নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃশব্দ নাগরিক

সম্ভব অসম্বব একজন ।

নিঃশব্দ নাগরিক

সম্ভব অসম্ভব একজন ।

নিঃশব্দ নাগরিক › বিস্তারিত পোস্টঃ

মস্তিষ্ক উর্ধ্ব চুল ও নানান কু’ভাবনা ।

২৩ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০২

মানুষের চক্ষুলিপ্সা যেভাবে দিন দিন বেড়ে চলছে তাতে আমার মতো মানুষের চলাফেরায় যৎকিঞ্চিত সমস্যার উদ্রেক হচ্ছে । হস্ত হতে মস্তক, আজকাল কোনটাই মানুষের দৃষ্টিশক্তির বাহিরে যাচ্ছে না । ফলে মস্তকের তালুতে বিচরন করা নিরপরাধ চুলকেও মানুষের তীর্যক বানী শুনতে হয় । আমি অবশ্য সহসাই দমে যাবার পাত্র নই । তাই কেউ পাকা চুল নিয়ে কিছু বলিলেই গাদা গাদা মুখস্ত কথা শুনিয়ে দেই । সৃষ্টিকর্তা সমস্ত শরীর কালো করে তার নেক দৃষ্টি চুলের উপর দিয়েছেন তাতেই মানুষের যত হিংসে । মানুষও পারেও বটে ।
সেলুনে গেলেই নাপিতের স্বগোক্তি মামা চুল কালি করে দেই । কেন ব্যাটা চুল কালো করতে হবে কেন? কত মানুষ কত কষ্ট করে চুলে নানান রং করে । আর আমি সৃষ্টিকর্তার কৃপাকে অস্বীকার করে কোন দুঃখে চুল কালো করতে যাবো । ব্যাটা তোমার ইহকাল’তো সেলুনে দিয়েছে এবার আমার পরকালে হাত দিয়েছো ।

…………….নিঃশব্দ নাগরিক ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.