নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরব বাংলাদেশী

নিরব বাংলাদেশী › বিস্তারিত পোস্টঃ

আমাদের আশরাফুল

০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:১৫

আমি "আবুল" ভাবি দেশপ্রেমিকের লেবাস পড়িয়া কষ্টে

হায় জাতি শুধু বীরপুরুষেরা ঝুলিবে ফাসি কাষ্টে

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৬

রাকীব হাসান বলেছেন: আশরাফুল টাকার জন্য ম্যাচ ফিক্সিং করেনি ।
সে নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য বাধ্য
হয়ে ম্যাচ ফিক্সিং করেছে ।
...

আশরাফুল সেদিন ম্যাচ ফিক্সিং না করলে ঢাকা গ্ল্যাডিয়েটর'স এর
ম্যানেজার তাকে দল থেকে বাদ দিতো । তখন আশরাফুলের ফর্মও খারাপ ছিলো আর এই সুযোগটাই নিলো ডিজি টিমের ম্যানেজার ।
আশরাফুলকে ফিক্সিং করাতে বাধ্য করলো ওরা ।
কিন্তু এখন পর্যন্ত ওদের বিরুদ্দে কোন ব্যবস্থা নেয়া হয়নি ।

যে ছেলে ১০ কোটি টাকার
মতো অফার পাওয়ার পরও
আইসিএলে যায়নি সে ছেলে কখনো মাত্র ১০ লাখ
টাকার জন্য ফিক্সিং করতে পারেনা ।

০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৭

নিরব বাংলাদেশী বলেছেন: আমরা কিছু একটা পেলে শুধু লাফাতে জানি(ছাগলের তিন নম্বর বাচ্চা) কারন কখনো খুজে দেখতে যাই না

২| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৩

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: '' ‌খেলার মাঠে আশরাফুল যখন সেজদা দিতো, তখনই ভাবতাম ছেলেটা একদিন পাকিস্থানিদের মতো জোচ্চুরি করে ধরা পড়বে।''

ফেসবুকে এক ব্যক্তির স্ট্যাটাস কপিপেস্ট মারলাম।

‘‘গু খাই সব মাছেই কিন্তু নাম পরে রাঘা মাছের’’
আমার বক্তব্য : বাঘা মাছ গুলোর মাধ্যমেই অন্তত আমরা জানতে পারি ‘গু’ খাওয়া কোনো ভালো কম্মো নয়। তাই বাঘা মাছকে শায়েস্তা করলেও কিছুটা উপকার।

০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৬

নিরব বাংলাদেশী বলেছেন: সেজদা কি পাকিস্তানি পেটেন্ট করা কিছু নাকি সব মূসলমানদের?

জোচ্চুরির আসল আস্তানা তো ইন্ডিয়া... আর সবদেশই তো চুরি করলো মোটামুটি তাহলে আশরাফুলের সাথে কেন পাকিস্তানি এক্সাম্পল?

নিজে স্বীকার করে ও বুঝায় দিল যে ভাললোকের দেশ এটা না, ফরমালিন তো দেশের প্রধানমন্ত্রী বা সরকারি কোন ও আমলা মিলায় না, সাধারন কৃষক পর্যায় এটা হয়, তো আমরা সবাইতো এক একজন রাঘা মাছ নাকি, কিন্তু ভাই আশরাফুল কিন্তু একজন ই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.