নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ দেশর বুকে আঠারো আসুক নেমে

we should live best life we can

নির্দোষ

হ য ব র ল

নির্দোষ › বিস্তারিত পোস্টঃ

ধন্যবাদ কবিতাটা পড়েছিলেন ত ?

২৬ শে জুলাই, ২০১২ রাত ১২:৩০

ধন্যবাদ

আহসান হাবীব



আসি তবে ধন্যবাদ ।



না না সেকি প্রচুর খেয়েছি

আপ্যায়ন সমাদর যতটা পেয়েছি

ধারনাই ছিলো না আমার ।

ধন্যবাদ ।



রাতবেশী এইবার চলি তবে স্যার?

আসবো না ?

কী বলেন ।

হুজুরের সামান্য কেরানি

দয়া করে ডেকেছেন

এতো আমি ভাগ্য বলে মানি ।



খেটে খুটে ?

সে কি কথা ।

নিজের বাড়ির কাজ, আর

খাটবো না ? চুপ

করে খেয়ে যাবো স্যার ?



চলি তবে । কী যে মজা,

সত্যি স্যার মজার ব্যাপার ।

এমন মজার কথা এর আগে শুনি নাই আর ।



চিঠি পড়ে ভেবেছি

তাহলে

ডলি বুঝি আপনার মেয়েদের

কারো ডাক নাম ।

তাইতো সামান্য কিছু চকোলেটও

কিনে আনলাম ।

এসে দেখি -



তাই নাকি ?

চকোলেটও খায় নাকি ডলি ?

হতে পারে, সে যাকগে,

সত্যি কথা বলি -



ডলি নাম কুকুরছানার

আজ তার জন্মোত্সব,

সত্যি এক ইউনিক ব্যাপার ।



সত্যি নাকি ,

ও দেশের ঘরে ঘরে ঘটে থাকে এটা ?

তাহলেও বলুন তো এমন

নিঁখুতভাবে সেটা

এদেশে আপনি ছাড়া কে আর দেখালো ?

অনেকেই ?

হবেও বা সেসব কি জানি ?

আপনার অধীনস্থ জনৈক কেরাণী।



দয়া করে ডেকেছেন বলে

তবেই না জানা গেলো, তেমনা হলে

এওতো আমার পক্ষে জানা

সম্ভব হতো না স্যার ।



সত্যি স্যার কুকুরের ছানা,

তার জন্মদিনে এত খরচের হাত-

দু হাজার ? তা হবে না ?

ও ব্যাটার বাদশাহী বরাত !



হাসবো না ?

সে কি স্যার, এমন খুশির দিন আর

আমাদের এ জীবনে বলুন

তো আসে কতবার ?

চোখে পানি ?

না না স্যার ও কিছু না,

কী জানেন? খেয়েছি এমন শ্বাস

নিতে কষ্ট হয়-



তা হলে এখন

রাতও হলো আপনার বিশ্রাম নেবার সময় হয়েছে ,

আজ আসি তবে স্যার ।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১২ রাত ১২:৪২

নির্দোষ বলেছেন: গতকাল টিভিতে(বাংলা ভিসনে প্রবাসী দের নিয়ে একটা প্রোগ্রাম এ) একটা নিউজ দেখলাম.........
নিউ ইয়র্কে বাংলাদেশের কোন এক অঞ্চলের কিছু সংখ্যক লোক একটা সংঘটন করছেন ...... ওনারা সবাই টাকা তুলে এলাকার উন্নয়ন করছেন... ভবিষ্যতে সারা দেশে তা ছড়িয়ে দিবেন ...... নিঃসন্দেহে খুবই ভাল উদ্যোগ ... আমাদের মন্ত্রী এম্পিরা আরাম করে দেশের টাকা মেরে খাবে... আর আমরা দেশবাসি পকেটের টাকা দিয়ে উন্নয়ন করে যাব B-) B-)

২| ২৬ শে জুলাই, ২০১২ রাত ১:৪৯

ফরিদুল আলম বলেছেন: বাহ! এই কবিতা আগে কখনো পড়া হয়নি। পোস্ট দেবার জন্যে ধন্যবাদ।

২৬ শে জুলাই, ২০১২ রাত ১:৫১

নির্দোষ বলেছেন: :)

৩| ২৭ শে জুলাই, ২০১২ বিকাল ৩:১২

গেমার বয় বলেছেন: অনেক আগে পড়ছিলাম, আবারও পড়লাম !!! ভাল লাগছে !!! B-) B-)

২৭ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২৬

নির্দোষ বলেছেন: ভাল লাগার মতই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.