নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃশব্দ নাগরিক

সম্ভব অসম্বব একজন ।

নিঃশব্দ নাগরিক

সম্ভব অসম্ভব একজন ।

নিঃশব্দ নাগরিক › বিস্তারিত পোস্টঃ

আমার উদাসীনতা ও বাস্তবতার দীনতা ।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২২

বাড়াবাড়ি রকমের বাড়াবাড়ি আমি বরাবরই আড়চোখে দেখার চেষ্টা করি । তাই মিডিয়ার বেশ কয়েকদিনের বাড়াবাড়ি আমি অতি সজ্ঞানে এড়িয়ে যাই । কোথাকার কোন মুসা বিন শমসের হঠাৎ করে মিডিয়ার এতখানি জায়গা বেদখল করে কাগজের পাতা ভারি করছে, আর চারিপাশে ক্যাওয়াজ সৃষ্টি করছে । এসব আমার মোটেই ভাল লাগছিল না । তাই সময় থাকলেও পত্রিকার ঐসব কলাম পড়ার রুচি আমার হলো না । আরে বাবা বাংলাদেশে মানুষ অমানুষ সুযোগ পেলেই বড় বড় দুর্নীতি করে এ আর বলার কি আছে । তোমরা বলে বা লিখেই বা কি রাষ্ট্র উদ্ধার করেছ । তোমরাওতো সুযোগে কম যাও না । তোমাদের চরিত্র, বেতন আর জীবনমান দেখলে বুঝি আমরা বুঝি না । যাক সে কথা ।
কোন এক ছুটির দিনে অলস সময় কাটাচ্ছি আর নেটে বসে পত্রিকা চষে বেড়াচ্ছি । চাষবাস শেষেও যখন অফুরন্ত সময়ের কুলকিনারা করতে পারছিলাম না তখন চিন্তা করলাম দেখি ব্যাটা মুসা বিন শমসের কি এমন আয় করেছেন যাতে রাষ্ট্রের চোখ ছানাবড়া ।
আমি বরাবরই যৎকিঞ্চিত আতলামি পছন্দ করি । কিন্তু তাই বলে আমি নিজে অতবড় আঁতেল হব বুঝতে পারিনি । যখন জানলাম সুইস ব্যাংকে তার মাত্র সাত বিলিয়ন ডলার আটকে আছে (বাংলাদেশী টাকায় একান্ন হাজার কোটি টাকার মতো) তখন নিজেকে প্রবাদপ্রতীম বলদ ছাড়া আর কিছু মনে হল না ।
বাড়াবাড়ি রকমের সম্পদের ক্যাওয়াজ বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছবে এই সাধারন জ্ঞান আমার থাকা উচিত ছিল । তাছাড়া জগতের সকল প্রকার উদাসীনতা আমার জন্য আবশ্যকও ছিল না । তাতে ভুল বুঝাবুঝি হয় ।

...............নিঃশব্দ নাগরিক ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫২

এমএম মিন্টু বলেছেন: এটা শুধুই মজা করা আপনার সাথে আমার সাথে আমাদের সকলের সাথে ।

মনে করেন মুসারে না চিনতেন আপনি না চিনতাম আমি শুধুই আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া দেশের অর্থ লুট করা একজনের সাথে আমাদের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.