|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ...নিপুণ কথন...
...নিপুণ কথন...
	সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
সেদিনের ঘটনা। মাকে ফরিদপুরে ডাক্তার দেখাবো বলে পরিচিত এক সার্জারির ডাক্তারের কাছে ফেসবুকে জানতে চাইলাম মেডিসিনের ডাক্তার কাকে দেখানো যায়। তিনি যার নাম বললেন, তাঁর নামটি ইংরেজিতে বেশ ক'বার লেখা হয়েছে মেসেঞ্জার অ্যাপে। তো, সেদিনই দেখি সেই মেডিসিনের ডাক্তারের ফেসবুক আইডি আমার বন্ধু সাজেশনে চলে এসেছে! তখন অবাক না হয়ে ৩-৪টা মিউচুয়াল ফ্রেন্ড দেখে ভেবেছিলাম, কাকতালীয় ব্যাপার মনে হয়। কিন্তু আজ কেন জানি বিষয়টা ফেসবুকের ইচ্ছাকৃত বলেই মনে হচ্ছে। খুব সম্ভবত ফেসবুক ঐ নামটি সার্চ দিয়ে আমার মিউচুয়াল ফ্রেন্ড ধরে তাঁকে খুঁজে এনে আমার সামনে দিয়েছে। 
মেসেঞ্জার অ্যাপে তো এখন আপনার মোবাইলের এসএমএসও দেখাতে ও দেখতে চায়। মোবাইলের কন্টাক্ট লিস্ট দেখে ফেসবুক আইডি খুঁজে দেয়ার ধারণাও পুরাতন হয়ে গেছে। অ্যামাজন বা গুগলে আপনি যে বিষয়ের ওপর খোঁজেন, দেখবেন আপনি যেই ওয়েবসাইটেই যান না কেন, সেখানে সেই বিষয়ের বিজ্ঞাপনই বেশি বেশি দেখায়। একে বলে 'গুগল অ্যাড সেন্স'। ফেসবুকে আপনি যে টপিকগুলো পছন্দ করেন, তার ওপর ভিত্তি করে আপনাকে নতুন চয়েজ দেয়া হয়। একটু খেয়াল করলেই দেখবেন। 
যদি আপনি শুধু মেয়ে আইডি পেলেই অ্যাড পাঠান, তবে আপনার ফ্রেন্ড সাজেশনে দেখবেন একের পর এক অজানা মেয়ের আইডি! আপনি জিমেইলে 'I have attached a file' লিখে কোনো ফাইল যুক্ত না করেই মেইল সেন্ড করতে গিয়ে দেখুন। দেখবেন, জিমেইল আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে, 'তুমি লিখেছো ফাইল অ্যাটাচ করেছো, কিন্তু করোনি, করবে এখনি?' তার মানে, গুগল আপনার লেখা প্রতিটি লাইন প্রতিটি শব্দ পড়ছে, আপনার কোনো প্রাইভেসি থাকছে না!
এভাবে, দিন দিন আমরা বন্দি হয়ে যাচ্ছি প্রযুক্তির কাছে। ইন্টারনেটের মাধ্যমে আমরা আমাদের পছন্দ-অপছন্দের লিস্ট তুলে দিচ্ছি উন্নত দেশের প্রযুক্তি জায়ান্টদের কাছে। এরপর এসব জায়ান্টরা কোনো গোপন চুক্তির মাধ্যমে 'Jason Bourne',  'I. T.' কিংবা 'Source Code' বা 'Eye in the sky' এর মতো ছবির স্টাইলে তা উন্নত বিশ্বের কোনো সিক্রেট ইনটেলিজেন্ট এজেন্সির হাতে তুলে দিচ্ছে কিনা তা কে জানে? 
সেয়েন্স ফিকশন ছবিগুলোই হয়তো একদিন সত্যি হবে। তখন হয়তো কোনো সুপার কম্পিউটার দুনিয়ার সব ক্ষমতা নিজের কব্জায় নিয়ে মানুষকেই তার গোলাম বানিয়ে ফেলবে! আর, মানুষের কল্পনাশক্তির প্রশংসা করতেই হয়; সেইসব সায়েন্স ফিকশন ছবির গল্পকারদের আশংকাই হয়তো সত্যি হতে চলেছে!
 ৭ টি
    	৭ টি    	 +১/-০
    	+১/-০২|  ২৫ শে মার্চ, ২০১৭  রাত ২:০৫
২৫ শে মার্চ, ২০১৭  রাত ২:০৫
মোহাম্মাদ শাওন বলেছেন: আজকে বাংলাদেশ প্রতিদিনে জাফর ইকবালের "অনলাইন জীবন" নামে একটা প্রবন্ধ পড়লাম। আমরা সত্যিখুব অসচেতন হয়ে পড়ছি। ভার্চয়াল মুখিতা কমাতে হবে
৩|  ২৫ শে মার্চ, ২০১৭  রাত ২:৫৭
২৫ শে মার্চ, ২০১৭  রাত ২:৫৭
সচেতনহ্যাপী বলেছেন: আপনার সার্চ এবং পছন্দের সাইট থেকেই ওরা যা জানার জেনে নেয়।। এখানে কিছুই করার নেই।।
৪|  ২৫ শে মার্চ, ২০১৭  রাত ৩:২৪
২৫ শে মার্চ, ২০১৭  রাত ৩:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: "person of interest" টিভি সিরিজে একটা পর্বের একটা সংলাপ ছিল - 
but these days, people know,
you can't fight the technology
৫|  ২৫ শে মার্চ, ২০১৭  সকাল ১০:১৮
২৫ শে মার্চ, ২০১৭  সকাল ১০:১৮
ইউনিয়ন বলেছেন: এ নিয়ে বাঙালিদের অহেতুক আতংক বা চিক্কুর বাক্কুর পাড়নের কিছু নাই। বাঙালিদের ব্যক্তিগত বিষয় নিয়ে তাদের মাথা ব্যাথা নেই। তারা যা করছে ব্যবসায়িক পলিসি এবং মানুষের ভাল্লাগা মানুষগুলোকে কাছে,আনার জন্য করছে। বিশ্বে তথ্য সন্ত্রাসের শিকার হন মূলত বাঘা বাঘা রাজনৈতিক ব্যক্তি, শিল্পপতি, তারকারা। কিন্তু আমাদের দেশে যারা এ শ্রেণির দাবী করে তাদের নিয়ে মানুষের আগ্রহ নেই। মানুষ ভালো করে জানে হাসিনা, খালেদা, সালমান এফ রহমান, ফালু, সাকা, কামরুল, মুজাহিদ এরা কোন ক্যাটাগরির।
 হাসিনা- খালেদার সত্যিকারের ফেসবুকে একাউন্ট আছে কিনা কে জানে!
  
