নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃশব্দ নাগরিক

সম্ভব অসম্বব একজন ।

নিঃশব্দ নাগরিক

সম্ভব অসম্ভব একজন ।

নিঃশব্দ নাগরিক › বিস্তারিত পোস্টঃ

আমার আমি.

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫১

যাপিত জীবনের আর কোন রহস্য আজকাল উপলব্ধি করি না । নির্মম ভয়ংকর একপেশে জীবন ইহলৌকিক রুচি শূন্যতায় আর পরলৌকিক কামনা বাসনায় কেবলই আফসোস করে । সত্যি বলতে কি এই আফসোসটুকুই সম্বল । কেননা ইহলৌকিক মুক্তি বা পরলৌকিক ভোগ কোনটার জন্যই ন্যূনতম শ্রমও খরচ করতে আমি কোনপ্রকার ইচ্ছা প্রকাশ করি না, কেবলমাত্র সৃষ্টিকর্তার দয়া-দাক্ষিন্য ছাড়া । আর স্রষ্ট্রার দয়া-দাক্ষিন্য পাওয়ার জন্য যা কিছু করি তাতে নিজেরই লজ্জা হয় । কেননা আমার আমি’কে জানি । আমি জানি কতটা কপট, ভন্ড আমি ।
আমার কাছে বেঁচে থাকা আর টিকে থাকা এক কথা নয় । টিকে থাকতে গেলে নাকের ডগায় বায়ু থাকলেই হয় । বেঁচে থাকার অর্থটা বিশাল । এবং ব্যক্তি বিশেষে অনুকরনীয় পার্থক্যে লক্ষ্যনীয় । আমার ব্যক্তি অভিমত, আমি বেঁচে নেই, টিকে আছি ।পৃথিবীতে হয়তো আমার দলটাই ভারী । আমরা টিকে থাকার জন্য প্রতিনিয়ত নিজের সাথে দ্রোহ করি, আর স্রষ্ট্রার সাথে করি ন্যাকামী । তাই আমাদের ইহলোক’ও টিকে না, পরলোকের’ও আশ্বাস থাকে না ।
নিতান্ত নিঃশ্বাসের টানে টিকে থাকার যে উওরাধিকারী আমি বা আমরা টেনে নিয়ে বেড়াচ্ছি তার সমূলে জোড়াঘাত করতে না পারলে আরো কিছু আমি উৎপাদন ছাড়া জগতে আমার আর কোন ভূমিকা থাকবে কি ! কিন্তু নিজের মূলে আঘাত করার যে প্রানশক্তি থাকা দরকার তা আমার আছে কি ! আমি টিকে থেকে অসন্তুষ্ট, বেঁচে থাকার চেষ্টায় অভিযোগকারী আর স্বর্গের লোভে লালায়িত এক ভন্ড, অসভ্য মানুষ ।

...............নিঃশব্দ নাগরিক ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.