নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাইতে হাটি...ফিলিংসটাই আলাদা.

আমি অন্ধ্........মূর্খ....জ্ঞানহীন....

নিশাচর

যাহার লাগি চক্ষু বুজি বহিয়া দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়াও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে... ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। -রবী ঠাকুর

নিশাচর › বিস্তারিত পোস্টঃ

২০ মিনিটের গল্প (২২ এর নিচে প্রবেশ দন্ডনীয়)

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৮

ব্লগীয় সতর্কীকরণ : ইহা একটা ছোট্ট গল্প। এই গল্প পড়ার জন্য অবশ্যই বয়স ২২ বছর বা তাহার উর্দ্ধে হইতে হইবে।

.

.

.

.

.

.

.

.

.

.

.



অনেক পুরানো মেইল থেকে সংগৃহীত।

মন্তব্য ৬৪ টি রেটিং +২৪/-১

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪০

উড়ুউড়ু বলেছেন: আপনি করছেন কি?

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪১

নিশাচর বলেছেন: দিনের সেরা ..না ?

২| ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪০

কখনও মানব কখনও দানব বলেছেন: ফাটাফাটি/

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪২

নিশাচর বলেছেন: আমিও তাই কই। ফাঠাফাঠি ......

৩| ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪০

ইউনুস খান বলেছেন: পিলাচ .............+

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪১

নিশাচর বলেছেন: থেঙ্কু..............

৪| ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪০

এহসানআজিজ বলেছেন: মজা পাইলাম

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৬

নিশাচর বলেছেন: আমিও মজা পাইলাম

৫| ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪২

এহসানআজিজ বলেছেন: পিলাচ দিলাম

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৮

নিশাচর বলেছেন: ট্যাংকু.

৬| ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৩

মাকসুদ খান বলেছেন:
দিনের বেলা এইসব কি করতেছেন?

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৯

নিশাচর বলেছেন: ভাই রাইতে হাটি। দিনে তো কিছু একটা করন লাগবো নাকি ?

৭| ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৪

মেসবাহ য়াযাদ বলেছেন: তোর বাড়ির মুরুব্বিদের ফোন নাম্বারটা দেতো। একটু জরুরি কথা আছে তাদের সাথে...

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৭

নিশাচর বলেছেন: গুরু- আপনে আবার এইহানে ক্যান ? ছ্যা ছ্যা ছ্যা--- (জিহবায় কামড়)। এই কানে দইরা একপাও উচা কইরা খাড়াইলাম। আর এমুন করুম না।

ওস্তাদ---- এইবারের মতোন ক্ষ্যামা দ্যান।

৮| ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৫

অরণ্যচারী বলেছেন: পিলাচ .............+
আমার বয়স ২০ বছর ৬ মাস।;)

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫০

নিশাচর বলেছেন: হায় হায় আপনে দেহি অন্যায় করচেন। যাউকগা- টানা দুই মিনিট ফডুক টা দেহেন। তয়লে বয়স অটোমেটিক ২২ হইয়া যাইবো।

৯| ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৬

রাস্তার ছেলে বলেছেন: আসলেই অনেক পুরোনো। তাও +

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫০

নিশাচর বলেছেন: থ্যাংকু।

১০| ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৭

আজমান আন্দালিব বলেছেন: হাহাহাহাহহাহহাহহাহহা.....

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫১

নিশাচর বলেছেন: বহুত হাসলেন........ভালো। হাসি স্বাস্থ্যের জন্য..........

১১| ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৮

মিছে মন্ডল বলেছেন: এই ২০ মিনিট পরের প্রথম কথাটা বলে ছেলেরা। আপনারা বলতে পারবেন কি বলে?

১.কেমন লাগলো?
২.আরাম পেয়েছো?
কোনোটাই না।

বলে, আমার লুংগিটা কই????

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫১

নিশাচর বলেছেন: জঠিল........... খিকজ্।
আপনারে পিলাচ.............+

১২| ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৯

উড়ুউড়ু বলেছেন: অবশ্যই

২০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৭

নিশাচর বলেছেন: ধন্যবাদ

১৩| ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫০

রাতমজুর বলেছেন: অভিজ্ঞলোক আপনে ;)

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৩

নিশাচর বলেছেন: জনাব, আস্তে কন।

১৪| ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৩

মিলটন বলেছেন: @ মেসবাহ য়াযাদ

ভাই আপনাকেই দায়িত্ব দিলাম নিশাচর রে একটু মানুষ করেন। :)

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৪

নিশাচর বলেছেন: গুরু.......বড়রা একটু চোখ বন্ধ করেন।

১৫| ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৪

সিফাতরক্‌স বলেছেন: ১৯-১০=৯মিনিট খারাপ না । জুস জুস ।

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৬

নিশাচর বলেছেন: ভালো জিনিস বাইর করচেন। থেংকু।

১৬| ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৪

নির্বাসন বলেছেন: পুরান মাল

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৯

নিশাচর বলেছেন: আগেই কইছি।

১৭| ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৬

যীশূ বলেছেন: ;)

২০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১০

নিশাচর বলেছেন: B-)

১৮| ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৭

সিটিজি৪বিডি বলেছেন: তারপর ১০ মাস ৯ দিন পর একটা বাচ্চা হলো.....................

