![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমাদিগকে কিছু ভয়, ক্ষুধা এবং ধন-সম্পদ,জীবন ও ফল-ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করিব। তুমি শুভ সংবাদ দাও ধৈয্যশীলগণকে যাহারা তাহাদের উপর বিপদ আপতিত হইলে বলে,''আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে তাঁহার দিকেই প্রত্যাবর্তনকারী।'' {সূরা আল-বাকারা:১৫৫-১৫৬} imraniut.wordpress.com
গেল ছুটিতে বড় বোনের বাসায় গিয়েছিলাম। এবার অনেকদিন পর গেলাম আপুর বাসায়। আমার ছোট বোনটা আগেরদিনই
এসেছিল। আসতেই বড় আপুর কাছ থেকে জানতে পারলাম আমার ভাগ্নের সব কার্যকলাপ সম্পর্কে।ভাগ্নের কাজ-কর্মে আপুকে খুব চিন্তিত দেখাচ্ছিলো।সে নাকি অনেক রাত করে ঘুমাতে যায়।আপুর কথায় তেমন পাত্তাই দেয় না। নিজের মতন খাম-খেয়ালী চলে।
আমি এসব শুনে হাসতে লাগলাম। ছোট আপু হাসি থামিয়ে আমার আসার আগেরদিনের ঘটনা বলা শুরু করলো।
ঘটনাটা এমনঃ
সেদিন দুই বোনে গেল বাসার কাছের এক পার্লারে।ভাগ্নে আমার নাছোড়বান্দা। সেও মায়ের সাথে পার্লারে যাওয়ার জন্য জেদ শুরু করলো।বাসায় থাকলে ওর দীদাকে জ্বালাবে বলে আপু সঙ্গে করে নিয়ে গেল। ভাগ্নের মেজাজ তখন ঠান্ডা হলেও পার্লারে গিয়ে কি মনে হলো গান জুড়ে দিলো যদিও তা গান ছিল না চিৎকার ছিল তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। আপু আকার-ইঙ্গিতে চুপ করতে বললেও ভাগ্নে সেদিকে কর্ণপাত না করে গান(!) গাইতে থাকলো। আর সহজেই সে পার্লারে বসে থাকা অন্য মেয়েদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হল । ছোট আপুর কোল থেকে ভাগ্নেকে নিয়ে এক মহিলা আদর করা শুরু করল আর বললো,
গোটা পার্লারে এত মেয়েদের মধ্যে এই একটা পুরুষমানুষ আর কিই বা করবে!!
ভাগ্নের যে কি হল সে ভ্যা-ভ্যা করে সবার সামনে কাঁদতে শুরু করে দিল।
ছোট আপু আবার কোলে নিয়ে ভাগ্নেকে বলল,
''না বাবা! পুরুষ মানুষের কাঁদতে হয় না'' মজার ব্যাপার হল, সে কান্না থামিয়ে দিল। মনে হলো সে কথাগুলা বুঝতে পারছে।
পাশের মহিলারাও তখন হাসতে শুরু করল।
আমার একমাত্র ভাগ্নেটার নাম হামযা । সামনের মাসেই ওর ১ বছর হবে।
ওর জন্য সবাই দোয়া করবেন কিন্তু।
১২ ই মার্চ, ২০১০ রাত ৯:৩৪
নিরব হাসি বলেছেন: আপনার ব্লগ দেখে আসলাম।
আপনার জন্য শুভকামনা রইল।ভাল থাকবেন।
২| ১২ ই মার্চ, ২০১০ রাত ৯:৩২
কিবর বলেছেন: মিষ্টি ভাগ্নে। আল্লাহ ওকে সুস্থ রাখুক।
১২ ই মার্চ, ২০১০ রাত ৯:৩৯
নিরব হাসি বলেছেন: আমিন।
৩| ১২ ই মার্চ, ২০১০ রাত ৯:৩৮
সমুদ্র কন্যা বলেছেন: মাশাল্লাহ্, ভাগ্নেতো একদম হিরো হিরো হইছে। হিরোর কি গান না গাইলে হয়?
অনেক আদর আর দোয়া ভাগ্নের জন্য।
১২ ই মার্চ, ২০১০ রাত ৯:৪০
নিরব হাসি বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
৪| ১২ ই মার্চ, ২০১০ রাত ৯:৪০
পুরাতন বলেছেন: আপনার ভাগ্নে বড় হয়ে খুব দুষ্টু হবে
অনেক অনেক বড় হোক
১২ ই মার্চ, ২০১০ রাত ৯:৪৭
নিরব হাসি বলেছেন: মামা-ভাগ্নে যেখানে, আপদ নাই সেখানে
৫| ১২ ই মার্চ, ২০১০ রাত ৯:৪৮
এস এইচ খান বলেছেন: অনেক আদর আর দোয়া ভাগ্নের জন্য।
১২ ই মার্চ, ২০১০ রাত ৯:৫৯
নিরব হাসি বলেছেন: ধন্যবাদ। মুছে দিয়েছি।
৬| ১২ ই মার্চ, ২০১০ রাত ৯:৫০
মানিকের পৃথিবী বলেছেন: দোয়া থাকলো নিরন্তর......................(আমি ঘুমহীন মানুষ)
১২ ই মার্চ, ২০১০ রাত ৯:৫৭
নিরব হাসি বলেছেন: (আমি ঘুমহীন মানুষ)
মানে বুঝলাম না!
