![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈরাগ্য সাধন সে আমার জন্য নয় । সংসারধর্ম, তাতেও অরুচি । এই ভবকূলে তবে আমার অবস্হান কোথায় ? মাঝে মাঝে এই সত্যটা আমি আমার স্ত্রীকেও বলি । স্ত্রী আফসোস করে । আমিও করি । হয়তো আফসোস ব্যতিরেকে কারোরই দ্বিমাত্র কোন উপায় নেই । জগত যে জাগতিক টানাটানিতে আটকে গেছে তাতে সংসারধর্ম আবশ্যক হয়ে উঠেছে । এরচেয়েও বড় কথা বিবেকের ধারদেনা, মমতার মাখামাখি । তাই বাধ্য ছেলের মতো অবাধ্য সংসার জীবনের নিত্য পোড়নে নিজেকে নিবেদিত রাখি । এখানে ভাববার এমন কোন অবকাশ নেই আমি বা আমরা সাংসারিক জীবনে বিন্দুমাত্র অসুখী । চিন্তার মিল আর বোঝাপড়ার মিল দুটো আলাদা বিষয় । সংসার করতে চিন্তার মিল লাগে না । বোঝাপড়ার মিলটা থাকলেই চলে । দিব্যি চলে ।
এককালে বৈরাগ্য জীবনে ঈর্ষা ছিল । অকারনেই নিজেকে নিজে অন্য উচ্চতায় দাঁড় করাতাম । মনে হতো এ জগতকূলে আমার মতো ভয়ংকর সুখী দ্বিতীয়টি নেই । শুধু কি মন, ঠোঁটও চলত সমান তালে । এই ঠোঁটই অবশ্য আমাকে আমার পরিচিত পৃথিবীতে কিছু সত্যর সামনে দাঁড় করিয়েছে । আমিও সকল সত্যটা জানি । আবার এটাও জানি সকল সত্য জানলেই সকলকে জানাতে হবে এমন হেন চিন্তা না করাই মঙ্গলজনক । যে অমোঘ পৃথিবী আমাকে এমন সত্যের সামনে দাঁড় করিয়েছে সেই একই পৃথিবী আমার সকল সত্যে আমাকে নিশ্চিত করবে এমনটা ভাবা বোধহয় ঠিক নয় । অন্ন ধার করে ক্ষুধা নিবারন করা যায় বটে, তাই বলে চিন্তা চেতনা ধার করে জীবন চালানো যায় না । তাই বৈরাগ্য জীবন আর সংসারধর্ম দুটোর সাথে মিল রেখে এক অমিল জীবনবোধের সন্ধান করে চলছি । এখানেও আহ্লাদিত হওয়ার কিছু নেই । কেননা আমি বরাবরই স্মরনে রাখার চেষ্টা করি ব্যর্থ মানুষ হিসেবে আমার একটা সফলতা আছে ।
…………………..নিঃশব্দ নাগরিক ।
©somewhere in net ltd.