নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরব বাংলাদেশী

নিরব বাংলাদেশী › বিস্তারিত পোস্টঃ

ইসলাম, মুসলিম আইন ও তথাকথিত মানসিকতা

২৩ শে জুন, ২০১৩ রাত ২:০১

এটর্নি জেনারেল বলেছেন নারীর প্রতি দুর্দশা কমাতে দ্বিতীয় বিয়ে আইন করে বন্ধ করতে হবে



আমাদের মানসিকতা এতই মানবিক যে তাকে ঠিক রাখার জন্য আমরা পুলিশ পুষে থাকি। অবিবাহিতদের মানসিকতা ঠিক রাখার জন্য রোজা রাখার কথা বলা হয়েছে, যদিও এটা কারো কাছে ধর্মের বড্ড বাড়াবাড়ি মনে হতে পারে কিন্তু এটা সত্য।



একজন পুরুষ যদি ঘরে বউ থাকতে ও পরনারীর দিকে হাত বাড়ায় এবং পরনারীও যদি তাতে সায় দেয় তাহলে দুনিয়ার কোন কোন আইনে তাকে শাস্তি দেয়া যায়? ঘরে পর্যাপ্ত খাবার না থাকলেই অন্যের দুয়ারে মানুষ হাত পাতে। সবধরনের হাত পাতাকেই আমাদের ঘৃনা করা উচিৎ এবং সামাজিক ভাবেই দ্বিতীয় বিয়ের উৎসাহ দেয়া উচিৎ?



বিবাহিতরা কর্মক্ষেত্রে বেশী রেস্পনসিবল- তাই যদি হয় তবে "ছেলে স্টাবলিস হওয়ার আগে বিয়ে করা যাবে না" মানসিকতা ঝেড়ে ফেলিনা কেন? মসাই ছেলের বয়সের সাথে সাথে কি ছোক ছোক সভাবটা বাড়ছে না? চোখে যখন পড়েই যায় নিরব সম্মতিতে কেন বলি "একটু ঐ রকম তো হতেই পারে, পুরুষ মানুষ না..."



আমাদের মানসিকতায় আজব আজব সব জিনিস জুড়ে আছে, যেগুলো খুব দরকারী সেটা থেকে ১০০ হাত দুরে থাকি আর যা আমাদের জন্য ভয়ঙ্কর সেসব মানসিকতার চর্চা করি, হায়রে মানসিকতা... আমাদের তথাকথিত এইসব মানসিকতা যতদিন না দুর হবে ততোদিন শুধু নারী কেন পুরুষের ও দুর্দশার শেষ নাই।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৩ রাত ২:৩৬

নিষ্‌কর্মা বলেছেন: একজন পুরুষ যদি ঘরে বউ থাকতে ও পরনারীর দিকে হাত বাড়ায় এবং পরনাhttp://www.somewhereinblog.net/blog/nirobbangladeshi/29845154#রীও যদি তাতে সায় দেয় তাহলে দুনিয়ার কোন কোন আইনে তাকে শাস্তি দেয়া যায়? আমাদের তথাকথিত এইসব মানসিকতা যতদিন না দুর হবে ততোদিন শুধু নারী কেন পুরুষের ও দুর্দশার শেষ নাই।

২| ২৩ শে জুন, ২০১৩ রাত ২:৩৬

নিষ্‌কর্মা বলেছেন: একজন পুরুষ যদি ঘরে বউ থাকতে ও পরনারীর দিকে হাত বাড়ায় এবং পরনারীও যদি তাতে সায় দেয় তাহলে দুনিয়ার কোন কোন আইনে তাকে শাস্তি দেয়া যায়? আমাদের তথাকথিত এইসব মানসিকতা যতদিন না দুর হবে ততোদিন শুধু নারী কেন পুরুষের ও দুর্দশার শেষ নাই।

২৩ শে জুন, ২০১৩ রাত ২:৪৪

নিরব বাংলাদেশী বলেছেন: তথাকথিত মানসিকতা দুরিকরনের উপায় কি কি যদি একটু বলতেন তাহলে জানতে পারতাম

৩| ২৩ শে জুন, ২০১৩ রাত ২:৫৪

আলোর ভান্ডার বলেছেন: এই বিচারকের মেয়ের জামাই যদি তার মেয়েকে রেখে আকাম করে বেড়ায় তাহলে সে কি তাকে উত্সাহ দিবে ?

২৩ শে জুন, ২০১৩ রাত ৩:০০

নিরব বাংলাদেশী বলেছেন: হয় দ্বিতীয় বিয়ের উৎসাহ দেন না হয় আকামের...

৪| ২৩ শে জুন, ২০১৩ রাত ২:৫৯

গেস্টাপো বলেছেন: শেখ হাসিনার হাতেই যে ইসলাম নিরাপদ তার উধাহরন দেখছি আমরা।এখনও যে সমস্ত মুসলিমরা এই দলকে ভোট দেয় তারা ছাগলের ৩ নাম্বার বাচ্চার চাইতেও অধম

২৩ শে জুন, ২০১৩ রাত ৩:০৫

নিরব বাংলাদেশী বলেছেন: সরকার এখন খোচা দিল এরপর হেফাজতিরা খোচা দিবো শুরু হবে ঠোকা ঠুকি, সরকারের শেষ সময় কতশত নাটকের আনাগোনা যে চলছে, হিন্দি সিরিয়াল গুলো ভালোই কাজে দিচ্ছে তাদের

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.