|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ...নিপুণ কথন...
...নিপুণ কথন...
	সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
গতকালের সড়ক দুর্ঘটনার পর রাতারাতি শহরের স্পিড ব্রেকারগুলো তুলে ফেলা হয়েছে! বালুভর্তি ট্রাকগুলো গতি না কমানোয় আর বালু ঢেকে না নেওয়ায় স্পিড ব্রেকারে ঝাঁকি খেয়ে রাস্তায় বালু পড়ে থাকে। কারো কারো ধারণা সেই বালুতে স্লিপ কেটে পাঠাও বাইকার বাইক থেকে পড়ে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন। তাই নাকি দাবি উঠেছিলো স্পিড ব্রেকার ভেঙে দিতে হবে! এ নিয়ে আজ সকালে নাকি প্রেসক্লাবের সামনে মানববন্ধনও হয়েছে! 
স্পিডব্রেকার দেওয়া হয় গাড়ির গতি কমানোর জন্য। গতি না কমিয়ে কেউ দুর্ঘটনার শিকার হলে এটা তার দায়। সেজন্য আন্দোলনের মুখে স্পিড ব্রেকার তুলে নিতে হবে? রাস্তা পাড় হতে গিয়ে এরপর আবার কেউ মরলে তখন কি আবার স্পিড ব্রেকার বসাবেন? সরকারি অর্থের অপচয় নয় কি এসব?
বাইক রাইডারের দেখা উচিত ছিলো সামনে স্পিড ব্রেকার আছে, ধীরে যাওয়া উচিত ছিলো তার। সিসি ফুটেজ চেক করলে হয়তো দেখা যাবে তিনি গতি কমাননি, ট্রাকও গতি কমায়নি। প্রতিনিয়ত উচ্চগতিতে বালুভর্তি ট্রাক ঢাকনা ছাড়াই গতি না কমিয়ে ঐসব স্পিড ব্রেকারের উপর দিয়ে যায় আর বালু পড়ে রাস্তায়। সেই বালুতে স্লিপ কেটে উচ্চগতির বাইকার যদি সেই ট্রাকের তলে যায়, এখানে দোষটা ঐ চালকদের, স্পিড ব্রেকারের কী দোষ? ছোট ছোট স্পিড ব্রেকারের বদলে ওখানে আরও উঁচু একটা করে স্পিড ব্রেকার বসানো দরকার, যাতে গতি না কমিয়ে যত বড় যানবাহনই হোক কেউ যেতে না পারে।
শহরে কোনো ওভারপাস নাই, নাই জেব্রা ক্রসিং। রাস্তা পাড় হতে গিয়ে কেউ আবার চাপা পড়লে তখন কি আবার স্পিড ব্রেকার বসাবেন? ফিরিয়ে কি দিতে পারবেন হারানো জীবন? শ্রী অঙ্গন ও হাউজিং তথা মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন স্পিড ব্রেকার যে তুলে দিলেন, এখন ঐখান দিয়ে গাড়িগুলো তো আরও গতিতে চলবে। তখন রাস্তা পাড় হতে গিয়ে আমরা মরলে তার দায় কি আপনারা প্রশাসন-পৌরসভা নিবেন
  
 
গতকালের লেখা
ফরিদপুর ডিসি অফিস সংলগ্ন জেলা সাবরেজিস্ট্রি অফিসের সামনে বালুর ট্রাকের নিচে চাপা পড়ে এক পাঠাও কুরিয়ার কর্মী নিহত হয়েছেন। তিনি বাইকে ছিলেন, বাড়ি পাবনায়। এখন তার শরীরের উপরের অর্ধেক খণ্ডবিখণ্ড হয়ে রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে আছে। 
বেশ কিছুদিন ধরেই আমরা বালুর ট্রাকের অতিরিক্ত গতিতে চলাফেরা নিয়ে কথা বলেছি, কিন্তু কেউ আমাদের কথা কর্ণপাত করেনি। এখন কি শিক্ষা হলো? ডিসি অফিসের সামনে পরপর তিনটি স্পিড ব্রেকার থাকার পরেও পরপর তিনটি বালুভর্তি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়! এই শহরে এই মাস্তানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কি কেউ নাই?
প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। দায়ীদের সর্বোচ্চ শাস্তি চাই। নিরাপদ সড়ক চাই ফরিদপুরে।
 ১৪ টি
    	১৪ টি    	 +১/-০
    	+১/-০২|  ০৩ রা মার্চ, ২০২৪  দুপুর ২:২৫
০৩ রা মার্চ, ২০২৪  দুপুর ২:২৫
নতুন বলেছেন: বড় রাস্তাতে স্পিড ব্রেকার দেওয়া ঠিক না। আমাদের দেশে যেখানে সেখানে স্পিড ব্রেকার দেওয়া হয়।
মাটি/বালি বা যে কোন মালামালের গাড়ী অবশ্যই ঢেকে নেওয়া উচিত। নতুবা জরিমানা থাকা উচিত। 
যদি চালক গাড়ী থেকে পরে গিয়ে থাকে তবে সেটা চালকের দোষ। তেমন পরিস্থিতিতে অন্য গাড়ীর খুব একটা করার থাকেনা। 
দেশের মানুষ জীবনের চেয়ে সময়ের দাম বেশি দেয় তাই জীবনের ঝুকি জেনেও তাড়াহুড়া করে সব খানে...  
  ০৪ ঠা মার্চ, ২০২৪  সন্ধ্যা  ৭:৫৯
০৪ ঠা মার্চ, ২০২৪  সন্ধ্যা  ৭:৫৯
...নিপুণ কথন... বলেছেন: স্পিড ব্রেকার থাকবে না তো মানুষ রাস্তা পাড় হবে কী করে? উড়ে উড়ে? শিশু ও বৃদ্ধদের কথা কি একবার ভেবেছেন?
