![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ করেই মস্ত একখানা বিপদে পড়ে গেছি । এভাবেই আমি জগত অন্ধ । তার উপর যদি কেউ আমার নিজ সম্বন্ধে জানতে চায় তবে আর উপায় আছে কি ? পৃথিবীর তাবৎ জ্ঞান ধার-কর্জ করে আমি কিছুমাত্র চেষ্টা করতে পারি বটে, কিন্তু তাতে কে কতখানা আমাকে বুঝতে বা চিনতে পারবে সৃষ্টিকর্তাই বলতে পারবেন । উপরে সৃষ্টিকর্তা নিচে কাগজ আর হাতে কলম রেখে নিজেকে যথাসম্ভব বয়ন করার চেষ্টা করলাম ।
আমি পাঁচ ফুট চার ইঞ্চি (টেনেটুনে) উচ্চতাধারী এক ভব আদম । গায়ের রং জাম ফর্সা (জাম ফর্সা শব্দটাতে আপনি পরিচিত নাও হতে পারেন তাই যৎকিঞ্চিত ব্যাখ্যা দেই । দুধের মতো সাদা হলে মানুষ দুধ ফর্সা বলে, সে বিবেচনায় কালো জামের মতো ফর্সা বলে আমি নিজেকে জাম ফর্সা দাবী করি) । ওজন মন দেড়েকের উপর হবে (অনেক আগে একবার উচ্চতা মাপক যন্ত্রে তিন বন্ধু মিলে ওজন করেছিলাম, তাতে তাই ধারনা । এখানে উল্লেখ থাকে তিন গুনন দুই সমান ছয় টাকা হলেও আমরা এক টাকা কম দিয়েছিলাম) । গ্রামের বাড়ি বিএনসিসি’র মধ্যে । সহজে মনে রাখবার জন্য একটা সূত্র হলো আমার থানা বা গ্রাম কোনটাতেই আকার, একার বা কমা কোনকিছুই নেই । বর্তমানে থাকি ধানমন্ডিতে (আসলে রায়েরবাজার এলাকায় । ধানমন্ডি বললাম কারন শুনতে ভাল শুনায় । তাছাড়া কেমন জানি একটা আভিজাত্য আভিজাত্য ভাব আসে । মানুষও একটু নেক নজরে দেখে) । শিক্ষাগত যোগ্যতা অধম তূল্য । চাকুরির বয়সের শেষ সীমার কাছকাছি এসে কোনরকমে একখানা স্নাতোকোওর সনদ বগলদাবা করে বসি । গুটি কয়েক চাকুরীতে নিজের যথাসম্ভব ব্যর্থতা প্রদর্শন পূর্বক সুদের কারবারে স্হির হয়ে পড়ে আছি । তাই দিয়ে নিজের রুটি হালুয়া চলে যাচ্ছে । আমার একখানা বউ আছে । আবার সন্তানও একখানা । সন্তান আমার মতো জাম ফর্সা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে নাই । এরকম জাম ফর্সা হওয়া’তো আর চাট্টিখানি কথা না ।
মাঝখান দিয়ে নিজের বয়স বলতে ভুলে গেছি । বয়স বত্রিশ প্লাস হবে (আমার মনে হয় বয়সে কোথাও এগার মাসের একটা ঘাপলা আছে । বাবা জীবিত নেই । থাকলে ঘাপলাটার বিষয়ে একখানা সমাধানে যাওয়া যেত । আপাতত প্লাস মাইনাস এগার মাস জ্ঞানে রেখে বয়স হিসেব করলেই হবে) ।আমি মনে হয় আমার নিজ সম্বন্ধে বয়নের শেষ পর্যায়ে এসে গেছি । এবার কে কতটুকু বুঝলেন তার দায়ভার আমার উপর না রেখে এদিক ওদিক যেদিকে পারেন ছিটিয়ে দেন । আমি আপাতত বীরের মতো পালাই ।
সাবাস বাঙ্গালী, পালাও ।
ভাল থাকবেন ।
………….নিঃশব্দ নাগরিক ।
©somewhere in net ltd.