![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের আহ্লাদের কোন সীমা নেই । নেই আস্কারারও গন্ডি । তাই জগতকূলে সে যতটা না নিজেকে নিয়ে পড়ে থাকে তারচেয়ে ঢের বেশী অন্যকে নিয়ে মেতে থাকে । এবং তার পুরোটাই উপযাচক হয়ে । আর আমরা বাংলাদেশীরা এই এক জায়গায় একেবারে অতুলনীয় । বলা চলে ঈর্ষনীয় পর্যায়ে চলে গেছি । আমরা নিশ্চিন্তে দু’খানা ঠোঁট ফাঁক রেখে তথায় বায়ু চলাচল অবাধ রাখি আর ইন্জ্ঞিন, ট্রেনের বগির রসাল গালগল্প দিয়ে নিজেকে সময়ের উপযুক্ত দাবীদার হিসেবে জায়গা বেজায়গায় বিতরন করি ।
দেশে অকাজ কু’কাজে কোন আওয়াজ নেই । কিন্তু ভদ্রলোক একখানা বিয়ে করেছে তাতে ধরিত্রিীর ঘুম নেই । সকলে একেবারে উঠেপড়ে লেগেছে । যার যা সাধ্য আছে তার সাথে কোন কার্পন্যে রাখে নাই । এমনকি নিষিদ্ধ পল্লী থেকে বস্ত্রখানা কোনরকমে টেনেটুনে বাহির হতে দেরী আছে কিন্তু দু’ঠোঁট ফাঁক করিতে কোন দেরী রাখে নাই ।
দেশে মিডিয়া (ইলেকট্রনিক এবং প্রিন্ট) নামক একখানা বস্তু আছে । যাদের আচরন নেহায়েত হকারের পর্যায়ে পৌঁছেছে । আগে নানান কেচ্ছা কাহিনী নিয়ে নানান বুর্জুগ রাস্তায় মাইক নিয়ে নেমে পড়ত । এরশাদ শিকদারের ফাঁসির পর, মান্নার মৃত্যুর পর এরকম নানান ঘটনা দুর্ঘটনায় এসব বুর্জুগবানদের অম্লমধুর বাক্যবানে আমরা কৃতার্থ হতাম । এখনকার সাংবাদিকরা অমন মহান দায়িত্ব বুর্জুগবানদের কাছে না রেখে নিজের বাস্ক পেটরায় স্হান দিয়েছে । তাই আজকাল বিয়ের লাইভ অনুষ্ঠান প্রচার হতে দেখি, দেখি পত্রিকার বিশেষ ক্রোড়পত্র । দেখি নামী বেনামী, খ্যাত অখ্যাত সকল মিডিয়ার বেহায়া উলম্ফন । জনগন খায়, পুঁজিবাদ অর্থনীতি একলাফে মগডালে ঠেকে । সুতরাং কে ঠেকায় ? এইসকল স্টুপিড প্রজাতি যখন মানবধর্ম শেখায়, মনুষ্যত্বের লাগামহীন ঘো্ড়া ছুটায়, মানুষের ব্যক্তিগত ভাবনা চিন্তার হাদিয়া বিতরন করে তখন আফসোস হয় । এরাই নাকি সমাজের দর্পন ! কি আশ্চর্য ! কি ভয়াবহ !
একটা বিয়ে । নিছকই বিয়ে । ব্যক্তিবিশেষের, পরিবারবিশেষের ব্যাপার । কিন্তু এই নিয়ে আমাদের গোষ্ঠীবদ্ধ আচরন আমাদেরকে হতাশ করার যথেষ্ঠই সুযোগ রাখে । সভ্যতা সংস্কৃতির এই যদি হয় বাস্তবতা তবে আমাদের এত এত কালের শ্রম একেবারেই জলে গেল বুঝি !
……………নিঃশব্দ নাগরিক ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৯
ভিটামিন সি বলেছেন: আমার যমুনার জল দেখতে কালো,
স্নান করিতে লাগে ভালো,
যৌবন বিফলে গেলো -
তুমি আইলা আ আ না।