নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃশব্দ নাগরিক

সম্ভব অসম্বব একজন ।

নিঃশব্দ নাগরিক

সম্ভব অসম্ভব একজন ।

নিঃশব্দ নাগরিক › বিস্তারিত পোস্টঃ

তোমার ক্ষমতা যারে দিয়েছ তারে রেখো না বুদ্ধু করে

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৯

এই বঙ্গ ভূখন্ড আমার কাছে এক রহস্য বটে । এখানে না যোগ মিলে, না বিয়োগ । সরল গনিত পুরোদস্তুর গরল এখানে । তাই বিদ্যা অর্জনে সময় জ্ঞান দিয়ে পর্যাপ্ত উপযুক্ত হলেই যে আপনি ডাক্তার ইন্জিনিয়ার বনে যাবেন এমন স্বাভাবিক চিন্তা করতে যাবেন না । ভুল করবেন । তারচেয়ে বিদ্যা অর্জন যথাতথা পকেট রাখুন ভারী । চোখ কান খোলা রাখুন । ফেসবুকে নজর দিন । আপনাকে কেউ ঠেকাতে পারবে না । কিছু বনি আদম রাস্তায় হাউকাউ করবে বটে তাতে আপনার টিকিটিও ছুঁতে পারবে না । কেননা আপনার তথাস্ত বিদ্যাকে জাতি সম্মান দিতে না জানলেও এদেশের কীর্তিমান বলবান’রা (পুলিশ) আপনার পাশে ঠিকই দাঁড়িয়ে যাবে । গুনজিনের সম্মান গুনীজনই দিতে জানে । অবশ্য এরচেয়েও বড় গুনীজন’রা রয়ে গেছেন । ভয় নেই তারাও আপনার কীর্তি জানে । এমনকি নিজেরটাও জানেন । তাই আপনাকে ঠিকই আগলে রাখবে এরা । প্রয়োজনে অথবা অপ্রয়োজনে গুলা কয়েক মানুষ গ্রেফতার কিংবা দু’একটা জান দান সদকা হলেও আপনার জ্ঞান বিজ্ঞান উন্নত, সমুন্নত রবেই রবে ।
তো এমন সব রহস্য নিয়ে আমি তাবৎ দুনিয়ায় নিশ্চিন্ত হয়েই পড়েছিলাম । কিন্তু পৃথিবীর সকল রহস্য যে আর বঙ্গ ভূখন্ডে পড়ে থাকেনি তা বুঝলাম অনেক পরে । বিশ্ব ব্রক্ষ্রান্ডে রহস্যের শেষ নেই । শেষ নেই পুরুষ্কার, তিরস্কারের । তাই আমরা অবলীলায় কেলকেলিয়ে হাসতে পারি ।
যে দেশে জাতীয় বন ধ্বংসের পায়তারা করে বিদুৎকেন্দ্র উৎপাদনের আয়োজন করা হয়, যে দেশের রাজধানী এক ঘন্টার বৃষ্টিতে সাগর-নদী হয়, যে দেশের রাজধানীর বায়ুতে সীসার পরিমান আতংকের পর্যায়ে, যে দেশের রাজধানী বেষ্টিত নদীতে নিঃশ্বাস নিতে গেলে নাকে রুমাল চাপতে হয়, যে দেশের রাজধানী পৃথিবীর বসবাসের অযোগ্য তালিকায় দ্বিতীয় সে দেশের’ই প্রধানমন্ত্রী ধরিত্রী রক্ষায় একেবারে চ্যাম্পিয়ন ট্যাম্পিয়ন হয়ে একাকার । জগত এক বড় রহস্য বটে ।
মানুষ সজ্ঞানে না হলেও, অজ্ঞানে ঠিকই নিজেকে তুলে ধরে । আবার কাক বেশীক্ষন ময়ূর হয়ে থাকতে পারে না । তাই পরিবেশ শোধন আর সাধন হলেও মুখ নিঃসৃত বায়ু বিষই খেকে যায় । সংবাদ সম্মেলন বা বন্ধুমহলের আলাপচারিতা কোনটাই বিষ বাক্যে হতে রক্ষা পায় না । আস্ত বঙ্গ’ পরিবেশ গোল্লায় যাক, একটা মুখ যদি শোধন হতো তবে কুর্নিশ করে আর একখান পদক দেওয়া যেতো । অবশ্য এ দোষে তথাস্ত মুখকে দোষারোপ করে কি লাভ ! মুখ যদি হারপিকে পরিষ্কার না হয় তবে’তো গন্ধ ছড়াবেই । এ হারপিকের দোষ ।
সবশেষে একটি কথা । হে সৃষ্টিকর্তা, তোমার ক্ষমতা যারে দিয়েছ তারে রেখো না বুদ্ধু করে । তবে যে মুক্তি নেই ।

নিঃশব্দ নাগরিক ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.