নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
একজন দুর্নীতিবাজ, সুদখোর, অন্যের বরাত মেরে খাওয়া লোক যদি দুর্নীতির পাহাড় গড়ে সেই টাকায় হজ্জ্ব করতে যায়, তাহলে কি তার পাপ ধুয়ে মুছে যায়?
হজ্জ্ব করলে নাকি আল্লাহ সব গুনাহ কবুল করে দেন, এমন একটা ধারণা প্রচলিত আছে। তাহলে কি নামের আগে হাজী/আলহাজ্জ্ব লাগালেই তিনি পবিত্র ধোয়া তুলসিপাতা হয়ে গেলেন?
.
মোটেও না। হজ্জ্বে গেলে আল্লাহ তার সব গুনাহ কবুল করলেও বান্দার হক মারা গুনাহ কবুল করেন না। অর্থাৎ, যার সাথে অন্যায় করা হয়েছে, তিনি নিজে ক্ষমা না করলে পাপীর পাপ মুছে যায় না। সে গুনাহগার, জন্ম-জন্মান্তরে গুনাহগারই থেকে যায়। পাপের টাকায় হজ্জ্বে যাওয়ার চেয়ে নিজের কষ্টের টাকায় পারলে রাস্তার পাশের অভুক্ত শিশুটিকে একবেলা খাওয়ান, আল্লাহপাক তাতে বেশি খুশি হবেন ।
.
কাজেই, কেউ যদি দুর্নীতি করতে গিয়ে ধরা খেয়ে সেই পাপ মুছতে পাপের টাকায় হজ্জ্ব করে এসে নিজেকে পবিত্র বলে দাবি করে, আপনি তাকে গালিই দিবেন শ্রদ্ধা করবেন না। কারণ আপনার আমার টাকা মেরে ও বড়লোক হয়েছে, আমার আপনার সৎপথে কামাইয়ের টাকা, যা জমিয়ে হয়তো আমি-আপনি একদিন তীর্থস্থান দর্শন/হজ্জ্বব্রত পালন করতে যেতে পারতাম, সেই টাকা মেরে সে হজ্জ্ব গেছে। তাকে কোনোভাবেই ক্ষমা করা যায় না। দেশে ফিরলে সে দেশের প্রচলিত আইনেই বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন। এবং তা নিশ্চিত করার দায়িত্ব আপনার আমার সকলের।
.
ক্ষমা মহৎ গুণ। কিন্তু সবসময় ক্ষমা করে দিলে অপরাধী বারবার অপরাধ করার সাহস পায়। তাই আজ থেকে প্রতিবাদী হোন, নিজের হক আদায় করে নিতে শিখুন।
২| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: ঠিক বলেছেন।
৩| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: এরা শুধু নিজের সাথেই নিজে প্রতারণা করেনা, এরা আল্লাহকেও বোকা ভাবে!
অথচ নিজেরাই নির্ভোধ বুঝতেই পারেনা।
তাদের ব্যপারেও কোরআনে স্পষ্ট বলা আছে- তাদের এসব লোক দেখানো ইবাদত যে কতটা মূল্যহীন।
আত্মা শুদ্ধা না হওয়া পর্যন্ত কোন কর্মই গ্রহনযোগ্য নয়।
বিশ্বাস অর্জনের মাধ্যমে আত্মার পরিশুদ্ধির পথ বেয়ে ইবাদত যখন সম্পন্ন হয় তখনই তা মকবুল বলা যেতে পারে।
পোষ্টে +++
৪| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
রাজীব নুর বলেছেন: হজ্ব করা আজকাল ফ্যাশন হয়ে দাড়িয়েছে এক শ্রেণির মানুষে রকাছে।
২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৪
...নিপুণ কথন... বলেছেন: একজন দুইবার তিনবার করেও যায়। এমন একটা গরিব দেশে এত টাকা তারা পায় কই?
৫| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
জগতারন বলেছেন:
ক্ষমা মহৎ গুণ।
কিন্তু সবসময় ক্ষমা করে দিলে অপরাধী বারবার অপরাধ করার সাহস পায়।
তাই আজ থেকে প্রতিবাদী হোন, নিজের হক আদায় করে নিতে শিখুন।
সহমত!!!
++++
৬| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
আহমেদ জী এস বলেছেন: ...নিপুণ কথন... ,
হবার কোনও কারনই নেই ।
কাওসার চৌধুরী, বিদ্রোহী ভৃগু , সঠিক কথাই বলে গেছেন । আর রাজীব নুর এর কথা মতো হজ্ব করা এক শ্রেণির মানুষের কাছে আজকাল যেন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে ।
৭| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোন লাভ নেই। আল্লাহ সবার মনের খবর রাখেন। লোক দেখানো ইবাদতকারীরা জান্নাতে যাবে না এটা আগেই বলা হয়েছে...
২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৭
...নিপুণ কথন... বলেছেন: কিন্তু এই দুনিয়ায় ভালো লোকের এত কষ্ট কেন আর বাজে লোক এত ভালো থাকে কেন বলতে পারেন?
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৯
কাওসার চৌধুরী বলেছেন:
হজ্ব হোক দুর্নীতি মুক্ত টাকায়; না হলে এই হজ্বের কোন ফজিলত পাওয়া যাবে না; এখন অনেক মুখোশধারী দুর্নীতিবাজ হজ্ব করে নিজের নামের সাথে আলহাজ্জ্ব লাগিয়ে আরো বড় মাপের বাটপারি করে; এরা লেবাসধারী ধার্মিক