নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

কেমন লাগলো আদিপুরুষ?

১৯ শে আগস্ট, ২০২৩ ভোর ৫:৩৬



রাম-রাবণের যুদ্ধটা তো কারো অজানা নয়! তবু নতুন করে সৃষ্ট 'আদিপুরুষ' দেখে আমার খুব ভালো লেগেছে। শুধু শুধুই হেটাররা কেউ কেউ এর সমালোচনা করছে ভিডিও গেম বলে। হোক মেকিং ভিডিও গেইমের মতই, আপত্তি কোথায়? দেখতে ভালো লাগলেই হলো। নতুন প্রজন্মের সাথে তাল মিলিয়ে বানিয়েছে, অমন তো হবেই!

আসলে রামায়ন-মহাভারত কোন বানোয়াট কাহিনী নয়, এগুলো বাস্তব সত্য। বিশ্বের সেরা ৪টি মহাকাব্যের দুটিই আমাদের হিন্দু ধর্মের। একই কাহিনী শত শত বর্ষ, যুগ যুগ ধরে বলা হয়ে আসছে নানাভাবে নানা ভঙ্গিমায়। মহাভারত যেমন রিমেক হয়েছে, রামায়ণকেও আমরা 'আদিপুরুষ' নামে নতুন রূপে পেয়েছি এটা ভালো লক্ষণ।

এইসব এপিক্ক ছবিতে প্রভাষের জুড়ি মেলা ভার। সে একাই ছবি টেনে তোলার ক্ষমতা রাখে। তবে আদিপুরুষে আমার বেশি ভালো লেগেছে রাবণ চরিত্রে সাইফ আলী খানের অভিনয়। কী অসাধারণ, কী অনবদ্য পৈশাচিক ভিলেইনের অভিনয়টাই না অধিকাংশ ছবির নায়ক হয়েও তিনি করলেন!

খারাপ লেগেছে ন্যারেটিভ স্পিচগুলো না থাকায়। বিধর্মী ও ভিন্ন ধর্মাবলম্বীদের কাহিনী বুঝতে কষ্ট লাগতে পারে। তাঁরা অনেক ঘটনার ভুল এক্সপ্লেনেশন দাঁড় করিয়ে মজাও নিতে পারে, যা কাম্য নয়। ছবির গ্রাফিক্সের কাজ দুর্দান্ত লেগেছে। বিতর্ক আছে, থাকবে। কেন বিতর্ক জানি না, তবে মনে করি এমন ছবি আরও হোক। আরও ভালোভাবে বানানো হয় বিতর্ক ছাপিয়ে।

-- দেব দুলাল গুহ

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২৩ সকাল ৭:৪৩

নজসু বলেছেন:


আপনার লেখাটা পড়ে ডাউনলোড করলাম।
সময় কাটানো যাবে।

২০ শে আগস্ট, ২০২৩ রাত ১:০৪

...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ।

২| ১৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: এখনও দেখি নাই। জানেন দেখবও না। এরকম মুভি আমার ভালো লাগে না।

২০ শে আগস্ট, ২০২৩ রাত ১:০৬

...নিপুণ কথন... বলেছেন: তবু একবার ট্রাই করতে পারেন।

৩| ১৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:১৮

কোডার বলেছেন: nastik ra ei shob bogus kahini gilbe na vai

২০ শে আগস্ট, ২০২৩ রাত ১:০৬

...নিপুণ কথন... বলেছেন: কাহিনী না গিলুক, মেকিং, কোরিওগ্রাফি, গ্রাফিক্স ইত্যাদি খুব ভালোভাবেই গিলবে।

৪| ২০ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:২০

কোডার বলেছেন: কাহিনি ই আসল ভাই

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৪

...নিপুণ কথন... বলেছেন: কাহিনী কি আপনার ভালো লাগেনি?

৫| ২০ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩৩

ধুলো মেঘ বলেছেন: আগে তো কোন সিরিয়াল বা সিনেমায় রাবণের দাঁড়ি বা মুসলিমের মত গেটআপ দেখিনি। রাবণ চরিত্রে মুসলিম নামধারী কাউকে অভিনয়ও করতে দেখিনি। এই সবকিছু একসাথে আদিপুরুষ সিনেমায় কেন দেখা গেল?

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৫

...নিপুণ কথন... বলেছেন: তাতে সমস্যার কী আছে? তাঁরা কি তাতে হিন্দু হয়ে গেছেন? ভাই গিরিশচন্দ্র কোরআন বাংলায় অনুবাদ করে কি মুসলিম হয়ে গিয়েছিলেন?

৬| ২০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:০১

রুদ্র পাঠক বলেছেন: হনুমান বজরং এর অভিনয়ও বেশ ভাল ছিল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৪

...নিপুণ কথন... বলেছেন: আসলেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.