![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাকালের কাছে ভ্রান্তি রেখে যে মানুষগুলো প্রান নিয়ে বিশ্ব মানচিত্রের অন্ধ গুহায় এসে আটকে গেছে তাদের জন্য নিয়তিই বড় পাপ । ভুল অথবা ভালবাসা অতঃপর জগত দৃষ্টি এসব মানুষকে দেহ দান করেছে বটে প্রান দেয়নি । নতুবা মস্ত পৃথিবীর সমস্ত ভূমি ওদেরকে এভাবে বঞ্চিত করবে কেন । দেশ-বিদেশের স্হলসীমা জলসীমার আয়তন বেড়েছে । কিন্তু দেহ সর্বস্ব মানুষের আশ্রয় মিলেনি । অবশ্য মনুষ্য অঙ্গ-প্রত্যঙ্গ আর প্রান দুটো ভিন্ন বিষয় । তাই জন্মের আদিতে যে চক্ষুজলে এদের নিয়তি ভেসে গিয়েছিল তাদের স্হান সীমান্ত জলে হবে এটাই স্বাভাবিক ।
গ্রামে ধানের চারা উৎপাদনের জন্য একপ্রকার ক্ষেত তৈরী করা হতো । আমরা গ্রাম্য ভাষায় তাকে জালা ক্ষেত বলতাম । সেই ক্ষেতে যখন ধান ফেলা হতো তখন সে ধান খাওয়ার জন্য আশপাশ থেকে হাঁসের দল ছুটে আসতো । আর কৃষকরা লাঠি হাতে হাঁস তাড়িয়ে দিত । আজ অনেকদিন পর সেই হাঁস তাড়ানোর কথা মনে পড়ে গেল । দিন বদলেছে, বদলেছে বাস্তবতা । তাই ধান, জালাক্ষেত, কৃষক আর হাঁসের জায়গায় আজ আশ্রয় নিয়েছে মানুষ, ভুখন্ড, বিশাল জলরাশি আর বাঁচার আকুতি । তাই জলে ভাসতে থাকা প্রানগুলো ভূমির সন্ধান পায় না । হাঁসের মতো তাড়িয়ে দেওয়া হয় বেঁচে থাকার করুন নির্মম আকুতিকে ।
বিশ্ব মানবতা আজ বিশাল জলরাশির ফুলে উঠা ঢেউয়ে আছড়ে পড়েছে । বিশ্ব রাজনীতি আর ভূখন্ড ছিঁড়ে খেয়ে ফেলেছে মানবতা । কুম্ভকর্নের মতো ঘুমিয়ে পড়েছে বিশ্ব বিবেক । তাই জলে ভাসা মানুষ কারো দৃষ্টিতে আসে না ।
সৃষ্টিকর্তা তোমার কাছে অনুনয়, তুমি প্রানগুলোকে রক্ষা । যেকোন উপায়ে রক্ষা করো ।
..........নিঃশব্দ নাগরিক ।
©somewhere in net ltd.