নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

অভিনন্দন হিজাব রিফ্রেশ!

০৮ ই জুন, ২০১৮ রাত ১০:৩০

আজ মেয়ে নই বলে, সানসিল্ক হিজাব রিফ্রেশ ব্যবহার করা থেকে বঞ্চিত হচ্ছি! এই দু:খ কোথায় রাখি? সুন্দর বিজ্ঞাপনটা দেখে আর ইস্তেমাল করার লোভ সামলাতে পারছি না।
.
আমিতো শুরুতে ভেবেছিলাম এটা মনে হয় হিজাব পরিষ্কার করার ডিটার্জেন্ট জাতীয় কিছু। পরে শুনি এটা চুলের শ্যাম্পু। দারুণ এক বিজ্ঞাপন বানাইছে। একেবারে অসাম সালা। চুলও দেখা যাবে না, আবার চুলে দেয়ার শ্যাম্পুর বিজ্ঞাপনও হয়ে যাবে! অনেকটা অন্তর্বাস কিংবা পাগলা মলম টাইপের খুজলির মলমের মতো আর কি! এর ফলে সুবিধা হলো দুটি। এক, অতি রক্ষণশীল ধার্মিকদের দিলে পৌঁছে যাওয়া (হিজাবকে গুরুত্ব দেওয়ার কারণে কোম্পানিকে তারা আপনা লোক ভেবে সব এই কোম্পানি থেকেই কিনবে)। দুই, চুল তো আর দেখা যাবে না, কাজেই চুল ঝলমল না করলেও চলবে! শুধু ময়লা পরিষ্কার হলেই হবে, অর্থাৎ একটু আতর মিশিয়ে সাধারণ কেমিক্যালেই হয়ে যাবে, খরচ কমবে। অথচ দাম বাড়বে। অনেকটা হালাল বলে বাজে কোয়ালিটির সাবান বিক্রি করার মতো করলেও সেটা ধর্মের লেবাসে ধামাচাপা পড়ে যাবার মতো আর কি।
.
আগে কত সুন্দর শ্যাম্পুর বিজ্ঞাপন দিতো! 'দীঘল কালো রেশমি চুল, প্রেমে পড়ে করি ভুল!' আসলেই মডেলের রূপসীদের চুল দেখে প্রেমে পড়ে যেতাম। আর ভাবতাম, এতো সুন্দর ঝলমল করে চুল আসলেই? পরে বুঝলাম এসব অধিকাংশই কম্পিউটারের কারসাজি। সেটাও কর্পোরেট পলিসি ছিলো, হিজাব রিফ্রেশটাও তাই। আবার দেখি আতরের গন্ধওয়ালা সাবান এনেছে লাইফবয়! কী দারুণ ব্যাপার। গায়ে মাখলেই মনে ভেসে উঠবে গান, 'পাল তুলে দে, নৌকা যাবে মদিনায়'।
.
কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকছে না। সব শ্যাম্পু আর সাবানের কোম্পানি যদি এভাবে হিজাব রিফ্রেশ আর আতর সাবান চালু করে, তবে প্রতিযোগিতাটা কীভাবে হবে? মানে, আমি বলতে চাইছি কার শ্যাম্পুতে বেশি ঝলমল করবে বা চুল সুন্দর হবে, সেটা বোঝাবে কীভাবে? চুল তো আর দেখা যাবে না বিজ্ঞাপনে। আতরের গন্ধও তো মনে হয় একই, নাকি? সাবান ব্যবহার করে ফর্সা হলো কিনা বা রূপ লাবণ্য বাড়লো কিনা, সেটা বোঝাবে কীভাবে? আগামীতে হয়তো হিজাবের সাথে নেকাবও উঠবে। তখন? তখন বাজারের প্রতিযোগিতা থাকবে কীভাবে? প্রতিযোগিতা না থাকলে বিজনেস হবে কি করে আর ভালো-মন্দের বিচারটাই বা করা যাবে কীভাবে?
.
তবে যাই বলেন, বিজ্ঞাপন দুটি যারা বানিয়েছে, তারা আপাতত অনেক লাভবান হবে। তরতর করে বাড়বে তাদের বিজনেস। কর্পোরেট বিজনেসে সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, কোন মেসেজ যাচ্ছে সেটা দেখার দরকার নেই, শুধু দরকার স্রোতের সাথে তাল মিলিয়ে ব্যবসাটা আরও এগিয়ে নিয়ে যাওয়া। এদিক দিয়ে তারা অবশ্যই সফল। তাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু আগামীতে কী হবে সেটা বলা যাচ্ছে না। আবার পত্রিকাগুলোর ফ্যাশন পাতা বা ফ্যাশন শো বা ফ্যাশন নিয়ে টিভিতে অনুষ্ঠান, বিউটি পার্লার, ফেয়ারনেস এক্সপার্টদের কী হবে? জাস্ট ভাবতে পারছি না।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৮ রাত ১০:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো স্ট্র্যাটেজি নিয়েছে তারা। ঠিক ১০০% হালাল সাবানের মত...

