![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগে জানতাম দুই দলে এগার জন করে মোট বাইশ জন মিলে ক্রিকেট খেলে ।আজ জানলাম ক্রিকেট পঁচিশ জনের খেলা । এরমধ্যে বাইশজন নিজ নিজ দলের পোশাক পরিধান করে ব্যাটিং বোলিং ফিল্ডিং করে । বাকি তিনজনের দু’জন মাঠে দাঁড়িয়ে হস্ত নাড়ানাড়ি করে এবং সর্বশেষজন শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসে ইলেকট্রনিক কলকব্জা নেড়ে আইসিসির গোলামি করে । এই তিনজনকে অবশ্য ক্রিকেটীয় ভাষায় আম্পায়ার বলে । এদের কাজ হলো দুই দলের খেলাকে সঠিকভাবে পরিচালনা করে । কিন্তু খেলা পরিচালনার উর্ধ্বে উঠে যখন কোন বিশেষ এক দলকে জেতানোর নগ্ন চেষ্টায় লিপ্ত হন তখন বাইশ জনের খেলাকে পঁচিশ জনের খেলা ভেবে ভুল করলে দোষের কিছু থাকে না ।
আইসিসি’র কাছে অনুরোধ আপনাদের লাজলজ্জা একান্তই আপনাদের বিষয় । কতটা উলংগভাবে কার কতটা দালালি করবেন তাও আপনাদের বিষয় । শুধুমাত্র ICC এর Elaboration টা পরিবর্তন করে নিন । তাতে আমাদের মতো মানুষদের সুবিধা হয় । কেননা বিভ্রম দূর করে, রেজাল্ড জেনে খেলা দেখতে বসলে জয় পরাজয়টা অতটা গায়ে লাগে না । তাছাড়া লজ্জা পাওয়ারও সুযোগ থাকে না ।
……………….নিঃশব্দ নাগরিক ।
©somewhere in net ltd.