নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃশব্দ নাগরিক

সম্ভব অসম্বব একজন ।

নিঃশব্দ নাগরিক

সম্ভব অসম্ভব একজন ।

নিঃশব্দ নাগরিক › বিস্তারিত পোস্টঃ

জাত কাঙ্গাল নিত্য অভাবী মানুষ ।

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২২

আমি না জাতে মানুষ, না ধাঁতে । জগতের সকল সম্ভাষন আমার কাছে এক দুঃসহ পীড়া । লৌকিক পৃথিবীতে যা ধর্তব্য আমার কাছে তা দুর্বিনীত । তাই সকল সরল চক্ষুর বৈপরীত দৃষ্টি দিয়ে জীবনকে বক্র করে এক অহেতুক আত্ত্বতুষ্টিতে ভুগছি । আমি জানি আমার এ পড়ে থাকা দৃষ্টি দেশ বা দশের কিছুমাত্র উপকার বা অপকার করতে পারবে না । অবশ্য দেশ বা দশের চিন্তা মাথার উর্ধ্বে স্হান দিয়ে আমি অবিরত বকবক করে যাওয়ার চেষ্টা করছি তা’ও নয় । আমি শুধু এটুকু জানি, যা আমি বুঝি তা স্হিরভাবে বুঝি । যা বুঝি না তা কোনভাবেই বুঝি না । কোন ভাব-বিলাসিতা দেখানোর জন্য নিজকে আপোষ করার সহজাত প্রবৃওি আমার নেই । তাই মুখরোচক আমার নিন্দুকের অভাব হবে এমন আষ্ফালন করি না । এদেশীয় বঙ্গবাসীর সকল উৎসাহ উদ্দীপনার আমোদটা যতটা না আমাকে ক্রিয়া করে তারচেয়ে প্রতিক্রিয়া করে বেশী । আমার সরল মস্তিষ্কে হাজার টাকার পান্তা ইলিশের যোগ-বিয়োগ কিছুতেই মিলে না । একদিনের বাঙ্গালী সাজার কেচ্ছা কাহিনীও যুঁতসই ঠেকে না । যেখানে স্বকীয়তার বারোটা বাজাই নিত্য, সেখানে পহেলা বৈশাখ প্রভাতে অনিত্য বেশভূষ নিতান্তই হাস্যকর মনে হয় । নিজেকে অমন হাস্যকর প্রমান করার কি এমন আবশ্যকতা এ জাতির রক্তে এমন ভয়াবহভাবে উপদ্রব হলো তা সৃষ্টিকর্তাই ভাল জানেন ।

নিত্য বাঙ্গালীত্বে আমার আপওি নেই । বরং শ্রদ্ধার্ঘ্য । কিন্তু অনিত্য চিন্তাচেতনায় নিত্য বাঙ্গালীত্বের যে ভয়াবহ সর্বনাশ তাকে কোন উপলক্ষ দিয়ে শুদ্ধ করার মানসিকতা আমার নেই । আমি নিত্য ছুটব ফাস্টফুডের দোকানে আর বৈশাখ প্রভাতে একথালা পান্তা ইলিশ নিয়ে নিজের জাত-বেজাতের রগরগা কাহিনী ছুটাবো বন্ধুমহলে, এমন দারিদ্রতা এখনো আমাকে পেয়ে বসেনি । এতটা নিঃস্ব হওয়ার সামর্থ্যেও আমার নেই । আমি জাত কাঙ্গাল, নিত্য অভাবী ।কিন্তু মাতাল কাঙ্গালী নই ।

...................নিঃশব্দ নাগরিক ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.