ইন্টারনেট জেনে গেছে বাঙালিদের কিসে আগ্রহ? 
  
  
যখন থেকে বাঙালিরা প্লে স্টোরে পা রাখল তখন থেকে এ অবস্হা প্রকট!
৬|  ২৫ শে মার্চ, ২০১৭  সকাল ১০:৫৪
২৫ শে মার্চ, ২০১৭  সকাল ১০:৫৪
আল ইফরান বলেছেন: ইউনিয়ন বলেছেন, ইন্টারনেট জেনে গেছে বাঙালিদের কিসে আগ্রহ?
লুল   
  
৭|  ২৫ শে মার্চ, ২০১৭  সকাল ১১:০১
২৫ শে মার্চ, ২০১৭  সকাল ১১:০১
আল ইফরান বলেছেন: আবার প্লে-স্টোরের এই সব এপসের রেটিং ৪ এর ঘরে, কেউ আমারে স্মার্টফোন দিয়া পিডায়া মাইরা ফেলেন  
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০১৭  রাত ১:৫২
২৫ শে মার্চ, ২০১৭  রাত ১:৫২
চাঁদগাজী বলেছেন:
"এরপর এসব জায়ান্টরা কোনো গোপন চুক্তির মাধ্যমে 'Jason Bourne', 'I. T.' কিংবা 'Source Code' বা 'Eye in the sky' এর মতো ছবির স্টাইলে তা উন্নত বিশ্বের কোনো সিক্রেট ইনটেলিজেন্ট এজেন্সির হাতে তুলে দিচ্ছে কিনা তা কে জানে? "
- আমেরিকা বা বৃটেনের সিক্রেট ইনটেলিজেন্ট এজেন্সি যদি জানে কি হওয়ার সম্ভাবনা?