নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃশব্দ নাগরিক

সম্ভব অসম্বব একজন ।

নিঃশব্দ নাগরিক

সম্ভব অসম্ভব একজন ।

নিঃশব্দ নাগরিক › বিস্তারিত পোস্টঃ

ক্ষুদ্রাকার তেলাপোকা ও পন্ডিতমশাইয়ের পাটিগনিত

১৩ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

জগতে অতিকায় হস্তি লোপ পায়, ক্ষুদ্রাকার তেলাপোকা ঠিকই থাকে । পন্ডিতমশাই’রাও কালে কালে ক্ষুদ্রাকার তেলাপোকা হয়ে টিকে থাকে এবং সহজ পাটিগনিতকে দু’চোখের জল দিয়ে গুলিয়ে ফেলে । অমানুষ হওয়ার সবক’টা ধাপ পেরিয়ে পন্ডিতমশাইরা কালে কালে আমাদের জ্ঞান দীক্ষা দিয়ে যান । আমরাও অমূল্য শিক্ষায় দীক্ষিত হয়ে দন্ড নিয়ে খগড়হস্তে নেমে পড়ি । বিদ্যার উপযুক্ত দাম মেটাতে বিদেশ থেকে আনা পিপার স্প্রে দিয়ে অমূল্য শিক্ষকদের বরন করি । তারপর প্রিয় ব্যক্তিত্বের জায়গায় কোন এক শিক্ষকের নাম বসিয়ে ভাব আবেগী দু’চার পৃষ্ঠা লিখে পুরষ্কার উঁচিয়ে ধরে শিক্ষকের শ্রাদ্ধ সারি ।

আজকাল মাঝে মাঝে নিজেকে অমানুষ মনে হয় । বাবা গত হয়েছেন বেশ কিছুদিন আগে । বাবার মৃত্যেুর পর বাবার চাকুরীকালীন অবসর ভাতা পাওয়ার জন্য আবেদন করতে গিয়ে উনার বেতনের ব্যাংক বিবরনী দেখে আমি আমার মনুষ্যত্ব নিয়ে টানাটানিতে পড়ে গেছি । যে ভদ্রলোক ঈদ বোনাস হিসেবে দুই হাজার সাতশত পঞ্চাশ টাকা (সর্বশেষ) পেত আমি তার কাছ থেকে স্বভাব গোঁড়ামি দিয়ে তিন থেকে পাঁচ হাজার টাকা আদায় করেছি । অথচ আমাদের পরিবারের সদস্য পাঁচজন । আমার এরপরেও মানুষ হওয়ার কোন অধিকার থাকে কিনা না জানি না ।

বেসরকালী স্কুল শিক্ষকদের সর্বশেষ বেতন সাকুল্যে ১১০০০ টাকার মতো (কিছু কম)। ঘর ভাড়া কথা জানতে চেয়ে লজ্জা দিবেন না । চিকিৎসা ভাতায় মহামান্য ডাক্তারবর্গের একবারের ভিজিট দিতে গিয়েও এই সমাজ লজ্জায় কাচুমাচুতে পড়ে যাবেন । অতটা লজ্জা না দিয়ে আমরা বরং অন্য একটি সংবাদ জানি । কিছুদিন আগে কোন এক সংবাদে দেখেছিলাম এদেশে বর্তমানে প্রায় চল্লিশটি বিদেশী কুকুর আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা দিয়ে যাচ্ছে । যাদের পেছনে গড়ে মাসিক ব্যয় পঁচিশ হাজার টাকা । এখন আপনি যদি চারপেয়ে কুকুর আর পাঁচ সদস্যের শিক্ষক পরিবারের পারিবারিক মাসিক আয় ব্যয়ের সহজ পাটিগনিত টানতে যান সে আপনার বিষয় । আমি অন্যদিক থেকে ঘুরে আসি ।

আমাদের মহামান্য শিক্ষামন্ত্রী জাতীয় শিক্ষাব্যবস্হাকে একেবারে হাওয়ার গতিতে এগিয়ে নিচ্ছেন । আর কিছুদিন থাকলে তিনি শতভাগ বিজয়ের কেতন উড়াবেন । পরবর্তী যেকোন শিক্ষামন্ত্রীর জন্য এমন দূর্ভ্যেদ্য এক সীমারেখা টেনে যাচ্ছেন যে ভবিষৎতে উনাকে ডিঙ্গাতে হলে ১০১% পাস দেখাতে হবে । সোয়া এক লক্ষ মেধাবীর কলকাকলিতে উনি যখন মুচে তা দিচ্ছেন তখন একদিকে ডাবল এ প্লাস পাওয়া শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় গন্ডায় গন্ডায় ফেল মারিতেছেন অন্যদিকে চারিদিকে আকাশপাতাল বিশ্ববিদ্যালয় (প্রাইভেট বিশ্ববিদ্যালয়) গজিয়ে উঠিতেছে । ওদিকে যেসব শিক্ষকের বোকামীর র্স্পধা একটু বেশী তারা দু’চার জনকে ফেল করিয়ে নিজের বেতন ভাতার উপর কারফিউ ডেকেছেন । হলমার্ক দুর্নীতি আমাদের গতরে হুল ফুঁটালেও জাতির এমন অন্তঃসারশূন্য পাসফেল রেকর্ড আমাদের জাগ্রত করে না । বরং আনন্দের অতি আতিশায্যে আমরা লম্ফঝম্ফ মারি । কিন্তু জাতির কোন ক্ষতটা সারবার নয় এই সহজ উপলব্ধিটা আমাদের অনুপস্হিত ।

বেশ কিছুদিন আগে কিছু শিক্ষক চাকুরী স্হায়ীকরনের দাবীতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছিলেন । উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রীর কাছে একখানা স্মারকলিপি দিবেন । শাহবাগ পর্যন্ত যেতেই এদেশের সর্বক্ষমতাময় পুলিশ সম্প্রদায় এইসকল শিক্ষকদের পিপার স্প্রে দিয়ে বরন করে নেয় । সাথে লাঠি গুঁতার কথা নাই বললাম ।

একদিকে দেশ এগিয়ে যাচ্ছে । জিডিপি, মাথাপিছু আয় ফুলে ফেঁপে উঠছে অন্যদিকে পন্ডিত মশাইরা পাটিগনিতকে কঠিন করে তুলছে । এমন বেমক্কা পন্ডিত মশাইদের উপযুক্ত শিক্ষা না দিলে জাতির অবনমন কিছুতেই আটকানো যাবে না । এ বিষয়ে শিক্ষামন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করে শেষ করছি ।

……………..নিঃশব্দ নাগরিক ।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.