নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুবাদ

নীড় খুঁজি

আমি উড়তে চেয়েছিলাম,মেঘেরা পাঠিয়েছিল ডানা...

নীড় খুঁজি › বিস্তারিত পোস্টঃ

উপেক্ষিত প্রার্থনা

১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯

আজ তোমাকে নিয়ে

আর কোন কবিতা লিখব না,

তোমার চোখ নিয়ে নয়,হাসি নিয়ে নয়,

শরীরের কোন অংশ নিয়েও নয়।



আজ আমার অলস মস্তিষ্ক

তোমাকে নিয়ে কোন কথা ভাববে না,

চোখ আজ আর অস্রু ঝরাবে না,

ঠোট আজ তোমার নাম নিবে না।



আঙ্গুল আজ আর বেখেয়ালের বশে

কলম তুলে তোমার নাম লিখবে না,

বুকের বাম পাশের ছোট মাংসপিণ্ড টা

তোমার কথা মনে করে,চঞ্চল হয়ে উঠবে না।



আজ সপ্নদেরও ছুটি,

তোমার বাড়ি যাবার রাস্তায়

আজ আর দাড়াব না।

শ্রেণী কক্ষের বাইরে,আমার বসার জায়গাতে

আজ ধূলা পড়ুক।



আমার সকল সত্তা আজ

তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাক,

তপ্ত রোদের বন্যায়

শুকিয়ে যাক আমার সকল কান্না।



তোমায় না ভেবে আমার সমকালের

অন্তত একটা দিন কাটুক...।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২

রোহান খান বলেছেন: অনেক ভালোলাগা

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

নীড় খুঁজি বলেছেন: ধন্যবাদের সাথে গ্রহন করলাম।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪

অনন্য ঐশিক বলেছেন: ভাল লাগছে :| :| :|

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

নীড় খুঁজি বলেছেন: ধন্যবাদ :|

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪২

তওসীফ সাদাত বলেছেন: ঠিক মিলেনি নিক এর সাথে কবিতার কথাগুলো। নীড় থেকে দূরে যাচ্ছেন যে নীড় খুজি নিক নিয়ে !!

কবিতায় ভালো লাগা +

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

নীড় খুঁজি বলেছেন: মাঝেমাঝে ভাবি যে,কোথায় ফিরবো? ঘরই তো বাঁধি নাই।তখনই এসব মাথায় আশে।মানুষ তো...

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৮

সায়েদা সোহেলী বলেছেন: ।তোমায় না ভেবে আমার সমকালের
অনন্ত একটা দিন কাটুক

বাহ দারুণ লিখেছেন , সহজ সরল সুন্দর অনুভূতির প্রকাশ. +

২৭ শে মার্চ, ২০১৪ রাত ২:১৯

নীড় খুঁজি বলেছেন: ধন্যবাদ :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.