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৮

নিশাচর বলেছেন: তারপর..............?

১৯| ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৭

সমকালের গান বলেছেন: আমার বয়স ২১ বছর ৩৬৪ দিন।

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১৩

নিশাচর বলেছেন: অসুবিধা নাই। লেখার বিষয়বস্তু বুঝিলেই হইলো।

২০| ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৯

ইউনুস খান বলেছেন: এই কানে দইরা একপাও উচা কইরা খাড়াইয়া কি ছাইড়া দিলেন ;)

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১২

নিশাচর বলেছেন: আপুনি যাহা বুঝিয়াছেন.............. তাহাই জনাব............... তবে ইহা কাহারও কাচে বলিতে যাইয়েন না দয়া করিয়া। ধইন্যবাদ ।

২১| ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১০

শ্রাবণ সমুদ্র বলেছেন: এই জন্যই রবিদা বলেছেন,
.
.
.
.
চুদিয়া যেও তুমি
আমারো বুদাভূমি
দক্ষিনো সাগরের সমীরন ।

যে শুভক্ষনে মম
চুদিবে প্রিয়তম
ডাকিবে নাম ধরে অকারন ।

১৯ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩১

নিশাচর বলেছেন: ছি ছি, এইসব কি বলেন। ভয় পাইতেছি আপনারে না আবার ব্যান করে।

২২| ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১২

ডুমরু বলেছেন: ও.........ইয়েছ

১৯ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫৪

নিশাচর বলেছেন: ও............নো...........

২৩| ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২০

পথিক!!!!!!! বলেছেন: সময়মত বিয়ে না দিলে যা হয়

১৯ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪৭

নিশাচর বলেছেন: সময় মতো বিয়ে না দিলে কি হয় ??

২৪| ১৬ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯

কঁাকন বলেছেন: পোলার বিবাহের বয়ষ পার হিয়া যাইতেসে গার্জেনেরা করে কি ?

১৯ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:২১

নিশাচর বলেছেন: আমিও তো তাই কই.........গার্জেনেরা করে কি ??

২৫| ১৬ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫

মুক্তকথা বলেছেন: কোথায় ২০ মিনিট? এ তো ৯ মিনিটের গল্প।

বাকীটুকু ভূমিকা আর উপসংহার।

১৯ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩৩

নিশাচর বলেছেন: ভূমিকা আর উপসংহার না থাকলে কি পারফেক্ট রচনা হয়?

২৬| ১৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪২

পিচ্চি সনিয়া বলেছেন: তো

১৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৫

নিশাচর বলেছেন: পিচ্চি পাচ্চারা এই বলগে ক্যান ? ইহা ২২ এর পরের দের জন্য। যাউকগা আইসাই যহন পরছো- তয় সাবধান...... ডোন্ট ট্রাই দিস এট হোম...

২৭| ১৩ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯

শাফি আহমেদ বলেছেন: পিলাচ দাদা........

১৪ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৫১

নিশাচর বলেছেন: থেঙ্কু দাদা.........

২৮| ১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:০৭

সব যদি আজ বদলে যেত বলেছেন: জটিল গল্প।আমি আগে শুনি(দেখি) নাই।

প্লাস না দিলে অসম্মান করা হয়।

১৪ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:২৪

নিশাচর বলেছেন: থেঙ্কু.........

২৯| ১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:২২

নিশিব্লগারু বলেছেন: বুজজি!!!! এইটা ঠ্যাং আর্ট!!


ঠিক বলেছি না?

১৪ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৫১

নিশাচর বলেছেন: হায় হায় রে............. এক্কেবারে...... হাচা কতা। কেমনে বুজলেন ???

৩০| ১৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৪২

আমি ও আমরা বলেছেন: দারুন গল্প

১৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০২

নিশাচর বলেছেন: হুম ...........মনে ধরচে .............না ?

৩১| ১৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৪

ঘনাদা বলেছেন: হমম.. কয়েক্টা স্ন্যাপশট্‌ বাদ পড়লো মনে হয়!!

১৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০২

নিশাচর বলেছেন: আমারও তো তাই মনে হইতেসে.. ।

৩২| ১৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৬

সুবিদ্ বলেছেন: প্লাস....

১৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৭

নিশাচর বলেছেন: থেঙ্কু........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.