![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন আজ উপদ্রবের পর্যায়ে পৌঁছেছে । কিছুতেই নমস্য জীবনকে আর স্বীয় উপলব্ধির মধ্যে আও্বস্থ করতে পারছি না । এমন না মানুষি জীবন না আমার ধারনায় ছিল, না ধ্যানে ছিল । আমার ধারনা-ধ্যান দুটো’ই বিদেয় নিয়েছে । আর্শীবাদ হয়ে এসেছে জাগতিক প্রাপ্য-দুষ্প্রাপ্য অভিশাপ । কি অবলীলায় যে এসব ধার-কর্জ করেছি তা এক রহস্য বটে । আমি পাপ-অপাপ মানুষ, রহস্য নিতান্তই অপছন্দ করি । তাই বলে সৃষ্টিকর্তার রহস্যে র্স্পধা দেখাতে যাই না । তাই সকল কিছু নিয়তির উপর ছেড়ে দিয়ে দৌড়ের উপর থাকি । অবশ্য আমার সামর্থ্যেও ওইটুকুই ।
নিজ প্রতি নিজ অবিচার সে কথা পরিচিতজনবিদিত । এর সাথে যুক্ত হয়েছে স্রষ্টা রহস্য । তাই দৌড়টা একটু বেশী জোরেই দিতে হচ্ছে । গরম তাপ রোদ ভয়াবহ রকমের অপছন্দ । গায় গতরও সহ্য করতে পারে না । অথচ আসমান ফেটে পড়ছে রোদে । রোগ-শোক কারোরই পছন্দ না । অথচ আমাকে পিছুই ছাড়ছে না । তার উপর কর্মক্ষেত্রে আছি আগুন আতন্কে । আজ নিচতলায় আগুনতো কাল দোতলায় । সৃষ্টিকর্তার দান জানকে গত দু’বার কোনরকমে আগলে রেখেছি । ভবিষৎতে কোন সদকায় জানকে কোরবানী দেব তা সৃষ্টিকর্তাই ভাল জানেন ।
স্রষ্টা তোমার মুখোমুখি হওয়ার সাহস আমার নেই । তুমি যদিও একটু সদয় হও তবেই রক্ষা । আমি সে অপেক্ষায় থাকলাম । তুমি আমাকে নিরাশ করেছে বটে, তবে কখনোই মাত্রাতিরিক্ত নয় । সে ভরসায় আমার দরজায় তোমার দাওয়াত রইল ।
...............নিঃশব্দ নাগরিক ।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৫ রাত ১০:১১
উর্বি বলেছেন: আমি পাপ-অপাপ মানুষ, রহস্য নিতান্তই অপছন্দ করি ।