নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

এই কান্নাভেজা আকাশ আমার ভালোলাগে না...

২৪ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৯

ওরে বৃষ্টি! সারাদিন বৃষ্টি! এই বৃষ্টিই কারো জন্য আনন্দের, আবার কারো জন্য কষ্টের। কেউ বহুতল ভবনের বিলাসবহুল ফ্ল্যাটের বারান্দায় বসে বৃষ্টি দেখে, গ্রিলের ফাঁক দিয়ে হাত বের করে বৃষ্টির জল ছুঁয়ে কফি হাতে গান শোনে, আবার কেউ কবিতা লেখে। কেউ আবার আরেকটু রোম্যান্টিক হয়ে ছাদে গিয়ে লাফিয়ে লাফিয়ে বৃষ্টিতে ভেজে, তারপর ছবি তুলে ফেসবুকে দেয়। কারেন্ট গেলেও সমস্যা নাই এদের, আছে জেনারেটর। যাদের গাড়ি আছে, তারা জানালার কাঁচ তুলে দিয়ে বৃষ্টি দেখে, রাস্তার ফুটপাতে ভিজে জবুথবু পথশিশু কিংবা ভিখারিকে দেখে এদের সম্ভবত খুব একটা ভাবান্তর হয় না। এদের ক্ষোভ ঐ মেয়রের ওপর, কেন রাস্তায় পানি?
.
মধ্যবিত্তের রাগটা শুধু মেয়রের ওপর নয়। বাসে ঝুলে ঝুলে ভিজে নেয়ে উঠে অফিসে যাওয়া-আসার সময়, অফিসে পৌঁছতে লেট করে বসের বকা খাওয়ার সময়, বাসায় ফিরে বউয়ের সাথে ঝগড়ার সময় এবং অত:পর জ্বর বাধিয়ে বিছানায় পড়ে থাকার সময় এরা অদৃষ্টকেও অবশ্যই দোষ দেয়।
.
আর শহর বা গ্রামাঞ্চলের হতদরিদ্র মানুষটিই মনে হয় এমন বৃষ্টির সবচেয়ে বড় ভিক্টিম! জলাবদ্ধ রাস্তাঘাট বা কাঁদামাখা মেঠো পথ হেঁটে বাড়ি ফিরে যখন সে দেখে, ঘর পানিতে ভরে গেছে, আর বউ তার টিনের চালের ফুটো গলে বৃষ্টির পানিকে পাতিল বা বালতিবদ্ধ করতে ব্যস্ত, অন্ধকার ঘরে ছেলেটা মেয়েটা কাঁদছে, তখন কি তার ভালো লাগে নাকি লাগার কথা? চোখের জল আর বৃষ্টির জল এক হতে তখন আর সময় লাগে না।
.
আর রাস্তার ফুটপাতের মানুষগুলো? তাদের কথা আর ভাবতে চাই না। এমনিতেই মনটা বড্ড ভেজা ভিজে আছে আজ।
.
'এই কান্নাভেজা আকাশ আমার ভালো লাগে না..'

দেব দুলাল গুহ

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৮

ওমেরা বলেছেন: আমার ও ভাল লাগে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.