নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃশব্দ নাগরিক

সম্ভব অসম্বব একজন ।

নিঃশব্দ নাগরিক

সম্ভব অসম্ভব একজন ।

নিঃশব্দ নাগরিক › বিস্তারিত পোস্টঃ

আমার স্বীকারোক্তি

২৯ শে মে, ২০১৫ রাত ১১:৩৬

নিঃসঙ্গ বাস্তবতার যে বিরামহীন যাত্রায় আজ স্হির হয়েছি তাতে সম্মুখ কোন সম্ভাবনা নেই । আমি জানি কি অক্লান্ত সে যাত্রা । আমার এই ক্লান্তিহীন বহমানতায় আমার কোন ভাবাবেগ কাজ করে না । কিন্তু মনুষ্য সম্মুখে র্দূভেদ্য হয়ে উঠা আমার জন্য ক্ষমাহীন । আমি সরল না হলেও স্বাভাবিক । তাই বাত্যয় চিন্তাচেতনা আমার সবিশেষ দুর্বলতাই প্রকাশ করে । অবশ্য এই আমার এর অতিরিক্ত কোন স্পর্ধাও নেই । তাই সরলচিওে নিজের দুর্বলতা স্বীকার করে নেই ।
আজকাল কেউ কেউ অভিযোগ করেন আমি বড় র্দুভেদ্য লিখি । কথা সর্বাংশে সত্য না হলেও অধিকাংশে সত্য । মাঝে মাঝে কিছু কথা, হয়তো কিছু ব্যাথাও নিজের ইচ্ছেতেই র্দুভেদ্য করে রাখি । এই সজ্ঞান শিষ্ঠাচার বর্হিভূত আচরনের জন্য আমি দুঃখ প্রকাশ প্রয়াস রাখি বটে, তবে এমন নিশ্চয়তা আমার পক্ষে দেওয়া পরিপূর্ন রূপে অসম্ভব যে এরই পুনরাবৃওি পুনঃপুন ঘটবে না । সুতরাং আজকের দুঃখ প্রকাশ যদি ভবিষ্যতের দন্ড হয় তবে নিজের প্রতি যে সংবেদনশীলতা নিয়ে আজন্ম মানুষের আস্কারা পেয়েছি তার স্হানটুকু ছোট করবো না । আমি নিজের জন্য পুনঃপুন ক্ষমার জায়গাটুকু উন্মুক্ত রাখবো এমনটা মেনে যদি কেউ ভালবাসে তবে তাকে জড়িয়ে ধরতে আমার কোন দ্বিধা থাকবে না । আর সজ্ঞান র্দুভেদ্যতা ব্যতিরেকে সকল কিছুর জন্য কোন অনুযোগ রাখবো না । এইখানে স্বীকার করতে আমার কোন দ্বিধা নেই যে, এই আমার সবিস্তার যোগ্যতা । এবং এর জন্য আমি পুরোপুরি লজ্জিত ।

..........নিঃশব্দ নাগরিক ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.