নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরব বাংলাদেশী

নিরব বাংলাদেশী › বিস্তারিত পোস্টঃ

সরকার ঢাক ঢোল পিটিয়ে হলমার্ককে টাকা দিবে আবার, চলেন আমরা শাহবাগ গিয়ে বাংলা পরীক্ষা দেই

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

B:-)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৮

নাম বলবো না বলেছেন: সরকার হলমার্ককে দূর্নীতি উৎসাহ দিতে আরো টাকা দিবে, সেজন্য আপনি/আমি সরকারের বিরুদ্ধে কথা বলতে পারি, সরকারের সমালোচনা করতে পারি, রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারি, দরকার হলে সরকার পতনের আন্দোলনও করা যেতে পারে।
তাই বলে কি শাহবাগের আন্দোলন করা যাবে না??? আপনার ইচ্ছা কি যেকোন উছিলায় শাহবাগের আন্দোলনকে বন্ধ করে দিয়ে জামাত-শিবিরকে দিয়ে পাকিস্তান কায়েম করা!!!!
মনে রাখবেন, শাহবাগ আন্দোলন ১০০ বার ব্যার্থ হলেও জামাত-শিবিরের অপরাধ ধুয়ে যাবেনা, পাপের শাস্তি পাবেই।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৭

নিরব বাংলাদেশী বলেছেন: আন্দোলন শুধু জামাত শিবিরের বিরুদ্ধে?
ওকে জামাতকে নিষিদ্ধ করেন... কিন্তু জামাত শিবিরের লোক গুলাকে কি করবেন? তারা কি সবাই পাকিস্তানি? তাদের পাকিস্তানে ফেরত পাঠাবেন? নাকি গুলি করে মারবেন? কোনটা করবেন?

আর যদি যুদ্ধপোরাধীদের বিরুদ্ধে?
তবে একাত্তর পরবর্তী ১১ হাজারের লিষ্টা বের করেন আগে, ৫জনকে যথোপোযুক্ত শাস্তি দেয়া হোক কিন্তু বাকিদের লিষ্ট প্রকাশ করা হোক অন্তত

জামাত শিবিরের তান্ডবের বিরুদ্ধে?
অন্য তান্ডবকারীদের কথা কে বলবে? শাহবাগ ছাড়া অন্য কেউ বললে তো রাজাকারের দোশর হয়ে যাবে... তাই না? যেই পাপ করুক আমি দেখি বা না দেখি তাকে তার শাস্তি ঠিক ই পেতে হবে, দুনি্য়া অথবা আখেরাতে

আমার বিরুদ্ধে?
আমি সাধারন খেটে খাওয়া মানুষ। হ্যা আমার একটা রাজনৈতিক মত থাকতে পারে। কিন্তু আমি কষ্ট করে আয় করি, সে আয় থেকে ট্যাক্স দেই। কাকে ফাসি দেন না দেন তা আপনাদের ইচ্ছা কিন্তু আমাকে কেন বেশী দামে সব কিনতে হবে? আমি কেন আমার পরিবারকে ভালমন্দ কিছু খাওয়ানোর কথা চিন্তা করতে পারবো না? আমার গলা্য় পারা দিয়ে অন্যরা নাচবে আর আমি জোর গলায় বললে দোষ?

২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৩

ঢাকাবাসী বলেছেন: শুনছি টাকা নাকি হলমার্ক পাবেনা যারা.... তারা পাবে! ২৬০০ কোটি টাকা আবার টাকা নাকি, বলেছেন.......

৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪০

নিরব বাংলাদেশী বলেছেন: ডেসটিনি ও কইতাসে "আমার কি দোষ..."

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.