নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিনোদন ও জাগরণের চেষ্টা। হরর, থ্রিলার, রম্য এই জাতীয় কিছু লেখার চেষ্টায় আছি। (০২/০২/১৭)

Nishi Chowdhuri

আমি মানুষ।

Nishi Chowdhuri › বিস্তারিত পোস্টঃ

গল্পটার নাম নেই।

৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩১

গল্পটার নাম নেই।
.
"কেমন আছ, আবিদ? আশাকরি ভাল আছ। দোয়া করি যেন ভালই থাক। আমি ভাল থাকার চেষ্টায় আছি। দেখতে দেখতে আজ ১মাস হয়ে গেল। তবুও তোমার শেষ মেসেজটা আজও চোখে ভাসে। মনে হয় এইমাত্রই পাঠিয়েছ। তোমার শেষ কথামতো আমি নিশ্চিন্তেই থাকার চেষ্টা করি। হাসিখুশি থাকার চেষ্টা করি। - জানালার পাশে দাড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে মনে মনে কথাগুলো বলছে নিধি। চোখে বেয়ে গড়িয়ে পড়া ফোটা ফোটা জল মুছে নিধি আবার বলল, "এখন অশ্রু তীব্রবেগে ঝরে না। ফোটা ফোটায় পড়ে। এক সময় সেটাও শুকিয়ে যাবে। তবুও আমার অন্তরে থেকে যাবে তুমি। জানো আমি আবার প্রেমে পড়েছি। আবার ভালবাসতে শুরু করেছি। আমাদের অতীতকে। রেখে যাওয়া স্মৃতি গুলোকে। শুনেছি মানুষ ওপারে গেলে বাকি তারা হয়ে যায়। তবে তুমি কোথায়? ওটা নাকি ওটা নাকি ঐটা?" এমন সময় পিছন থেকে নিধির ছোট ভাই রাফির ডাক এলো,
~ কিরে আমাদেরকে ডিনার দিয়ে তুই এখানে একা কেন? খেতে চল।
> তুই যা। আমার খিদে নেই।
কথাটা শুনে রাফি বিছানায় শুয়ে পড়ে বলল
~ আমারও খিদে নেই।
.
নিধি জানে সে না খেলে রাফিও খাবে না। তাই বাধ্য হয়ে রাফি নিয়ে খেতে বসল। নিধি একটু খেয়ে উঠে পড়ল। সাথেসাথে রাফিও উঠে পড়ল।
> কি হল খাওয়া শেষ কর।
~ তুইও শেষ কর।
পরিশেষে নিধি খাওয়া শেষ করেই উঠল। এভাবেই নিধির দিন চলে। রাফি যতটুকু পারে নিধিকে সাপোর্ট দেয়।
.
সকালে উঠে নিধি রাফির হাতে কিছু টাকা দিয়ে বলল
> এই টাকাটা এতিমখানায় দিবি।
রাফি শুধু হুম বলে চলে গেল। কারণ রাফি জানে এই নিয়ে কথা বলা মানে কষ্ট বাড়িয়ে দেয়া।
.
এক মাস হল আবিদ মাটির ঘরে শেষ ঘুম দিয়েছে। সবাইকেই একদিন এই ঘরে ঘুমাতে হবে। সেই ঘুম হবে শেষ ঘুম। আবিদ খুব ভাল ছেলে ছিল। সবসময় নিজেকে রুমে আটকিয়ে রাখা মেয়ে নিধিকে অন্ধকার থেকে বের করে দুনিয়ার আলোতে নিয়ে এসেছে আবিদ। বাঁচতে শিখিয়েছে, চলতে শিখিয়েছে হাসতে শিখিয়েছে। আবিদের শেষ মেসেজটি ছিল, "চিন্তা কর না। আর সবসময় হাসিখুশি থাক।" আপন মানুষটির শেষ ইচ্ছে পূরণের জন্য নিধি হেসে যাচ্ছে। এই হাসি কান্নাময় এক হাসি। তবু চেষ্টা করে যাচ্ছে নিধি।
.
নামাজ পড়ে নিধি আল্লাহ দরবারে সবসময়ই আবিদের জন্য দোয়া করে। কারণ এখন আবিদের জন্য দোয়াই বেশি প্রয়োজন। নিধি সবসময়ই বলে, "হে আল্লাহ! তুমি যা কর বান্দার ভালর জন্যই কর। আমি শুধু চাই তুমি ওর সমস্ত গুনাহ মাফ করে ওকে জান্নাত দান কর। তুমি মহান ও দয়ালু। (আমিন)"
.
আল্লাহ নিধির দোয়া কবুল করুক। (আমিন)
.
লিখাঃ Nishi Chowdhuri (রাত্রির আম্মু)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.