৭| ১২ ই মার্চ, ২০১০ রাত ৯:৫২
আলুমিয়া বলেছেন: পরাগ কে চিনেন
১২ ই মার্চ, ২০১০ রাত ৯:৫৬
নিরব হাসি বলেছেন: চিনবো না কেন?
!!!!
আপনার পরিচয়টা দিবেন ?
৮| ১২ ই মার্চ, ২০১০ রাত ৯:৫৩
সামিউর বলেছেন: উ বাবুটা কি কিউট!!! ভাইয়া দোয়া রইলো বাবুটার জন্য।
হামজাকে আমার আদর দিও।
১২ ই মার্চ, ২০১০ রাত ১০:০০
নিরব হাসি বলেছেন: আপনার আদর ওকে দিয়ে দিব।
৯| ১২ ই মার্চ, ২০১০ রাত ৯:৫৫
মেহেরুবা বলেছেন: গোটা পার্লারে এত মেয়েদের মধ্যে এই একটা পুরুষমানুষ আর কিই বা করবে!!
উলি বাবা!
অনেক অনেক আদর আর দোয়া কিউট বাবুটার জন্য।
১২ ই মার্চ, ২০১০ রাত ১০:০৯
নিরব হাসি বলেছেন: এই বাবুটাকে? সুইট ত!
১০| ১২ ই মার্চ, ২০১০ রাত ১০:২২
মাহবুব অনির বলেছেন: অনেক আদর আর দোয়া ভাগ্নের জন্য।
১২ ই মার্চ, ২০১০ রাত ১০:৩২
নিরব হাসি বলেছেন: থ্যাঙ্কু ।
১১| ১২ ই মার্চ, ২০১০ রাত ১০:২৫
কাব্য বলেছেন: কিউটি
১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৩৯
নিরব হাসি বলেছেন: ওর জন্য দোয়া করবেন
১২| ১২ ই মার্চ, ২০১০ রাত ১০:২৮
বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: সিরম কিউটি কিউটি বাবুটা
১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৪১
নিরব হাসি বলেছেন: ওর জন্য দোয়া করবেন
১৩| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৩৫
বড় বিলাই বলেছেন: এত গুলো মেয়ের মধ্যে এই হ্যান্ডসাম পুরুষটাকে নিয়ে গেলে কেমনে সে চুপচাপ থাকে?
হামযার গাল দুটো টিপে দিলাম।
১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৪২
নিরব হাসি বলেছেন: দেখতে হবে না কার ভাগ্নে!
১৪| ১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:২৩
সায়েম মুন বলেছেন: সুন্দল!
১৩ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:০৯
নিরব হাসি বলেছেন: ওর জন্য দোয়া করবেন
১৫| ১৩ ই মার্চ, ২০১০ দুপুর ২:০৫
লেখাজোকা শামীম বলেছেন: দারুণ সুন্দর তো
১৩ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:০৮
নিরব হাসি বলেছেন: ওর জন্য দোয়া করবেন
১৬| ১৩ ই মার্চ, ২০১০ বিকাল ৫:২৬
মেহেরুবা বলেছেন: এটা আমার বাবুর ১ দিন বয়সের ছবি। আমার ব্লগে আসবেন। দাওয়াত থাকল।
১৩ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:০২
নিরব হাসি বলেছেন: দেখে এলাম আপনার ব্লগ।
মুগ্ধ হলাম পোস্টগুলো পড়ে।
১৭| ১৩ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১৯
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: হামযার জন্য অনেক অনেক দোয়া!!
পরাগকে আমিও চিনি কিন্তু!
১৩ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২৯
নিরব হাসি বলেছেন: ক্যামনে?
১৮| ১৩ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৩১
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: ফুলে থাকে তো! ফুলের পরাগ!!
১৩ ই মার্চ, ২০১০ রাত ৯:২২
নিরব হাসি বলেছেন: ও আচ্ছা এই কথা!
১৯| ১৩ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫১
করবি বলেছেন:
ওলে ওলে কিউটি কিউটি পুরুষলে।
অনেক আদর.........
১৩ ই মার্চ, ২০১০ রাত ৯:৩৪
নিরব হাসি বলেছেন: :!>
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১০ রাত ৯:৩০
প্রবাসী রনি বলেছেন: হামযা খুব সুন্দর নাম এবং ভাগ্নে দুটোই দোয়া রইল