সরে দাঁড়ান, তাহলে দেশের মানুষ শান্তিতে থাকবে। আপনারা রাজনীতি করেন তো এইসব সাধারণ মানুষের জন্যই, তাই নয় কি?

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২৯

শেখ মফিজ বলেছেন: একজন পাড় মাতাল
আর একজন অন্ধ সমর্থক
একই জিনিষ
দুজনই বাস্তব অনুধাবন করার ক্ষমতাহীন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.