![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এদেশবাসীর মতো দুর্ভাগা মর্তে আর আছে কিনা আমার সন্দেহ । জমিনে হাসিনা-খালেদা, আসমানে নরক । ইহকালে হাসিনা-খালেদার শাসন, পরকালে পাপের প্রায়শ্চিও ।এরচেয়ে বড়, ভয়ংকর আমাদের জন্য আর কি হতে পারে? আমরা এ জগতের নিকৃষ্ট জনগন আর পরজগতের উৎকৃষ্ট পাপী হয়ে বিধাতা সম্মুখ চোখ তুলে বসে আছি । একদিন বিধাতা নামবেন এ ধরাতে । সকল অন্যায় অনাচারের অবসান হবে, আর আমরা সুখনিদ্র যাবো । পরকাল অনিশ্চিত হলেও ইহকালে কিছু শান্তি নিয়ে ইহধাম ত্যাগ করবো । কিন্তু বিধাতা নামেন না । আমাদেরও ক্লান্তির শেষ হয় না ।
আমাদের সুখ কোথাও নাই । স্বয়ং বিধাতাও আমাদের উপর কেন জানি বিরাগভাজন হয়ে উঠেছেন । শীতে শীত দেন’তো, গরমে কলিজা ফাঁটা রোদ দেন । ফল দেন’তো ফলে বিষ মারার উপকরনও দেন । খাদ্যশস্য দেন’তো রাসায়নিক আর্তনাদও দেন । অসুস্হতায় চিকিৎসক দেন’তো লম্বা লম্বা ফর্দ আর নানান কিছিমের ডায়াগনসিস দেন । কোন পুরুষের পাপ নিয়ে কোন অলুক্ষনে এমন ভবদেশকে বেছে নিয়েছিলাম কে জানে? পুর্নমূল্যায়নের একটা সুযোগ রাখলে এই ছোট্র ভূ-খন্ডের উপর আদমের চাপাচাপি অনেকখানি লাগব হতো ।
আমি প্রায়ই জ্ঞাতে অজ্ঞাতে বলি দুবাই যাব । প্রথম প্রথম এমন অহেতুক উক্তির কোন কারন নিজেই খুঁজে পেতাম না । ইদানীং কিছু যুক্তি খুঁজে পাচ্ছি । আমরা এই ভবদেশে পড়ে ইহকাল পরকাল হারাব আর আরবের আমির’রা গুলা কয়েক ইয়া হাবিবি (নর্তকী) নিয়ে গলায় সুরা ঢালবেন । একদিকে আশরাফি (স্বর্নের মুদ্রা) ছিটাবেন অন্যদিকে বেহেশতখানায় প্রথম শ্রেনীর আসন নিয়ে বসে পড়বেন । আর আমি মিন্টু ইহকালে হাসিনা-খালেদার কাছে জীবন বন্ধক দিব আর পরকালে চতুর্থ শ্রেনীর আদম হয়ে আগুনে পুড়ব এ হয় না ।শখ আহ্লাদ আমারও আছে ।
……………নিঃশব্দ নাগরিক ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৩
হামিদ আহসান বলেছেন: ভালই বলেছেন ...............