![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লেখার দুঃসাহস আমি দেথাতে যাই না, অত মুরোদও আমার নেই । আমি অভাবী মানুষ, স্বভাবে অলস ।তাই নিত্য অভাবের ঘরে অনিত্য কবিতা স্হান পায় না । আলসেমীর তাড়নায় ছাইপাস কবিতা’কে একেবারে তাড়িয়েও দিতে পারি না । তাই মাঝে মাঝে অন্যায় করে বসি । আমি জানি আমার এ কদাচিৎ অন্যায় কোন ব্যক্তিবিশেষে কোন ভাব বা আবেগের জন্ম দেয় না । তাই আমার এ জাগতিক ন্যায়-অন্যায় আইন আদালতের কাঠগড়ায় উঠে না । কিন্তু এমন নিরামিষ আমি, আমার উপরই যারপরনাই বিরক্ত । তাই ভাবছি এবার প্রলয় তুলব । কবিতায় নামিয়ে নামব ধরা । সময়টা বড় অসময় । সময়ও বড্ড অল্প । আমাকে জেগে উঠতে হবে । ভয়ংকরভাবে জেগে উঠতে হবে । হায়েনার দল থাবা বসিয়েছি ঠিক মাঝ বুক বরাবর । সবুজ দেহ ভরে উঠেছে রক্তের আলপনায় । দম্ভ ঠেকেছে আকাশে । আর নয় এবার আমাকে জেগে উঠতেই হবে । প্রয়োজনে রক্তের ঋন রক্ত দিয়েই পরিশোধ হবে । তবু বুকের উপর চেপে বসা পাথরকে সরাতেই হবে । দম্ভকে করতে হবে ধ্বংস । আমার এ যাত্রায় যদি তোমাদের নাও পাই তবু আমাকে এগিয়ে যেতে হবে । রক্তের কাছে যে আমার অনেক ঋন ।
কবিতা জেগে উঠ । ধব্ংস কর সব । কবিতা, কবিতা আর একবার প্রলয় উঠাও । আর একবার টুঁটি ধরে নামিয়ে আনো সিংহাসন । আর একবার প্রমান করো তোমার প্রলয়ংকরী শক্তির । কবিতা তোমার অতীত আর ইতিহাস, বায়ান্ন আর বর্তমান, রক্ত আর প্রান সকল কিছুর দোহাই দিয়ে বলছি আর একবার জেগে উঠ, আর একবার ।
………………..নিঃশব্দ নাগরিক ।
©somewhere in net ltd.