![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জগত বিভ্রম আমার অনেক কালের । তাই সকালের মিষ্টি রোদে আমার ঘুম ভাঙ্গে না । ঘুম ভাঙ্গে আমার অনিচ্ছুক বাস্তবতার । আমি বিছানার এপাশ ওপাশ করি আর স্বীয় ব্যর্থতার আর্তনাদে নিজেকে ধিক্কার দিতে থাকি । এই অসম্ভব বাস্তবতা আমার জন্য কি সাবলীলভাবে আদিষ্ট হয়ে আছে তা ভাবলেই জগত প্রভূর উপর হিংসে হয় । আবার কৃপাও হয় কদাচিৎ । কেননা আমি আমার জীবনে এইটুকু বিশ্বাস আনতে পেরেছি যে, যোগ্যতার সর্ব উর্ধ্ব শ্রেনীতেই মনুষ্য সমাজের বিচরন । তাই অন্ন অথবা অনন্যেপায় সবটুকুর জন্যই স্রষ্টার কাছে কৃতজ্ঞতা স্বীকারের দ্বিমাত্র উপায় আমার নেই । মানুষ হিসেবে আমার নিজ সন্দেহ আমাকে মাঝে মাঝে অকৃতজ্ঞ করে তোলে । আমি আমার স্বীয় আকাশের উর্ধ্বে তাকিয়ে জগত স্রষ্ট্রার রহস্যে নিজেকে তালগোল পাকিয়ে ফেলি আর অদৃষ্ট যাতনায় সৃষ্টিকে তিরস্কার করি । অথচ নিজেকে তিরস্কার করার সরল জায়গায় পৌঁছতে পারি না । এমনকি নিজের স্বীয় সও্বাকে সৃষ্টিতও্বে নিয়োগও করি না ।আমার এমন বহুমাত্রিক তিরস্কার স্রষ্টার বা সৃষ্টির কোন যোজন-বিয়োজন না ঘটালেও নিজের মৃত্যুর সাথে সময়ের ব্যবধানকে ক্রমহ্রাসই করে । সাথে সাথে আমার ইহলৌকিক আফসোসকে পরলৌকিক অভাবেও রূপান্তরিত করে ।
…………..নিঃশব্দ নাগরিক ।
২| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:২৯
ইফতেখার ভূইয়া বলেছেন: মাথার উপর দিয়া গেলো
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৫ রাত ১১:৫৬
নেবুলাস বলেছেন: স্রষ্টাকে কৃপা করা এইগুলা কি বলেন ভাই? মানুষ স্রষ্টাকে কিভাবে কৃপা করে? স্রষ্টাইতো মানুষকে কৃপা করেন।