৩|  ০৩ রা মার্চ, ২০২৪  দুপুর ২:৩৬
০৩ রা মার্চ, ২০২৪  দুপুর ২:৩৬
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
ঢাকা শহর- যেখানে গাড়ীর কোন গতিই নেই সেখানে যদি কেউ একসিডেন্ট করে তাহলে সেটা হবে একটা বিরাট খারাপ কাজ । 
  ০৪ ঠা মার্চ, ২০২৪  রাত ৮:০২
০৪ ঠা মার্চ, ২০২৪  রাত ৮:০২
...নিপুণ কথন... বলেছেন: হাহাহা। সেটা অন্য প্রসঙ্গ।
৪|  ০৪ ঠা মার্চ, ২০২৪  সকাল ১১:৩৪
০৪ ঠা মার্চ, ২০২৪  সকাল ১১:৩৪
রাজীব নুর বলেছেন: ফরিদপুরের মানুষ গুলো অসৎ। তাদের মন্ত্রী এমপি সব অসৎ।
  ০৪ ঠা মার্চ, ২০২৪  রাত ৮:০০
০৪ ঠা মার্চ, ২০২৪  রাত ৮:০০
...নিপুণ কথন... বলেছেন: বাস্তবতা অধিকাংশ ক্ষেত্রে তেমনটাই।
৫|  ০৪ ঠা মার্চ, ২০২৪  সকাল ১১:৪৮
০৪ ঠা মার্চ, ২০২৪  সকাল ১১:৪৮
নতুন বলেছেন: রাজীব নুর বলেছেন: ফরিদপুরের মানুষ গুলো অসৎ। তাদের মন্ত্রী এমপি সব অসৎ।
 
রানু ভাই। এটা ঠিক বললেন না। ফরিদপুরের মানুষ অনেক ভালো, গুটিকয়েক খারাপ মানুষের জন্য সবাইকে খারাপ বলতে পারেন না।
  ০৪ ঠা মার্চ, ২০২৪  রাত ৮:০১
০৪ ঠা মার্চ, ২০২৪  রাত ৮:০১
...নিপুণ কথন... বলেছেন: সেই গুটি কয়েককে বাকিরা মিলে প্রতিহত করেন না কেন? অন্যায় যে সহ্য করে সে-ও সমান অপরাধী।
৬|  ০৪ ঠা মার্চ, ২০২৪  দুপুর ১২:১৪
০৪ ঠা মার্চ, ২০২৪  দুপুর ১২:১৪
রানার ব্লগ বলেছেন: ভালো এবং উপকারি কোন সিস্টেম আসলে বাঙ্গালী উহা সব জায়গায় ব্যবহার করে । আমার এলাকায় এক কিলোমিটারে কমপক্ষে দশ টা স্পিড ব্রেকার আছে । এর কোনটাই সরকার বানায় নাই । পাবলিক নিজ উদ্যোগে বানিয়েছে । 
  ০৪ ঠা মার্চ, ২০২৪  রাত ৮:০২
০৪ ঠা মার্চ, ২০২৪  রাত ৮:০২
...নিপুণ কথন... বলেছেন: রাস্তায় বিট বসাতে পারে না পাবলিক। পৌরসভা বা সরকারের প্রশাসন যেমন লোকাল গভমেন্ট ডিপার্ট্মেন্ট পারে।
৭|  ০৪ ঠা মার্চ, ২০২৪  রাত ৮:০১
০৪ ঠা মার্চ, ২০২৪  রাত ৮:০১
নতুন বলেছেন: লেখক বলেছেন: স্পিড ব্রেকার থাকবে না তো মানুষ রাস্তা পাড় হবে কী করে? উড়ে উড়ে? শিশু ও বৃদ্ধদের কথা কি একবার ভেবেছেন? 
স্যার মানুষে পারাপারের জন্য জেব্রাক্রসিং থাকে। স্পিড ব্রেকার মানুষের রাস্তা পার হতে ব্যবহার হয় না।
  ০৪ ঠা মার্চ, ২০২৪  রাত ৮:০৩
০৪ ঠা মার্চ, ২০২৪  রাত ৮:০৩
...নিপুণ কথন... বলেছেন: ফরিদপুর শহরে জেব্রা ক্রসিং নেই বলেই মানুষ স্পিড ব্রেকারের আশেপাশে রাস্তা পাড় হয় যেখানে গাড়ির গতি কম থাকে।
৮|  ০৫ ই মার্চ, ২০২৪  সকাল ১১:১৬
০৫ ই মার্চ, ২০২৪  সকাল ১১:১৬
নতুন বলেছেন: লেখক বলেছেন: ফরিদপুর শহরে জেব্রা ক্রসিং নেই বলেই মানুষ স্পিড ব্রেকারের আশেপাশে রাস্তা পাড় হয় যেখানে গাড়ির গতি কম থাকে। 
আসুন জেব্রা ক্রসিং দিতে বলি এবং জনগনকে সচেতন করি জেব্রা ক্রসিং ব্যবহার করতে, গাড়ী চালকদেরও নিয়ম মেনে চলতে বলি।
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০২৪  দুপুর ১:৪৭
০৩ রা মার্চ, ২০২৪  দুপুর ১:৪৭
জ্যাক স্মিথ বলেছেন: চালকদের জন্য নতুন রাস্তায় স্পিড ব্রেকার একটা মৃত্যু ফাঁদ, এই স্পিড ব্রেকারই অনেক দুর্ঘটনার জন্য দায়ী।