নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃশব্দ নাগরিক

সম্ভব অসম্বব একজন ।

নিঃশব্দ নাগরিক

সম্ভব অসম্ভব একজন ।

নিঃশব্দ নাগরিক › বিস্তারিত পোস্টঃ

ভুল । সবটুকুই ভুল ।

১১ ই মে, ২০১৫ রাত ১১:২৯

নিজেকে বঞ্চিত করার আক্ষেপ আমাকে কিছুতেই মুক্তি দিবে না । আমার চিরায়ত সমাজ সংস্কার সর্বোপরি চিন্তাভাবনা আর নিয়ম অনিয়ম আমি সমস্তই আমার জন্য দূর্ভাবনা । আমি জানি কি এক ভয়ংকর ভালবাসায় আজকাল দিনাতিপাত করছি । কিন্তু এর কিছুমাত্রই আমার চাহিদা ছিল না । আজো নেই । আমি আমার Extreme ভাব ভাবনার কোথাও আজকালকার সন্ধান পাই না । এর কতটা আমার জন্য কোন উপায়ে আবশ্যক ছিল তা সৃষ্টিকর্তার গূঢ় রহস্য । আমি আবাঙ্গাল জ্ঞান অজ্ঞানের প্রতি স্পর্ধা দেখিয়ে যে অকল্যান করেছি তাতে সকল দোর খোলা থাকলেও জানালায় উঁকি দেওয়ার কদাচিৎ সাহস দেখাতে পারলেও খোলা দরজায় পা রাখার সাহস আমার হবে না । কেননা আমি আমার স্বভাব পৃথিবীতে যে মাপকাঠিতে নিজেকে তূল্য করি সেখানে ভাব আবেগের টানাটানি থাকলেও দায়িত্বের মর্যাদা স্হির ।
ভুল অথবা ভালবাসা দু’টোর শাস্তিই জগত আদিষ্ট । আফসোস এর কোনটাতেই মানুষ সুখ পায় না । প্রথমটিতে সকলের অনাগ্রহ কিন্তু এটাই সর্ব সাধিত কর্ম । দ্বিতীয়টিতে আগ্রহের কমতি নেই । এমনকি মাত্রাও নেই । তাই তিতক্তারও শেষ নেই ।
ভুল । যা করি তার সবটাই ভুল । আর যা না করার আফসোসে পুড়ি তারও সবটুকুই ভুল । আমাদের মুক্তি নেই । না নিজের কাছ থেকে, না ভুল থেকে ।

...............নিঃশব্দ নাগরিক ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.