নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃশব্দ নাগরিক

সম্ভব অসম্বব একজন ।

নিঃশব্দ নাগরিক

সম্ভব অসম্ভব একজন ।

নিঃশব্দ নাগরিক › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু চাই, একবারের ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৭

এই বির্বন সময়ে সবকিছু থমকে গেছে কোন এক আবশ্যক ভয়ে । স্বস্তির নিঃশ্বাসটুকুও আজ পরাহত । সত্যকে আজ বড় বেশী মিথ্যা মনে হয়, মিথ্যেকে সত্য ।পারিপ্বার্শিক যা কিছু নিজের কাছে ক্ষুদ্রাতিক্ষুদ্র বিশ্বাসযোগ্য ছিল তার সবকিছুতেই আজ উগ্র গনতান্ত্রিক শৃঙ্খল । একদিকে আমি পুড়ছি, অন্যদিকে বেওয়ারিশ হচ্ছে আমার নিথর দেহ । অথচ আমার জন্ম হয়েছিল কোন এক মাতৃগর্ভে, ভূমিষ্ট হয়েছিলাম স্বাধীন ভূখন্ডে ।আমার অধিকার ছিল আমার সন্তানের তুলতুলে গালে চুমু দেওয়ার । আমার অধিকার ছিল মাতৃ আঁচলে শীতল নিদ্রা যাওয়ার । আমার অধিকার ছিল স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে ইতিহাসের রাজনৈতিক ব্যবসার গায়ে থুথু ছিটানোর । আজ পতাকায় স্বাধীনতা আছে, কিন্তু নিঃশ্বাসে পরাধীন । মুখে বুলি আছে বটে উচ্চারন নেই । রাজনীতির গনতান্ত্রিক ব্যবসায় আইন আদালত কবেই মানুষের বিশ্বাসের উর্ধ্বে চলে গেছে । তাই ওমুখো হওয়ার ভ্রান্ত চিন্তা আজকাল কেউ করে না । পুলিশের উর্দির নিচে মানবতার বীভৎস কংকাল বহুদিনের । শেষ ভরসা ছিল স্বাধীন সংবাদ মাধ্যম । এই স্বাধীন সংবাদ মাধ্যমের দ্বি-বিভাজন দেখে আসছি জ্ঞান হওয়ার পর থেকেই । তাও মেনে নিয়েছিলাম । তাই বলে দ্বি-বিভাজিত এই মাধ্যমেরও শেষকৃত্য এক জীবনে দেখতে হবে ?
আমার মাঝে মাঝে মনে হয় এদেশে কোন পুরুষ নেই । নির্দিষ্ট করে বললে গনতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে কোন পুরুষ নেই । অথবা পুরুষত্ব নিয়ে এসব প্রতিষ্ঠানে মানুষ প্রবেশ করে বটে, তারপর সার্জারির মাধ্যমে বিশেষ অঙ্গহানির মাধ্যমে সকলেই পুরুষত্ব হারায় । কিন্তু এই পুরুষত্বহানি যে একটা রাষ্ট্রের পুরুষত্ব নিয়ে আমাদেরকে সম্মুখ লজ্জায় ফেলে দেয় এই বোধ আমাদের কোন কালেই হয় না । যদি তাই হতো একই ইতিহাস বারবার ফিরে আসতো না । আমাদেরকেও দেখতে হতো না একটা নগ্ন বাংলাদেশ । আমাদের নগ্নতা, লাজলজ্জা এমন এক জায়গায় স্হির হয়ে আছে যে, আমাদের সমস্ত দেহ উলংগ থাকলেও মুখে অনবরত হাসি লেগেই থাকে । কিন্তু ঐ স্হির হাসিটা কতটা ইতর বিশেষের তা যদি জানতাম তবে কবেই ঘৃনায়, লজ্জায় আও্বহত্যা করতাম । কিন্তু বিধাতার বিশেষ আনুকূল্য এই আমাদের ঐ জ্ঞানটাও নেই । তাই আমরা উলংগ দেহ নিয়ে হাসতে পারে, হাসাতেও পারি ।
সত্যটা সহজ প্রকাশে ভয় । তাই এড়িয়ে যাই । আমি জানি আমার ঠোঁটের উপর দন্ডায়মান ক্ষমতার খড়গহস্ত । চোখের পাতাতে ক্ষমতার বিষবাষ্প । তাই আজকাল কিছু দেখি না, কিছু বলি না । মাঝে মাঝে উর্ধ্বে তাকাই । বিধাতার কাছে জানতে চাই স্বাধীন পরবর্তী শাসন আর আজিকার শাসন, মাঝখানের চল্লিশ বিয়াল্লিশ বৎসরের বাড় বাড়ন্ত দেহ, উন্নত মগজের মিল অমিল কিংবা শেষ কোথায় । এই আমি আর কতকাল বয়সে বৃদ্ধ আর জ্ঞানে কাঁচা হবো ? আর কতটা ক্ষমতার বলি হলে বন্ধ হবে আমার উৎকট নগ্ন হাসি ? আর কত বয়স হলে আমি ফিরে পাবো আমার পুরুষত্ব ?
প্রান সৃষ্টিকর্তার দান । মৃত্যু একবারই । তবে কেন বারবার আমায় মরতে হবে ?
হ্যাঁ বিধাতা । আমাকে একবারের মৃত্যু দাও । আমার পুরুষত্ব ফিরিয়ে দাও । বন্ধ করো তোমার নগ্ন হাসি । আর যদি নাই পার তবে ধ্বংস করো তোমার ধরা ।
………….নিঃশব্দ নাগরিক ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৮

নিলু বলেছেন: নিয়তির খেলা , লিখে যান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.