নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃশব্দ নাগরিক

সম্ভব অসম্বব একজন ।

নিঃশব্দ নাগরিক

সম্ভব অসম্ভব একজন ।

নিঃশব্দ নাগরিক › বিস্তারিত পোস্টঃ

আমার অজ্ঞতা ও মনুষ্য চক্ষু তৃপ্তির যোগ-বিয়োগ ।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪১

আমার যাপিত জীবনের অজ্ঞতা আমাকে সমস্তই অস্হির করে তুলেছে । এর সাথে আশ্রয় নিয়েছে আমার সীমাহীন আলসেমী । ফলাফল জাগতিক পৃথিবীতে মূল্যহীন কিছু কাগজ কলমের আঁকিবুকি আমার কাছ থেকে হারিয়ে যাওয়া । সবটুকুই হারিয়ে গেছে হয়তো এমন নয় । অধিকাংশই হয়তো হেথাহোতা খুঁজে পাওয়া সম্ভব । কিন্তু তার জন্য যে শ্রম প্রয়োজন সে রকম শ্রমিক আমি নই । আমি স্বভাবে অলস, কর্মে অর্থব । তাই নিজের উপর ভরসা রাখতে পারি না । আমার ইত্যকার কর্মগুনের জন্য আমি যথাবিহীত ক্ষমাপ্রার্থী । যদিও এর কোন আবশ্যকতা ছিল না । এমনকি মনুষ্য সমাজেরও কোন দাবী-দাওয়া আছে বলে আমার জানা নেই । বরং পৃথিবীর কিছু অপাংক্তেয় আবর্জনা মনুষ্য চক্ষু সম্মুখ হতে বিদায় নেওয়ায় মানব সমাজে তৃপ্তির উপলক্ষ হয়েছে বোধকরি ।
জাগতিক ভাব বিলাসের জন্য আমার আফসোস নেই । সে সামর্থ্যও আমার নেই । আমার আফসোস আমার অসাবধান অজ্ঞানতার জন্য ।জগতে কিছুমাত্র জ্ঞান থাকা বোধকরি মন্দ না । কেননা তাতে জগতের কল্যান অকল্যান হোক আর নাই হোক নিজের’তো কিছু উপকার হয় । নিজের উপকারটুকু বুঝার ক্ষমতা যে জীবের নেই পৃথিবীতে তার উপহাসের জায়গাও সীমিত ।
কম্পউটারের PC খানা নষ্ট হলো । সাথে সাথে আমার অজ্ঞতার সীমাও পরিষ্কার হল ।

…………..নিঃশব্দ নাগরিক ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.