![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জগতে মানুষের দৈন্যতা এইরূপ পর্যায়ে পৌঁছিবে তা কোনকালেই হৃদয়ে আশ্রয় পায় নাই । আমি নিজের দৈন্যতার ব্যাপারে যথাবিহীত সাবধান থাকার চেষ্টা করি । আমি জানি কতটা মাকাল ফল হয়ে আমি এই ভূমিতে স্হান নিয়াছি, কতটা নৈর্ব্যক্তিক আমি জগত ভূখন্ডে । তো বলছিলাম মানুষের দৈন্যতার কথা । সেদিন ফেসবুকে নজর বুলাতে গিয়ে দেখলাম আমারই কাছের এক বন্ধুপ্রতীম ভাই ফেসবুকে আমার লেখা তার নিজের বলে চালিয়ে দেওয়ার এক প্রানান্তকর চেষ্টা করে চলছেন । ইতিমধ্যে একখানা মন্তব্য আর অর্ধডজন লাইককে তার নকল লেখা একখানা পর্যায়ে যাওয়ার চেষ্টা করছে । আমি স্বভাব প্রতিবাদ করলে তিনি শেষপর্যন্ত তার লেখা এডিট করে আমার নাম খানা উল্লেখ করে দেন ।
এবার মানুষের দৈন্যতার কাছে ফিরি । আরে বাবা আমার মতো অর্থবের লেখা কপি পেষ্ট করে জগতে তোমার কি এমন কর্ম সাধিত হবে ? আমি অকালকুষ্মান্ড আমার দৌড়’তো আমি জানি । আগে যদি জানতাম তবে তোমায় রক্ষে দিতাম । সে কপাল আমার হলো না ।তোমারও ইজ্জতখানির কিঞ্চিত দৌড়াদৌড়ি হলো । অবশ্য সবিশেষে সকলেই যে ব্যর্থ হবে এমন বাধ্যবাধকতা কোথাও দেখি নাই । তাছাড়া যুগের বিভ্রমে কিছু উপকার পাইলেও পাইতে পারো । কেননা জগতে যে হারে লুতুপুতু লিপস্টিকের আর্বিভাব ঘটেছে তাতে ক্ষেত্রবিশেষ মস্তিষ্কে তোমার অসাধারনত্ব অতি সহসাই আশ্রয় পাবার বিরাট আশংকা রয়েছে । কেননা এই জাতীয় লিপস্টিকরা নিজের জন্য যেমন ভয়ংকর তেমনি তোমার জন্যও । তারা মই ছাড়া তোমাকে উর্ধ্বে তুলবে আবার পুবাকাশের রং না মিলিতেই পশ্চিমাকাশে ধরা দিবে । অবশ্য আজকাল তোমার আকাশও কম নয় । তুমি স্বীকার করো না এই যা ।
এই জগত ভূখন্ডে মানুষের সম্ভাবনা অনন্ত । এর উদাহরনও আমাদের কাছে কম নেই । তাই বলছি আমার মতো অন্তসারশূন্য ব্যক্তির পেছনে না লেগে যদি শরৎ বা রবি বাবুর পেছন লাগতে তবে কবেই তোমার হাত ধরে দেবচক্রবর্তী (দেবদাস/দেবচক্রবর্তী) পয়দা হতো । এতে তোমার যেমন একটা হিল্লে হতো তেমনি জাতি হিসেবেও আমরা ধন্য হতাম । তুমি নিজেকেও বঞ্চিত করলে, আবার আমাদেরকেও ঠকালে । দুই জায়গাই আমার আফসোস রইল ।
……………নিঃশব্দ নাগরিক ।
©somewhere in net ltd.