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩০

...নিপুণ কথন... বলেছেন: ঠিক বলেছেন।

২| ০৮ ই জুন, ২০১৮ রাত ১০:৫৬

একাল-সেকাল বলেছেন: এরোমেটিক ১০০% হালাল সাবান ও এসেছিল।
ডাইনোসর হয়ে গেছে । :-B

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩১

...নিপুণ কথন... বলেছেন: ব্যবসা তো যা করার করে গেছে।

৩| ০৮ ই জুন, ২০১৮ রাত ১১:২১

ত্রিকোণমিতি বলেছেন: কর্পোরেটোক্রেসির কাছে অসহায় ভোক্তা :|


[অফ টপিক- সামুতে নতুন লেখালেখি করছি। সময় থাকলে আমার ব্লগটি ঘুরে দেখার অনুরোধ রইলো]

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩২

...নিপুণ কথন... বলেছেন: শুভকামনা রইলো।

৪| ০৮ ই জুন, ২০১৮ রাত ১১:৩০

কাওসার চৌধুরী বলেছেন: এদেশের মানুষ "হালাল" বড়ই পছন্দ করে। ধর্মের নামে যেকোন ব্যবসা তরতর করে বাড়ে। হিজাব পরেও শ্যাম্পুর এড দিলেও পাবলিক হালাল বলে গিলে খায়। একদিন দেখবেন "হালাল ব্রথেল" পয়দা হবে এ বঙ্গে।

ভাই, পোস্ট ভাল লেগেছে। লাইক দিলাম +++++ B-)

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৩

...নিপুণ কথন... বলেছেন: হাহাহা। যথার্থ বলেছেন। তখন ব্রথেলে যাওয়াটাও সমাজের চোখে হালাল হয়ে যাবে?!

৫| ০৯ ই জুন, ২০১৮ রাত ২:২৭

হাসান কালবৈশাখী বলেছেন:
ঘুষখোরের পুত ১০০% হারাম টাকা , হারাম টাকায় প্লেন ফেয়ারে নিউইয়র্কে এসে প্রথম দিনেই জিজ্ঞেস করে -
"ভাই এখানে হালাল মাংশের দোকান কোথায়"?

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৪

...নিপুণ কথন... বলেছেন: আপনার স্পষ্টবাদিতা ভালো লাগলো। ভালো থাকবেন।

৬| ০৯ ই জুন, ২০১৮ ভোর ৬:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার মনে আছে ১০০% হালাল সাবান যখন আমাদের এলাকায় এলো আমাদের মসজিদের হুজুর সাহেব পর্যন্ত এটা ব্যবহার করতে সুপারিশ করতেন। তখন মানুষজন অন্য সব সাবান কে হারাম ভাবতে শুরু করল।

আমাদের অতি আবেগকে সম্বল করে কত মানুষ যে ব্যবসা করে যায় কে জানে। মানুষ কে সচেতন হয় না আমি বুঝতে পারি না।

পোস্টে এ+।

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৪

...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ।

৭| ০৯ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৩

রাজীব নুর বলেছেন: ব্যবসা মানে যে মানুষের সেবা করা । এটা ব্যবসায়ীদের মাথায়ই থাকে না।
তারা বুঝে শুধু মুনাফা।

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৭

...নিপুণ কথন... বলেছেন: আসলেই। দাঁড়ি টুপি পরে বসে থাকে অনেকে, দেখে মনে হয় কত ঈমানদার!

৮| ০৯ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৮

অদৃশ্য বালক বলেছেন: কি যে বলেন? তারা কি আর ব্যবসায় কম বোঝে? অবশ্য আমরা ভোক্তারাও কম কিসে?

আরেকটা বিষয় এর সাথে যোগকরে দিতে পারতেন, লাইফবয় আতর প্রটেকশন।

৯| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ২:৩৭

...নিপুণ কথন... বলেছেন: আসলেই, আগে দেখলে যোগ করে দিতে পারতাম!

১০| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ৩:১৬

অন্তরন্তর বলেছেন: হালাল নামেই এক যাদু কাজ করে। ১৯/২০ বছর আগে আমার সাথে কাজ করত একজন সে হালাল লাগার( লো এলকোহল বিয়ার) খেত। ৯০% মুসলমানের দেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন। সুদ, ঘুষ সব হালালের বন্যায় ভেসে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.