নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃশব্দ নাগরিক

সম্ভব অসম্বব একজন ।

নিঃশব্দ নাগরিক

সম্ভব অসম্ভব একজন ।

নিঃশব্দ নাগরিক › বিস্তারিত পোস্টঃ

অপরিনত সন্তান ও ইহলৌকিক দৌড় ।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০২

আমার কেন জানি মনে হয় ইতিহাসে যা কিছু ঘটেছিল তার সবটুকুর’ই কোন না কোন আবশ্যকতা ছিল । ব্রিটিশরা দু’শ বছর শাসন নয় শোষন করেছিল । পাক বাহিনীও বিশ-বাইশ বছর আমাদের উপর ছড়ি ঘুরিয়েছিল । অথচ আমার দেশের নেতা, উপনেতারা অতি অল্প সময়েই দৃশ্যপট থেকে বিদায় নিলেন । বিদায় নিলেন সামরিক অসামরিক ক্ষমতা ।স্রষ্ট্রার ন্যায় আমাদের পক্ষে বুঝা মুশকিল । আর যতদিনে বুঝি ততদিনে যা অমঙ্গল হবার তার সবটুকুই আমাদের উপর আদিষ্ট হয়ে বসে ।
রাজা মন্ত্রী খেলা চলে । মাঝখানে আমরা ফাঁটা বাঁশের চিপায় পড়ি । দশ টাকার গাড়ি ভাড়া একশত পঞ্চাশ টাকা দিয়ে এ ভব পৃথিবীতে জন্ম নেওয়ার শিক্ষা নেই । গনতন্ত্রের সুর তাল’লয়ে দিবা নিদ্রা যাই । মাঝে মাঝে আততায়ীর ককটেলের শব্দে জেগে উঠি । দেখি হাত আছে’তো পা নেই । কি আশ্চর্য দেশ । কি আশচর্য ন্যায় । আমার করের টাকায় কেনা গুলি আমারই বুকে ফিরে আসে কোন না কোন অজুহাতে । আমারই মাটির জমিনে পুঁততে হয় আমার ভাইয়ের পোড়া লাশ ।
অপরিনত বাচ্চা ভূমিষ্ঠ হলে ডাক্তার হাসপাতালের পেছনে যেমন মা-বাবাকে দৌড়াতে হয়, তেমনি অপরিনত এক রাষ্ট্র ভূমিষ্ঠ হয়ে আমাদেরকে রেখেছে দৌড়ের উপর । সবকিছুতে তাড়াহুড়া মঙ্গলজনক নয় । আখের ভাল হয় না ।মাওবাদী নেপাল আর তামিল শ্রীলংকা প্রসবের কষ্ট হাড়ে হাড়ে টের পেয়েছে । তাই ক্ষমতা ধরে রাখার স্বাদ আর ক্ষমতা হস্তান্তরের আনন্দ আজ ওদের পরিনত সন্তানের মুখে । আমরা অপরিনত সন্তান নিয়ে আছি দৌড়ের উপর । এ সন্তান হয়তো ইহলোক ত্যাগ করিবে না, তবে ইহলোক’তো বটেই পরকালেও বোধহয় আমাদের শান্তি দিবে না ।

…………….নিঃশব্দ নাগরিক ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.